হুমায়ূন আহমেদের লেখা মেঘের ছায়া খন্ড-২৪

সালাদ খান নি। পেপের টুকরার দুখণ্ড মুখে দিয়েছেনচায়ের মগ সামনে আছেঠাণ্ডা হচ্ছে, তিনি চুমুদিচ্ছেন নাপর পর তিনটি সিগারেট খাওয়া হয়ে গেছেতিনি প্রচণ্ড টেনশান অনুভব করছেন, যদিও আচার আচরণে তা প্রকাশ পাচ্ছে নাতাঁর সামনে সপ্তাহের নিউজ উইকতিনি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর উপর একটি প্রবন্ধ পড়ছেনমন দিয়েই পড়ছেন

মেঘের ছায়া  

 তাঁর টেনশানের কারণ হচ্ছে তিনি খবর পেয়েছেন আজ তাকে অফিস থেকে বের হতে দেয়া হবে নাঅফিস ছুটি হবার পর কর্মচারীরা তাকে ঘেরাও করবেদরজা আটকে তালা দিয়ে দেবেতার টঙ্গী সিরামিক কারখানার কর্মচারীরাও এসে যােগ দেবেতাদের দফা দাবীর সব কটি তাকে মেটাতে হবেআজ ভয়ংকর কিছু ঘটবে ব্যাপারে কর্মচারীরা মােটামুটি নিশ্চিততবে তারা নিশ্চিত যে ইয়াজউদ্দিন সাহেব এখন পর্যন্ত কিছুই জানেন না

ইয়াজউদ্দিন সাহেব কর্মচারী সমিতির সব খবরই রাখেননেতাদের গােপন বৈঠকের খবরও তিনি জানেনআজকের ঘেরাওয়ের ব্যাপারে তিনি কি করবেন এখনাে ঠিক করেন নিব্যস্ত হবার কিছু নেইহাতে সময় আছেএরা প্রথম যা করবে তা হল টেলিফোনের লাইন কেটে দেবে যাতে তিনি প্রয়ােজনের সময় টেলিফোনে পুলিশের সাহায্য না চাইতে পারেনপুলিশকে আগেভাগে জানিয়ে রাখা যায়, তবে তা করা ঠিক হবে নাপুলিশের কাছ থেকেই ওরা জেনে যাবেএমন ব্যবস্থা করে রাখতে হবে যাতে পুলিশ ঠিক চারটার সময় খবর, পায়। 

মেঘের ছায়া খন্ড-২৪

ইয়াজউদ্দিন সাহেব মুনিরুল হককে ডেকে পাঠালেনমনিরুল হক কর্মচারী সমিতির সংস্কৃতি সম্পাদকআজকের ঘেরাও আন্দোলনের সেই হচ্ছে প্রধান ব্যক্তিপ্রতিটি কাজ সে করছে আড়ালে থেকেভয়ংকর ব্যাপার হচ্ছে ঘেরাও মেঘের ছায়া৪ 

এর এক পর্যায়ে সে রেকর্ড রুমে আগুন লাগিয়ে দেবার একটা পরিকল্পনা করেছেএটি কেন করছে তিনি জানেন না। 

মনিরুল হক এসে বিনীত ভঙ্গিতে দাঁড়ালত্রিশবত্রিশ বছর বয়েসী ছেলেএর মধ্যেই চুল পেকে গেছেআজ বােধহয় সে ক্রমগাত পান খেয়ে যাচ্ছে সবকটা দাঁত লালএখনাে মুখে পান আছেএই গরমেও সে একটা হালকা গােলাপী রঙের স্যুয়েটার পরে আছে। 

স্যার আমাকে ডেকেছেন ?ডেকেছিতােমার খবর কি মনিরুল ইসলাম ?জি স্যার, আপনার দোয়া। 

মুখভর্তি পান নিয়ে আর কখনাে আমার ঘরে ঢুকবে নাপান ফেলে মুখ ধুয়ে তারপর আস। 

মনিরুল ইসলাম হকচকিয়ে গেলঘর ছেড়ে গেলঠিক তখন শুভ্র পর্দার ফাঁক দিয়ে গলা বের করে বলল, বাবা আসব? ইয়াজউদ্দিন সাহেব বিস্মিত হয়ে বললেন

তুমি কোত্থেকে

মেঘের ছায়া খন্ড-২৪

শুভ্র হাসলএসাে, ভেতরে এসােতুমি কি খুব ব্যস্ত, বাবা? তােমাকে খুব চিন্তিত মনে হচ্ছেআমি কিছুটা ব্যস্ত, তবে চিন্তিত নাতুমি বস শুভ্র। 

শুভ্র বসলইয়াজুউদ্দিন সাহেব তার পিএকে ডেকে বলে দিলেন কেউ যেন এখন না আসেমনিরুল ইসলামকে এক ঘণ্টা পরে আসতে বললেন। 

ইয়াজউদ্দিন সাহেব পঞ্চম সিগারেটটা ধরাতে ধরাতে বললেন, শুভ্র, তােমাকে দেখে মনে হচ্ছে তুমি আজ সারাদিন কিছু খাওনিতুমি পথে পথে ঘুরছ এবং তােমার মাথা ধরেছে। 

তােমার তিনটি ধারণাই সত্যি বাবাতুমি কি কিছু খাবে?নাকিছু বলার জন্যে এসেছ নিশ্চয়বলশুভ্র হাসিমুখে বলল, বাবা, তুমি তাে জান আমার এক বন্ধু বিয়ে করেছে। 

জানিতােমার সেই বন্ধুর নাম জাহেদসে একজন প্রফেশন্যাল প্রাইভেট টিউটর, তার স্ত্রীর নাম কেয়াবিয়েতে তােমার বরযাত্রী হবার কথা ছিলচশমা হারিয়ে ফেলার কারণে তুমি যেতে পারনিএখন বল, কি বলবে – 

 

Read More

হুমায়ূন আহমেদের লেখা মেঘের ছায়া খন্ড-২৫

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *