জাহেদ বলল, আপা গয়নাটা এনে রেখেছে কি–না জানেন দুলাভাই? ‘কোন গয়না?” ‘ঐ যে মা’র গলার একটা হার। পালিশ করতে দিয়েছিল। “ও আচ্ছা – হ্যাঁ – একটা ঝামেলা হয়ে গেছে, বুঝলে? বিরাট ঝামেলা।
জাহেদ হতভম্ব গলায় বলল, কি ঝামেলা?
‘দোকানই উঠে গেছে। হিন্দু দোকান ছিল, মনে হয় কাউকে কিছু না জানিয়ে ইন্ডিয়া চলে গেছে। ইন্ডিয়া যাওয়ার একটা ধুম পড়েছে। তবু খোঁজ খবরের চেষ্টা করা হচ্ছে – কিছু হবে বলে মনে হয় না। ঐটার আশা তুমি ছেড়ে দাও।
জাহেদ করুণ গলায় বলল, কি বলছেন দুলাভাই !
‘যা সত্য তাই বললাম। তবে তােমার বৌকে গয়না আমরা একটা দিব। এখন পারব না। ধীরে সুস্থে দিব। তােমার আপা পরশুদিন আসবে। তখন এসে খোঁজ নিও। সে বিস্তারিত বলবে।
‘বিস্তারিত কি বলবে?”
‘কোন দোকানে জমা দিয়েছিল, কি হয়েছে শেষ পর্যন্ত এই সব আরকি। জানা না জানা অবশ্যি সমান।
জাহেদ উঠে দাঁড়াল। মােবাশ্বের আলি বললেন, চলে যাচ্ছ?
‘আচ্ছা যাও | চা খেতে চাইলে খেতে পার। কাজের মেয়েটাকে বললে চা বানিয়ে দেবে।
‘না, চা খাব না।”
জাহেদ ঘর থেকে বের হয়ে এল। ভেবে পেল না, একবার কেয়ার কাছে যাবে। কি–না। এত সকাল সকাল শুভ্রকে টেলিফোন করা ঠিক হবে না। রাত ন‘টার পর করতে হবে। ন‘টা পর্যন্ত কি করবে? বরং কেয়ার সঙ্গে দেখা করে আসা যাক।
মেঘের ছায়া খন্ড-৯
কেয়াদের বাসায় যেতে লজ্জা করে। অস্বস্তিও লাগে। কেয়ার বড় বােন তাকে সহ্যই করতে পারে না। অবশ্যি এই মহিলা হয়ত কোন কিছুই সহ্য করতে পারে না। আজ পর্যন্ত জাহেদ তাকে মিষ্টি করে কথা বলতে শুনেনি। জাহেদের ইচ্ছা সময় এবং সুযােগ হলে সে ভদ্রমহিলাকে বলবে — বকুল আপা, ফুলের নামে আপনার নাম কিন্তু সবার সঙ্গে এমন কঠিন আচরণ করেন কেন? সেই সুযােগ হয়ত কখনােই। হবে না।
জাহেদ কেয়াদের পাঁচতলার ফ্ল্যাটে উপস্থিত হল রাত ন‘টায়। অন্ধকার সিঁড়ি বেয়ে পাঁচতলায় উঠতে হয়। পাঁচতলা পর্যন্ত ঘন অন্ধকার। এই অন্ধকারে সিড়ি ভাঙ্গা খুবই ক্লান্তিকর ব্যাপার। সব সময় মনে হয় এই বুঝি সিড়ি শেষ হল, কিন্তু শেষ হয় না। এক সময় মনে হয় সিড়ির ধাপগুলির উচ্চতার হেরফের ঘটছে। এক ধরনের টেনশান, সিড়িতে ঠিকমত পা পড়ছে তাে?
বেল টিপতেই জলিল সাহেব দরজা খুলে দিয়ে হাসিমুখে বললেন, আরে আসুন, আসুন। মনে মনে আমি আপনার জন্যেই অপেক্ষা করছিলাম। কেয়া ঘরেই আছে। বাচ্চাদের পড়াচ্ছে। বসুন, ডেকে দিচ্ছি।
মেঘের ছায়া খন্ড-৯
জলিল সাহেবর পরনে লুঙ্গি এবং গেঞ্জি। তিনি সেইভাবেই ভেতরে ঢুকে গেলেন। তিনি এ পরিবারের কেউ না। এদের একটি কামরা সাবলেট নিয়েছেন। মাসে সাতশ করে ঢাকা দেন। সাতশ‘ টাকা কেয়া দেয়। সংসারে খুব কাজে লাগে। জলিল সাহেবকে পরিবারের একজন বলেই মনে হয়। ব্যাপারটা জাহেদের ভাল লাগে না। একজন বাইরের লােক কেন এমনভাবে ঘুর ঘুর করবে? কেন সে কেয়াকে বলবে – কেয়া, দেখ তাে আমার লুঙ্গি শুকিয়েছে কিনা। না শুকালে উল্টে দাও।
কেয়ার মুখ শুকনাে।
তাকে দেখে মনে হচ্ছে সে কোন কিছু নিয়ে খুব চিন্তিত। সে ঘরে ঢুকেই বলল, কিছু বলবে?
জাহেদ বলল, না। তােমার কি শরীর খারাপ? | কেয়া বলল, শরীর ঠিকই আছে। এসাে আমার সঙ্গে – ছাদে যাই। ছাদে গিয়ে কথা বলি।
কেয়া দরজার দিকে যাচ্ছে। পেছনে পেছনে যাচ্ছে জাহেদ।
Read More