হুমায়ূন আহমেদের লেখা মেঘের ছায়া শেষ খন্ড

জাহেদ বলল, দিনআপনাদের বংশে পাগলের হিস্ট্রি আছে? জ্বি না

মেঘের ছায়া

আজকাল অবশ্যি হিস্ট্রি ফিস্ট্রি লাগে নাএম্নিতেই লােকজন পাগল হয়ে যাচ্ছেখোজ নিলে দেখবেন ডিসপেনসারিগুলিতে নার্ভ ঠাণ্ডা রাখার অষুধ সবচে বেশি বিক্রি হয়ঘুমের অষুধ ছাড়া কেউ ঘুমুতে পারে না। 

 সন্ধ্যাবেলা জাহেদ তার মামাকে মেন্টাল হােমে ভর্তি করিয়ে দিয়ে এলতিন হাজার টাকা অগ্রীম জমা দিতে হলদৈনিক তিনশ টাকা হিসেবে দশ দিনের ভাড়াএই তিনশ টাকার মধ্যে খাওয়া খরচ ধরা নেইমনােয়ারা তঁার গয়না বিক্রি করলেনবেবীটেক্সী ভাড়া করে আত্মীয়স্বজনদের বাড়ি ঘুরতে লাগলেন ধারের জন্যে। 

বিপদ একদিকে আসে নানানানদিকে একসঙ্গে এসে সাঁড়াশি আক্রমণ করেমিজান সাহেবের বাড়িওয়ালা জাহেদকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গেলেনচা খাওয়ালেন, পাপড় ভাজা খাওয়ালেনঅমায়িক ভঙ্গিতে বললেন, আপনার মামার খবর শুনলামখুবই দুঃখ পেয়েছিদুঃখ পাবারই কথাঅতি ভদ্রলােক ছিলেনমাসের তিন তারিখে মাসের ভাড়া পেয়েছিকোন দিন দেরী হয় নাইশেষ কয়েকমাসে কিছু সমস্যা হয়েছেসমস্যা হতেই পারেদিনতাে সমান যায় নাসাগরে যেমন জোয়ার ভাটা আছে মনের জীবনেও জোয়ার ভাটা আছেসবই বুঝি। কিন্তু জাহেদ সাহেব, আমার ব্যবস্থাটা কি

মেঘের ছায়া শেষ খন্ড

জাহেদ বলল, একটু সময় দিনমামার অফিসে লােনের জন্য দরখাস্ত করছি লােনটা পেলে প্রথমেই আপনার টাকাটা দিয়ে দেব। 

আমাকে টাকা দিলেতাে আপনার চলবে নাআপনাদের খরচপাতিও আছে না। পাগলের চিকিৎসা খুবই খরচের চিকিৎসাআগে যক্ষা ছিল রাজরােগ এখন রাজরােগ হল পাগলামী। আমাকে কোন টাকা পয়সা দিতে হবে না” 

বলেন কি?” 

সত্যি কথা বললাম ভাইআমিও ভদ্রলােকের ছেলেমানুষের বিপদআপদ বুঝিআমাকে কোন টাকা পয়সা দিতে হবে নাতবে এই মাসের ২৮ তারিখের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হবেআমি অন্য জায়গায় ভাড়া দিয়ে দিয়েছি৩০ তারিখে ভাড়াটে চলে আসবে। 

কি সর্বনাশের কথা। 

কোন সর্বনাশের কথা না ভাইবাস্তব কথাবাস্তব অস্বীকার করতে নাইবাস্তব স্বীকার করে নিতে হয়এখনাে তিন চার দিন সময় আছেএকটা বাসা ঠিক করে উঠে চলে যানআমি আপনাকে সাহায্য করবআমার ট্রাক আছেট্রাক দিয়ে মালপত্র পাঠানাের ব্যবস্থা করবএকটা পয়সা লাগবে নাশুধু পেট্রোলের খরচ হিসাবে কিছু ধরে দেবেন। 

জাহেদ বলল, আপনিতাে ডেনজারাস লােক| উপকার করতে গেলে ডেনজারাস লােক হতে হয়এইজন্যে উপকার করতে নাইমাসের ভাড়া মাফ করে দিলাম এটা চোখে পড়ল না? নেন ভাই ধরেনসিগারেট খাননাকি ধূমপান করেন না?” 

জাহেদ সিগারেট নিল নাতার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছেসামান্য সিগারেটের ধুয়াতাে সেই ভাঙ্গা আকাশের কিছু হবে না। 

ভাইসাহেব এই হল আমার বক্তব্যচা আরেক কাপ দিতে বলব?” 

মেঘের ছায়া শেষ খন্ড

বলুনশুনেছি আপনিও বিবাহ করেছেন?ঠিকই শুনেছেন। 

জাহেদ কেয়ার সঙ্গে দেখা করতে গেলকেয়ার দুলাভাই ঘরে ছিলেনতিনি কঠিন ভঙ্গিতে বললেন, কি খবর

জাহেদ বলল, ভালবােস। 

জাহেদ বসলভদ্রলােক শুকনাে গলায় বললেন, তােমার ব্যাপার কিছুই বুঝতে পারছি নাস্ত্রীকে এখানেই ফেলে রাখবে? 

জ্বি না একটু সমস্যা যাচ্ছেসাময়িক সমস্যাবাড়ি ভাড়া করেছিসামনের সপ্তাহে নিয়ে যাব‘ 

কোথায় বাড়ি ভাড়া করেছ?” ইয়ে সােবাহান বাগফ্ল্যাট বাড়িদুই রুমদুই বাথরুমভাড়া কত

ইয়ে ভাড়া এখানাে সেটল হয় নাই দুই হাজার চাচ্ছে মনে হয় কিছু কমবেফার্নিচার টার্নিচার এখনাে কেনা হয়নিএইসব কেনা কাটা করছিকেয়া কি আছে? গুলশান মার্কেট থেকে কিছু ফার্নিচার কিনবভাবছি ওকে সঙ্গে নিয়েই কিনি। 

যেতে পারবে নাজ্বর| জ্বর নাকি

গােসল করে সারারাত ঠাণ্ডা বাতাসে বসে বুকে ঠাণ্ডা বাধিয়েছেকারাে কথা তাে শুনে না। 

কেয়ার অনেক জ্বরতবু সে বলল, সে যাবেকেয়ার বড় বােন বললেন, তুই কি অসুখ আরাে বাড়াতে চাস? ডাক্তার বলে গেল নিউমােনিয়ালক্ষণ। 

কেয়া বলল, ঘরে বসে আমার দমবন্ধ হয়ে আসছেএকটু ঘুরে আসিতুই ইচ্ছা করে অসুখ বাড়াচ্ছিসআমি চলে আসব আপা। 

কেয়া বলল, হুড ফেলে দাওজাহেদ বলল, এই অবস্থায় হুড ফেলে দেব কি ? তােমারতাে সিরিয়াস ঠাণ্ডা

 

Read More

হুমায়ূন আহমেদের লেখা মীরার গ্রামের বাড়ি খন্ড-১

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *