হুমায়ূন আহমেদের লেখা হিমুর রূপালী রাত্রি খন্ড-৭

আমি তাদের নিয়ে বাদলদের বাড়িতে উপস্থিত হলাম এত রাতে নাত্রেই জেগে থাকার কথা না, কিন্তু আমি জানি তারা সবাই জেগে আছে হিমুর রূপালী রাত্রি

 আমার মন বলছেপ্রবল ভাবেই বলছেকিছু কিছু সময় আমায় ইনটিশন খুব কাজ করে। 

আমি মেজো ফুপার কাছে প্রতিজ্ঞা করেছি বাদলের ত্রিসীমানায় পাকব না নিৰিম বাদলের বিয়ে হয়ে যাবেএখন প্রতিজ্ঞা ভঙ্গ করে রাত আড়াইটায় দুই উটকো লােক নিয়ে উপস্থিত হলে ঘটনা কী ঘটবে কে জানেমেজো রুপা ব্যপারটা খুব সহজ ভাবে নেবেন বলে মনে হয় নাতবে সম্ভাবনা শতকরা ১০ ভাগ যে তিনি ইতিমধ্যে বোতল নিয়ে স্থানে চলে গেছেনকারণ আজ বুধবারসুপার মদ্যপান দিবসবােতল নিয়ে বসার জন্যে সুন্দঃ অজুহাতও আছে – 

ছেলের বিয়ের কথাবার্তা হচ্ছে  এই তাে সেদিন ছােট্ট একটা ছেলে ছিল, শীতের দিনে বিছানায় পিপি করে কালেকাদো গলায় বলত, মা, কে যেন পানি ফেলে দিয়েছেসে আজ বিয়ে করে বউ আনতে যাচ্ছেতো শুধু আনন্দের जाताना मश खानान्मन चानामाननमारक पका दाखिया इनवाट छान সামান্য কাকে ম্রোটা দিয়ে গলা ভেজানো ।

মেজো ফুপা দ্রবীভূত অবস্থায় থাকলে কোনাে সমস্যা হবে নামােফাজাল এবং জহিরুল এরাও ভাগ পাবে মদ্যপাৰীৱ মলের ব্যাপারে খুব লরাউনদিল হয়দশটা টাকা ধার চাইলে এরা দেবে না, কিন্তু তিন হাজার টাকা দামের বােতলের পুরােটা আনন্দের সঙ্গে অন্যকে খাইয়ে দেবে যা ভেবেছি তা

হিমুর রূপালী রাত্রি খন্ড-৭

বাড়ির সব বাতি জ্বলছেহাসির শব্দ শােনা যাচ্ছেআনন্দ উছলে পড়ছেখােলা জানালায় সেই আনন্দ উছলে বের হয়ে আসছেহাসির শব্দ, হৈচৈামোর শব্দ, ছােট বাচ্চাদের কান্নাকাটির শব্দআমি কলিংবেলে হাত রাখার আগেইদরজা খুলে গেল মেজো ফুপু দরজা খুললেনতাঁর পরনে লাল বেনারসি, ইদানীংকার ফ্যাশানের মতাে কপালে সিদুর মেজো সুরুপু হাসি মুখে বললেন, কী রে হিমু, তুই এত দেরি করলি? তাের জন্যে বাদল এখনও না খেয়ে বসে আছে

 আমি হাসলামদেরি করার অপরাধে খুবই লজিত এই টাইপের হাসিব্যাপারটা কি বুঝতে পারছি নাবাদলের বিয়ে হয়ে গেল নাকি? বিয়ে বােত্ব হয়নামনে হচ্ছে গায়ে হলুদফুপুর কপালে হলুদ লেগে আছে।  আশ্চর্য, একটা দিন সময়মতাে আসবি না, আমি কি রােজই ছেলের বিয়েদেব? গায়ে হলুদের এমন জমজুমাট অনুষ্ঠানআর তুই নেইবাদল অস্থি হয়ে আছে তাের জন্যেঝিম মেরে আছিস ব্যাপার কি কথা বলছিস না কেন। 

তােমাকে আসলে চিনতেই পারি নিএইজন্যেই চুপ শুরে ছিলামমাই গড়, তােমাকে তাে দারুণ লাগছে! কে বলবে তােমার ছেলের বিয়ে ! মনে হচ্ছে তােমারই বিয়ে হয় নি। জানি না কেনমাল খাওয়াতে নিয়ে যাচ্ছি, এইজন্যেঃ হইতে পারেআপনের পকেটে সিগারেট আছে হিমু ভাই? একটা সিগারেটলােন ধরাই” 

“আমার পাঞ্জাবির পকেটই নেই, আবার সিগারেটসত্যই আপনের পাঞ্জাবির পকেট নাই। 

পাঞ্জাবির পকেট যে নেই তা আমি দেখলাম মােফাজ্জল বলল, টাকাপয়সাকই ব্যালেন? পাজামার সিক্রেট পকেটে

আমি হাসিমুখে বললাম, আমার কোনাে সিক্রেট পকেট নেইআমি সঙ্গে কখনাে টাকাপয়সা রাখি না। 

হিমুর রূপালী রাত্রি খন্ড-৭

মোকাল আবারও বিশ্বাসঅবিশ্বাসের মাঝামাঝি জগতে চলে গেল উপর অবস্থা, আমার কথা বিশ্বাসও করতে পারছে না, আবার অবিশ্বাসওকরতে পারছে নাসে দালাল অস্তিল আধা পড়েছেতবে জহিরুল আমার কন্যা | বিশ্বাস করেছে। 

 ভয়ে আছিস কেন? আমলামানো তা বলবি না তোপণঃ sr! দাড়িয়ে আছিস কেন, ভতরে আয়আমি খালা নিচু করে বললাম, ফুপু, আমার দুজন গেষ্ট আছে, ওর 

হিরুল বলল, এই দিনে যদি মন না খান খাবেন কবে

এই ব্যাপারটাই তাে তোমাদের ফুপুকে বােঝাতে পারছিলাম নাশরৎচন্দ্রের দেবদাস পড়ে মেয়েরা ধরেই নিয়েছে মন একটা জাবহ ব্যাপার পরিমিত মদ্যপান যে হার্টের কত বড় অষুধ তা এরা জানে নাটাইম পত্রিকায় একটা আটিকেল ছাপা হয়েছে সেখানে পরিষ্কার লেখা যারা পরিমিত মদ্য পানকরে তাদের হার্ট এটাকের রিক্স অর্ধেক কমে যায়তােমরা কী একটু খেসে লাস্তায় দাঁড় করিয়ে লেখেছিবাড়িতে ঢুকতে দাও কী নাদাও না । 

 মােফাজ্জল বলল, জ্বি না, জ্বি নাআপনি মুরুব্বির মানুষ। লজ্জা করবে না তাে, খাও এত বড় একটা আনন্দউৎসবে আমি একা একা বসে আছিতােমরা আসায় তাও কথা বলার লােক পাচ্ছি হিমু যা তাে দুটা 

সি এনে দেবােতল আরেকটা লাগবেআমার ঘরে চলে যাবুক শেলফের। 

তোর কী বুদ্ধিশুদ্ধি দিন-দিন চলে যাচ্ছে নাকি? আমার ছেলের বিয়েতে সহ্মবান্ধব নিয়ে আসবি না তো কী পাড়ার লােকের বিয়েতে আসবিআর আকেলটাইবা কীরকম রাস্তায় দাড় করিয়ে রাখলি কোন হিসাবে ওরা না কী ভাবছে। 

কিছুই ভাবছে না, আমি নিয়ে আসছিফুপা কা বাসায় আছেন?” 

বাসায় থাকবে না তাে যাবে কোথায়? একটা অজুহাত পেয়েছে ছোলেননিয়ে বোতল নিয়ে ছাদে চলে গেছেবাড়িভরতি লােকজননা জানি ভাবছে। 

হিমুর রূপালী রাত্রি খন্ড-৭

তােমাকে কিন্তু দারুণ লাগছে ফুপু ! শাড়ি কী কোনাে নতুন কায়দায় পড়েমােটাটা আলােকটা ঢাকা পনেছে। নিল এক মেনে না নেই তাই না দিলেন 

স্যার, আমার নাম মোহুল” 

ল্যাণ বলছ কেন? আমি হিমুল শা, তামণি শােএই এটিছেলেটা তার সুপ তোমার নাম যেন কী

অবশ্যই সত্যি বলছি। 

রাণীও বলছিল আমাকে নাকি মি লাগছেতুই কথা বলে সময় নষ্ট করিসনা তো তোর বন্ধুদের নিয়ে আয়আমি খাবার গরম করছি। 

বলা কিছু খাবে না ফুপুওরা খেয়ে এসেছেআমি বাদলের সঙ্গে খাব, জলা ছাদে বসে রুপার সঙ্গে গল্প করবেফুপা আমাকে দেখে আনন্দে অভিভূত হলেনমাতালরা একটা পর্যায়ে যে কোনাে ব্যাপারে আনন্দে অভিভূত হয়তার এখন সেই অবস্থা চলছেফুপার মানেই নেই যে তিনি আমাকে আসতে নিষেধ করেছেন। 

আরে হিম! হােয়াট প্রেজেন্ট সারপ্রাইজ! তােমার কথাই ভাবছিলামপা এরা হল আমার দুই বন্ধু, একজন মােফাজ্জল আর একজন জহিরুল। 

সুপা, মধুর গলায় বললেন, তােমরা কেমন আছ? তুমি করে বললামকিছু মনে কোরাে না আবার হিমু হচ্ছে আমার ছেলের মতো সেই হিসেবে তােমরাও আমার ছেলেহা হা হা, দাড়িয়ে আছ কেন, বসোখুব ঠাণ্ডা তাে, এইজন্যেইসুজোটা দুইস্কি খাচ্ছিতার উপর ছেলের বিয়ে মহা আনন্দের ব্যাপার মেয়ের | নিয়ে হালে কষ্টের ব্যাপার হতমেয়ের বিয়ে মানে মেয়ের বিদায়ছেলের বিয়ে মানে নতুন একটা মেয়ে প্রাপ্তিএই উপলক্ষে সামান্য মদ্যপান করা যায়ঠিক টকা ছেলে বলায় রাগ কর নি তাে?২ি না” 

হিমুর রূপালী রাত্রি খন্ড-৭

তােমার ফুপুকে দেখার পর পৃথিবীর যেকোনাে মানুষকেই আমার কাছে শুটকা মনে হয়একবার কী হয়েছে শোনাে প্লেনে কলে চিটাগাং যাচ্ছিসে লেখি প্লেনের সীটে ঢোকে নাহাস্যকর ঘটনাএয়ার হােস্টেল, আমি দুজনেমিলে ঠেলাঠেলি এখনাে মনে করলে লজ্জায় মরে যাইআমি নিচে চলে এলামমােফাজ্জল আর জহিরকে নিয়ে আর চিত্তার কিছু নেইতারা মনের সুখে ব্ল্যাক ডগ খেতে পারবে

ফুপা যত্ন করে মুখে তুলে তুলে খাওয়াবেনবােতল শেষ হলেও কোনাে সমস্যা নেইবিচিত্র সব জায়গাথেকে নতুন নতুন বােতল বের হবেশেষের দিকে সিচুয়েশন আউট অব হ্যান্ড হয়ে যাবার সম্ভাবনাও অবিশ্যি আছেএক মাতাল হয় বিষন্ন প্রকৃতি, দুই মাতাল হয় মিত্র ভাবাপন্নতিন মাতাল সর্বদাই ভয়াবহ । 

 খাওয়া শেষ করে আমি বাদলের ঘরে গিয়ে বসেছিবাদলের গায়ে সিন্ডেলপাঞ্জাবি, হাতে রাখিচোখেমুখে লজ্জিত একটা ভাববিবাহনামক অপু | করতে যাচ্ছে এই কারণে সে যেন ছােট হয়ে আছেতাকে দেখাচ্ছে সুর সুন্দরবিয়ের আগে-আগে শুধু যে মেয়েরাই সুন্দর হয়ে যায় তা না, ছেলেরাওসুন্দর হয়আমি ব্রাদলের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। 

হিমুর রূপালী রাত্রি খন্ড-৭

বাদল, তােকে খুব সুন্দর দেখাচ্ছেগায়ের নুপ্তও তাে মনে হয় খােলতাই । 

আসিয়ামে বলল, হলুদ দিয়ে দুলাভলি করে গায়ের চামড়া ডন যেলেছে, রঙ তো খােলতাই হবেই। বিয়ে হচ্ছে যার সঙ্গে সেই মেয়েটার নাম কী?পুরানাে ধন্নলের নামঅাঁখি‘ 

মেয়েটা কেমন?জানি না কেমনকথা হয়নি তােअन्नवाসবাই তাে তাবলছেতুই বলছিস না?বানল লজ্জা লজ্জা গলায় বলল, আমিও বলছিতাের খুব ভাল একটা দিনে বিয়ে হচ্ছে২২ ডিসেম্বর  আদ্রত২২ ডিসেম্বর কী খুব শুভদিন হিমু দা

কালবেল সবচেয়ে লম্বা নাতটা হল ২২ ডিসেম্বরের রাততারা দুজনে গালে কার আন্যে অনেক সময় পাৰি

 

Read More

হুমায়ন আহমেদ এর হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-৮

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *