হুমায়ূন আহমেদের লেখা মেঘের ছায়া খন্ড-২৩

সিঙ্গারা খেয়ে পেপসিটা খাওএখানকার পানি ভাল নাকি জন্যে ডেকেছেন, আপা?” 

বাবা সম্পর্কে তােমার সঙ্গে আলাপ করবার জন্যেতুমি তাে প্রায়ই বাবার সঙ্গে কথা বলআজও বললে, কিছু বুঝতে পারছ? কোন পরিবর্তন লক্ষ্য করেছ

জিনাকি পরিবর্তনের কথা বলছেন?

মেঘের ছায়া  

বাবার মাথা ঠিক নেই, শুদ্রবাসায় তালা দিয়ে আসার এও একটা কারণআমাদের বাড়িতে এমন কিছু মহামূল্যবান কোহিনুর নেই যে ঘর তালাবন্ধ করে আসতে হবেবাবার মাথা পুরােপুরি নষ্ট হয়ে গেছে।  উনি কি করেন

এখনাে কিছু করছেন নাতবে খুব শিগগিরই করবেনবাবা হুট করে কিছু করেন নাকোন একটা বিষয় নিয়ে দীর্ঘদিন চিন্তাভাবনা করেনতারপর কাজটা করেনতখন হাজার যুক্তি দিয়েও তাঁকে টলানাে যায় নাএখন তিনি কি ভাবছেন শুনবে? এখন ভাবছেন তিনি আমাদের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মত চেপে আছেনতিনি আমাদের মুক্তি দিতে চানতােমাকেও নিশ্চয়ই বলেছেন। 

 হ্যা, বলেছেন। 

মাসঙ্গে এই নিয়ে ঝগড়া হলমা কান্নাকাটি করে বাসা ছেড়ে চলে গেছেনএখন মা ছােটমামার সঙ্গে আছেনমাকে কি বলেছেন শুনবে?’ 

মেঘের ছায়া খন্ড-২৩

বলুন| মাকে বলেছেন আমি তােমাদের কাছে বিরাট বােঝাআমার জন্যে নীতুর বিয়ে হচ্ছে নাআমি চাই না আমার জন্যে আমার মেয়ের জীবন নষ্ট হােককাজেই আমি ঠিক করেছি বাড়ি ছেড়ে চলে যাবতুমি আমাকে লােকজন বেশি চলাচল করে এমন একটা রাস্তার পাশে শুইয়ে রেখে এসেশহরে খুব কম করে হলেও পঞ্চাশ হাজার ভিক্ষুক বাস করেরােড এ্যাকসিডেন্টে মৃত্যুর খবর পাওয়া যায়, অনাহারে ভিক্ষুকের মৃত্যুর খবর পাওয়া যায় না

আমি এইভাবে আরাে কিছুদিন বেঁচে থাকতে পারব বলে আমার ধারণামা বললেন, তােমাকে মুখে তুলে কে খাইয়ে দেবে? বাবা বললেন, তিনি পার্টনারশীপ ব্যবস্থায় আরেকজন অল্পবয়স্ক শিশু ভিক্ষুক সঙ্গে নেবেনবাবার রােজগারের অর্ধেক সে পাবেবিনিময়ে বাবাকে সে খাইয়ে দেবেবাবার মাথা যে পুরােপুরি খারাপ হয়ে গেছে তুমি কি বুঝতে পারছ? তুমি চিন্তা করতে পার এই লোক ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেছে

শুভ্র বলল, এমন কিছু ঘটেছে যার জন্যে চাচা হঠাৎ করে মনে করা শুরু করলেন যে তিনি বাড়তি বোঝা। 

 বাবা তাে বােকা না শুভ্রবাবা যথেষ্টই চালাকতাছাড়া শারীরিকভাবে অক্ষম মানুষদের বুদ্ধি হঠাৎ করে অনেকখানি বেড়ে যায়বাবা এক ধরনের বােঝা তাে বটেইতুমি আমার ছােট ভাইয়ের মততবু তােমাকে বলি আমার বিয়ে করার একটা সুযােগ ঘটেছেকোনদিন ঘটবে আমি ভাবিনি, কিন্তু ঘটেছে। আগে একবার বিয়ে হওয়া মেয়ের আবার বিয়ে ঠিক হওয়া বড় ঘটনাযার সঙ্গে বিয়ে ঠিকঠাক হয়েছে তার মাবাবা আছেছােট ভাইবােন আছেআমি তাে বিয়ের পর মা বাবাকে নিয়ে বাড়িতে উঠতে পারি না। 

মেঘের ছায়া খন্ড-২৩

 উনি তাে আপনার সমস্যা জানেনউনি কি বলছেন?” 

সে কিছুই বলছে নাআমি তাকে অপেক্ষা করতে বলছিকতদিন সে অপেক্ষা করবে? তাছাড়া অপেক্ষা করবেই বা কেন

শুভ্র পেপসির গ্লাসে চুমুক দিতে দিতে বলল, আপনি তাকে অপেক্ষা করতে বলছেন কেন? আপনার কি ধারণা অপেক্ষা করলেই সমস্যার সমাধান হবে

তাকে অপেক্ষা করতে বলা ছাড়া আমি আর কি বলতে পারি? আপনার কাছে কি এই সমস্যার কোন সমাধান আছে?” 

শুভ্র ইতস্তত করে বলল, আমাকে আপনি কি করতে বলছেন

নীতু অসহিষ্ণু গলায় বলল, তােমাকেও কিছু করতে বলছি নাতুমি আবার কি করবে ? তােমার জানা থাকা দরকার বলেই জানালামতুমি ইচ্ছা করলে পাগলামি চিন্তাভাবনা না করার জন্যে বাবাকে বলতে পার। 

মেঘের ছায়া খন্ড-২৩

জি আচ্ছা, আমি বলব| শুভ্র, আমি বসতে পারব নাআমার অনেক কাজ আছেআরেকদিন তােমার সঙ্গে কথা বলবনীতু উঠে দাঁড়ালশুভ্র লক্ষ্য করল নীতুকে আসলেই খুব ক্লান্ত লাগছেমুখে বয়সের দাগ পড়ে গেছেচোখের নিচটা কালাে হয়ে আছে| নীতু চলে যাবার পরও শুভ্র খানিকক্ষণ বসে রইলক্যান্টিনে লােকজন আসতে শুরু করেছেএখন বােধহয় লাঞ্চ টাইমবাসায় ফিরতে ইচ্ছা করছে না। 

দুপুরের খাবার ইয়াজউদ্দিন সাহেব অফিসেই খানখুব হালকা খাবারএক বাটি স্যুপসামান্য সালাদএক টুকরা পাকা পেপে কিংবা অর্ধেকটা কলা। খাবার শেষে মগের মত বড় একটা গ্লাসে এক মগ দুধচিনিবিহীন চাচায়ের সঙ্গে দিনের দ্বিতীয় সিগারেটটি খাওয়া হয়আজ তাঁর লাঞ্চ ঠিকমত খাওয়া হয়নিদু চামচ স্যুপ মুখে দিয়ে বাটি সরিয়ে রেখেছেন

 

Read More

হুমায়ূন আহমেদের লেখা মেঘের ছায়া খন্ড-২৪

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *