হুমায়ূন আহমেদের লেখা হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-১৫

জানি মামলা তাে তেমন 

সাদেক সাহেব গীর গলায় বললেন, শুধু মানহানি মামলা জোলালাে হয় নাসাথে আরাে কিছু অ্যাড করেছি

হিমুর দ্বিতীয় প্রহর

আমি কৌতুহলী হয়ে বললাম, কী আড্র করেছেন। 

সাদেক সাহেব ভারী গলায় বললেন, অ্যাড করেছিশনে গুন্ডার সহায়তায় কোনােরকম পূর্ব উসকানি ছাড়া ধারাল অস্ত্রশনিক লােহার রড, কিরিচসহ বরযাত্রীদের উপর আচমকা চড়াও হয় দ্রব্যসামগ্রী যেমন মানিব্যাগ, রিস্টওয়াচ লুণ্ঠন করেমহিলাদের ১৯, লাহিত করেপূর্বপরিকল্পিত এই আক্রমণে বরসহ তিনজন গুরুতর তা তাহারা বর্তমানে চিকিৎসাধীন আছেবরযাত্রীদের দুটি গাডি ক্ষতিসাধন করা হয়একটি গাড়িতে অগ্নি সংযােগ করা হয় এই আরডিটেল দেয়া হবে। 

আমি হতভঙ্গ হয়ে বললাম, বলেন কী! সাদেক সাহেব তৃপ্তির হাসি হেসে বললেন, সাজানাে মামলা অনিশ্চিত চেয়েও কঠিন হয়অরিজিন্যাল মামলায় আসামি প্রায়ই খালাস সে সাজানাে মামলায় কখনাে পায় নাকথা হল এভিডেন্স ঠিকমতো পেজ =” 

চলতে লাগলেনআমি নকটা ঝেড়ে আমি কুলুবলে বের হয়ে লম্বা লম্বা পা ফেলে উধাও হলামসালেক সাহেব ভয়াবহ ব্যক্তি আমি উপস্থিত থাকলে পা আজ ফরিয়াদী হিসেবে আমাকে ও হাসপাতালে ভরতি করিয়ে দিতে পারেমামলা আরাে পােক্ত করার জন্যে মুগুর দিয়ে পা ভেঙ্গে ফেলাও বিচিত্র না । 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-১৫

পথে নেমেই মােফাজ্জল এবং হিরুলের সঙ্গে দেখাওরা ঘােরাঘুরি করছেআমাকে দেখে অকূলে কূল পাওয়ার মতাে ছুটে এল= হিমু ভাইয়া নারাল অস্ত্রশ যেমন হয়। বরযাত্রীদের শারীরিকভাবে গুরুতর আহত হয়টি গাড়িরও প্রভূত হয়এই আর কী! সব লা অরিজিন্যালের স্যারের বাসাটা ভুলে গেছিস্যার আসতে বলেছিলেনএই বাড়ি বাড়ির ভেতরে ঢুকবেন নাগেট দিয়ে সােজা ছাদে চলে যানস্যারের শরীর কেমন হিমু ভাইয়া? শলীর ভাল‘ 

ফেরেশতার মতাে আদমি উনার মত মানুষ হয় নাস্যারের জন্যে একটা পাঞ্জাবি এনেছি।’ 

খুব ভাল করেছেন দাড়িয়ে থেকে সময় নষ্ট করবেন না চলে যানতীর গেটের ভেতর ঢুকে পড়ল। 

রাত দশটার মতাে বাজেমীরাদের বাড়িতে একবার ঐকি দিয়ে যাব কিনা ভাবছিমীরা ফিরেছে কি না দেখে যাওয়া দরকার। 

মীরার বাবা ঘরে বাইরে বারান্দায় বসে আছেনআমাকে দেখে উতে এলেনআমি বললাম, মীরা এখনও ফেরেনি। 

তিনি হাহাকারমেশানো গলায় বললেন, জ্বি না । 

চিন্তা করবেন না চলে আসবেএখন মাত্র দশটা চল্লিশবােটাসাড়ে বারােটার দিকে চলে আসবে‘ 

ভদ্রলােক অদ্ভুত চোখে তাকাচ্ছেনতিনি এখন পুরােপুরি বিভ্রান্ত“। আমি আবার পথে নামলাম। এভিডেন্স পাবেন কোথায়?‘ 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-১৫

বাংলাদেশে এভিডেন্স কোনাে সমস্যা নামার খেয়ে পা ভেঙেছে চান? পা ভাঙা লােক পাবেনXRay রিপাের্ট পাবেনরেডিওলজিস্টের সাটিফিকেটপাবেন টাকা খরচ করলে দুনম্বরি জিনিস সবই পাওয়া যায় । 

মেজো ফুপু বললেন, টাকা আমি খরচ করবলোকের মুখে আমি নন ছেলেদেব সাদেক মামলা শক্ত করার জন্যে তোমার যা যা করা লাগে কারাে দরকারহলে আমি আমার গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে বলব ওরা পুড়িয়ে দিয়েছেতা লাগবে নাপুরানাে গাড়ির দোকান থেকে ভাঙ্গা একটা গাড়ি এনে আগুন লাগিয়ে দিলেই হবেতবে গাড়ির বু বুক লাগবেএটা অবশ্যি কোন ব্যাপার না

 ফুপু তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললেন, তুমি থাকায় ভরসা পাচ্ছিওদের আমি তুর্কি নাচন নাচিয়ে ছাড়ব| সাদেক সাহেব বললেন, বাদলকে একটু দরকারওকে ব্যাক ডেট দিয়ে একটা ভাল ক্লিনিকে ভরতি করিয়ে দিতে হবেমার খাবার পর মাথায় আঘাত পেয়ে আন্ডার অবজারভেশনে আছে এটা প্রমাণ করার জন্যে দরকারকিছু এক্সরেটেক্সরে করা দরকার‘ 

ফুপু উজ্জ্বল মুখে বললেন, তুমি অপেক্ষা করােবাদল আসুকআজইতাকে ক্লিনিকে ভরতি করিয়ে দিব মাছ দেখেছে বরশি দেখেনি। সুরুপু প্রবল উৎসাহে মামলার সূন্ন বিষয় নিয়ে সাদেক সাহেবের সঙ্গে কথা পারবএক কাজ করলে কেমন হয় ভীড়ের ব্লাস্তা ছেড়ে কাকা রাস্তায় চলে যাই উঠাই নিয়ম

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-১৫

শুধু গা ঘেসে কোন গাড়ি যদি হার্ড ব্রেক করে তাহলে চমকে উঠাই নিয়ম চমকে উঠা না, চমকে পেছনে ফিরতে হবেরকম পরিস্থিতির মুখোক মাঝে মধ্যেই হইরূপা এই কাণ্ডটা সবচে বেশী করে গাড়ি নিয়ে হুট করে ঘেসে নাভাবে, এবং বিকট শব্দে হর্ণ দেবেভেতরে ভেতরে চমকালেও নাইপ্রকাশ করি নাকিছুই ঘটে নি ভঙ্গিতে হাটতে থাকি যতক্ষণ না গাডিল থেকে চেঁচিয়ে কেউ না ডাকে। 

এবারও তাই করলামঘসি করে গা ঘেসে গাড়ি থেমেছেহর্ণ নয়হচ্ছেআমি নির্বিকার ভঙ্গিতে সামনে এগুচ্ছি 

হিমু সাহেব! এই যে হিমু সাহেব!‘ 

আমি তাকালামস্টিয়ারিং হুইল ধরে অপরিচিত একটা মেয়ে বসে আছে মেয়েটার মাথায় ইরানী মেয়েদের মত রঙ্গিন ঝলমলে স্কার্ফ মেয়েটিকেদেখাচ্ছে ইরানীলের মত । 

আমাকে চিনতে পারছেন না?ছি নাসেকি ভাল করে দেখুনতাে” 

আমি ভাল করে দেখেও চিনতে পারলাম নাবাংলায় কথা বলে কোনইরানী তরুণীর সঙ্গে আমার পরিচয় নেই। 

আমি ফারজানা ” 

বলছেন তার মানে এখনাে চিনতে পারেন নিআমি ডাক্তারআপনার চিকিৎসা করেছিলাম যে ভয় পেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন‘ 

এখন চিনতে পেরেছিআপনি ড্রেস এজ য়্য লাইক প্রতিযােগিতা করছেননাকি? ইরানী মেয়ে সেজেছেন‘ 

ডাক্তাররা সাজতে পারবেনা এমন কোন আইন আছে?‘ 

না আইন নেইআপনার যদি তেমন কোন কাজ না থাকে তাহলে উঠে আসুন‘ 

আমি গাড়িতে উঠলাম। ফারজানা বলল, আমি খুবই আনাড়ি ধরনেরড্রাইভারআজই প্রথম সাহস করে একা একা বের হয়েছি। 

আপনার কাজ হল সামনের দিকে লক্ষ্য করা, যথাসময়ে আমাকে ওয়ানিং ঢাকা শহরে ফাকা ব্রাত্যা কোথায়?

 

Read More

হুমায়ূন আহমেদের লেখা হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-১৬

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *