হুমায়ূন আহমেদের লেখা মেঘের ছায়া খন্ড-৭

কখন বাসায় ফিরবে সেটা বলতে পারবেন? উহু* জাহিরের মন খারাপ হয়ে গেলআজ বাসের স্ট্রাইকসে কলাবাগান থেকে গুলশান পর্যন্ত এসেছে অনেক যন্ত্রণা করেকিছু হেঁটে, কিছু শেয়ারের রিকশায়, কিছুটা টেম্পােতেসুযােগ বুঝে টেম্পাের ভাড়া করে দিয়েছে দুগুণতার পকেটে এখন সাতটা টাকা আছে

এই সাত টাকায় কলাবাগান ফিরে যাওয়াই সমস্যাতা ছাড়া প্রচণ্ড চায়ের পিপাসা পেয়েছেএক কাপ চা এবং একটা বিসকিট না খেলেই নয়পেটের আলসার খুব খারাপ পর্যায়ে আছেডাক্তার খালি পেটে চা নিষিদ্ধ করে দিয়েছেচাবিসকিট খেতে গেলে তিনটাকা চলে যাবেথাকবে মাত্র চার

মেঘের ছায়া  

জাহেদ দারােয়ানকে বলল, ঘণ্টা দু‘-এক পর এসে খোঁজ নেই, কি বলেন? নিতে পারেন। 

দারােয়ান গেট বন্ধ করে ভেতর থেকে তালাবন্ধ করে দিলবাড়ির গেট সব সময় ভেতর থেকে তালাবন্ধ থাকে। 

জাহেদ এক কাপ চা, দুটা টোস্ট বিসকিট খেললােভে পাড়ে একটা কলাও খেয়ে ফেললআজ সকালে নাশতা খেতে পারেনিদারুণ খিদে লেগেছেঅপরিচিত চায়ের দোকানে বসে সময় কাটানােও সমস্যাকিছুক্ষণ বসে থাকলেই দোকানের মলিক সন্দেহজনক চোখে তাকাতে শুরু করে

সময় খারাপ, সব কিছুই দেখতে হয় সন্দেহের চোখেতারচেয়েও বড় সমস্যা জাহেদের কাছে ঘড়ি নেই দুঘণ্টার কতক্ষণ কাটল বােঝা যাচ্ছে নাকিছুক্ষণ পর পর একে ওকে কটা বাজে জিজ্ঞেস করতে হচ্ছেএকটা সময় ছিল কটা বাজে জিজ্ঞেস করলে লােকজন খুশি হতআগ্রহ করে সময় বলতএখন রেগে যায়এমনভাবে তাকায় যেন সময় জানতে চাওয়ার পেছনেও কোন মতলব আছে। 

মেঘের ছায়া খন্ড-৭

জাহেদ দেড় ঘণ্টার মাথায় আবার বেল টিপলদারােয়ান নির্বিকার ভঙ্গিতে বলল, আসেন নাইকিছু বলার থাকলে আমারে বলেন খবর দিয়া দিব। 

জাহেদ বলল, ভায়া মিডিয়া বললে হবে নাসরাসরি বলতে হবেবরং একটা চিঠি লিখে যাই। 

লেখেনকাগজকলম দিতে পারবেন?না। 

জাহেদকে আবার সেই চায়ের দোকানে ফিরে যেতে হলদোকানের মালিকের কাছ থেকে কাগজ কলম নিয়ে সে লিখল — 

শুভ্র, আমার বিয়ে ঠিক হয়ে গেছেবুধবারেতুই কি বরযাত্রী যাবার জন্য 

আমাকে একটা গাড়ি দিতে পারবি ? দারােয়ানের কাছে চিঠি জমা দিয়ে সে কলাবাগান রওনা হল হাঁটতে হাঁটতেহাঁটতে খারাপ লাগছে না, কিন্তু খিদেটা জানান দিচ্ছেপেটে অল্পঅল্প ব্যথাওশুরু হয়েছেব্যাথাটাকে আমল দেয়া ঠিক হবে নাতাছাড়া তুচ্ছ শারীরিক সমস্যা নিয়ে চিন্তার সময় নেইমাথার সামনে ভয়াবহ সমস্যাপ্রথম এবং প্রধান সমস্যা হল কেয়াকে কোথায় এনে তুলবে?

সে নিজে থাকে ছােটমামার বাসায়ভেতরের বারান্দায় ক্যাম্পখাট পেতে ঘুমায়বৃষ্টির সময় অবধারিতভাবেক্যাম্পখাটের খানিকটা বৃষ্টিপানিতে ভিজেবউকে নিয়ে ক্যাম্পখাটে ঘুমানাে সম্ভব নাছােটমামার বাড়িতে দুটা কামরাএকটায় ছােট মামামামী থাকেনঅন্যটায় মামার তিন মেয়ে থাকেবসার ঘর বলে কিছু নেইথাকলে কোন সমস্যা ছিল নাকয়েকটা দিন সােফায় পার করে দেয়া যেতকেয়া ঘুমাতে সােফায়, সে মেঝেতে কম্বল বিছিয়ে। 

মেঘের ছায়া খন্ড-৭

: জাহেদ তার মামা মিজান সাহেবকে বিয়ের খবর দিয়েছে পরশুরাতের ভাত খাবার পরজাহেদ ভয়ে ভয়ে ছিল খবর শুনে মামা না জানি কি করেনতেমন কিছুই করেননিতিনি দীর্ঘসময় জাহেদের দিকে তাকিয়ে থেকে বলেছেন

তিনি হতভম্ভ হয়ে গেছেন, বলাই বাহুল্যএই অবস্থায় জাহেদ বিয়ে করতে যাচ্ছেকেন? বউকে খাওয়াবে কি ? বউ থাকবে কোথায় ? কিছুই জানতে চান নি। জাহেদের মামী মনােয়ারা বললেন, সত্যি বিয়ে, না ঠাট্টা করছ

জাহেদ বলল, সত্যি সত্যি বিয়ে করছি, মামীমেয়ের নাম কেয়াবাড়িতে দুবার এসেছেআপনি হয়ত দেখেছেন

 

Read More

হুমায়ূন আহমেদের লেখা মেঘের ছায়া খন্ড-৮

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *