হুমায়ূন আহমেদের লেখা হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২১

কথা মনে পড়ল তাঁর বিখ্যাত বাণীমালায় কাঁটা সংক্রান্ত বাণীও ছিল। 

কি যে আনন্দ আমার হচ্ছে ভাইএকটু পর পরেই চোখে পানি এসে যাচ্ছে‘ 

হিমুর দ্বিতীয় প্রহর

তিনি চোখ মুছতে লাগলেনচোখ মনে হয় অনেকক্ষণ ধরেই মুছছেনচোখ লাল হয়ে আছেআমি বললাম, আপনার মেয়ে কোথায়? এত বড় উৎসব বাসা খালি কেন

মেয়ে খুব কান্নাকাটি করছিল আমার কান্না দেখেই কাঁদছিলশেষে তার মামাতাে ভাইবােনরা এসে নিয়ে গেছেআমাকেও নিতে চাচ্ছিল আমি যাইনি” 

যান নি কেন?” 

ইয়াসমিন একা থাকবেতাছাড়া মেয়ের বিয়ে নিয়ে তার সঙ্গে একটু কথাবার্তাও বলবআমার দায়িত্ব এখন শেষ‘ 

উনার দায়িত্বওতাে শেষ মেয়েকে আর চোখে চোখে রাখতে হবে নাউনি আবার মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হবেন নাতাে? জীবিত শাশুড়িকেই জামাইরা দেখতে পারেন নাউনি হলেন ভুত শাশুড়ি। 

আশরাফুজ্জামান সাহেব করুণ গলায় বললেন, আমার স্ত্রী সম্পর্কে এই জাতীয় বাক্য ব্যবহার করবেন না ভাইআমি খুব মনে কষ্ট পাই। 

আচ্ছা যান আর করব না‘ 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২১

কাটা কণ্টক, শলা, তরুনখ, সূচী চোচবাবা হিমালয় শৈশবে কইমাছের ঝােল খাইতে গিয়া একবার তােমার গলায় কইমাছের কাটা বিধিল তুমি বড়ই অস্থির হইলে মাছের কাঁটার যন্ত্রণা তেমন অসহনীয় নয় তলেবড়ই অস্বস্থিকরকণ্টক নীরবেই থাকে তবে সে প্রতিনিয়তই সে ত্যর অস্তিত্ব স্মরণ করাইয়া দেয়কণ্টকের এই স্বভাব তােমাকে জানাইবার জন্যই আমি তোমার গলার কাঁটা তুলিবার কোন ব্যবস্থা ভাই আর রাতটা আপনি আমার সাল থেকে যান  এনে গল্প । 

আমি প্রাঙ্গলে আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলবেন কি ভাবে। 

এর সঙ্গেতাে সারাক্ষণ কথা বলি নাকথাবার্তা সামান্যই হয়এর বলতে কষ্ট হয়। 

হিমু সাহেবতাই আমার অনুরোধটা রাখুন। থাকুন আমার সঙ্গেলিমাধােয়া চাদর দিয়ে নিচ্ছি। 

চাদর ফাদার কিছু লাগবে নাএকটা বিড়াল লাগবেআপনার বাসায় বিড়াল আছে। 

 না বিড়াল লাগবে কেন?আমার গলায় কাঁটা ফুটেছেবিড়ালের পা ধরলে নাকি গলার  কাঁটা চলে যায়।

এইসব কথা একদম বিশ্বাস করবেন নাএইসব হচ্ছে কুসংস্কারগত লবণ পানি নিয়ে গার্গল করেন গলার কাঁটা চলে যাবে। আমি গরম পানি নিচ্ছেগলার কাটার খুব ভাল হােমিওপ্যাথি অষুধ আছেকাল সকালে আমি আপনাকে জোগাড় করে লেবঅ্যাকোনাইট এস” 

আপনি তাহলে হােমিওপ্যাথিও জানেন?। 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২১

ছােট বাচ্চা মানুষ করেছি হােমিওপ্যাথিতাে জানতেই হবেবই পড়ে পড়েশিখেছি, আরােহিত জ্ঞানআপনার যদি দীর্ঘদিনের কোন ব্যধি থাকেবলবেনচিকিৎসা করবতখন বুঝতে পারবেন যে আমি আসলে একজন ভালচিকিত্সক। 

ভয় পাওয়া রােগ সারাতে পারবেন? ভয় পাওয়া রােগ? আপনি ভয় পান

একবার পেয়েছিলামসেই ভয়টা মনে গেঁথে ক্রনিক হয়ে গেছেকিংবা এমন হতে পারেপাগল হয়ে যাচ্ছি‘ 

এই দুটি রােগেরই হােমিওপ্যাথিতে খুব ভাল চিকিৎসা আছেভূতপ্রেত দেখতে পেলেস্ট্রামােনিয়াম , আর যদি মনে হয় পাগল হয়ে যাচ্ছেন তাহলে খেতে হবে প্ল্যাটিনা ৩০, দুটাই মানসিক অসুখ।’ 

মনে হচ্ছে হােমিওপ্যাথিতে মানসিক রােগের ভাল চিকিৎসা আছে| অবশ্যই আছেযেমন ধরুন কেউ যদি মনে করে সব বিষয়ে তার টনটনেজ্ঞান তাকে দিতে হবে কফিয়া , অনবরত কথা বলা রােগের জন্যেল্যাকেসিস, লােকের সঙ্গ বিরক্তি এলে নাক্সভমিকা , উদাসিন ভাব, অ্যাসিড ফস, সুন করার ইচ্ছা জাগলেহায়ােসায়েমাস , আত্মহত্যা করার ইচ্ছাঅরাম সেট ৩০, কথা বলার সময় কান্না পেলেপালস , অতিরিক্ত ধর্মচিন্তানাক্সভমিকা। 

অতিরিক্ত কথা বলার ইচ্ছা কমে কোন অষুধে বললেনঃ 

ল্যাকেসিস ঘরে আছে না? *জি আছেগলার কাটার অষুধটা নেইএইটা আছে আপনারতাে মনে হয় ল্যাকেসিস অষুধটা নিয়মিত খাওয়া উচিত। 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২১

হিম সাহেব আমি কিন্তু কথা কম বলি কথা বলার মানুষই পাই নাকথালেব কি করে? আমার মেয়েতাে আমার সঙ্গে কথা বলে না যখন ছােট ছিলভন কুলত এখন যতই দিন যাচ্ছে ততই সে দূরে সরে যাচ্ছেকথা কম বলা 

বাগেরও ভাল হােমিওপ্যাথি চিকিৎসা আছেঅ্যাসিড ফস , উদাসিন ভাবের 

নাে অ্যাসিড ফস , আর কথা কম বলা রােগের জন্যে অ্যাসিড ফস . কিন্তু আমার অষুধ খাবে নাওর ধারণা হােমিওপ্যাথি হল চিনির দালাকোন একটা বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে পরীক্ষা করে দেখতে হয়পরীক্ষা না করেই কেউ যদি বলে চিনির দলাসেটা কি ঠিক

জ্বি না ঠিক না। 

আমাদের নিয়ম হচ্ছে পরীক্ষা ছাড়াই সিদ্ধান্তখারাপ না?খুবই খারাপআমি কথা বেশী বলায় বিরক্ত হবেন নাঅনেকদিন পর আপনাকে পেয়েছি বলে এত কথা বলছিআপনিতাে আর সাধারণ মানুষের মত না যেআপনার সঙ্গে মেপে মেপে কথা বলতে হবে‘ 

আমি সাধারণ মানুষের মত না?” 

অবশ্যই না দিন আপনি আমার কন্যার বাড়ি ফেরা সম্পর্কে যে সময়বলে গিয়ে ছিলেন, সে ঠিক সেই সময় ফিরেছেআমি খুবই বিস্মিত হয়েছিলাম এজ মেটার অব ফেট আমার বিষ্ময় ভাব এখনাে যায় নি প্রচও আধ্যাত্বিক ক্ষমতা সম্পন্ন মানুষতাে আর আজকাল পাওয়া যায় নাযাদের এই ক্ষমতা আছে

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২১

তারা তা প্রকাশ করেন নাতার আড়ালে থাকতেই পছন্দ করেনআপনার সঙ্গে নিশ্চয়ই অনেকের যােগাযােগ আছেআপনি যদি দয়া করে এমন লােকের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন তাহলে খুব খুশী হবআছে এমন কেউ?| আছে একজনময়লা বাবা গায়ে ময়লা মেখে বসে থাকেন।’

ময়লা মেখে বসে থাকেন কেন?বলতে পারব না জিজ্ঞেস করিনিজিজ্ঞেস করেন নি কেন

জিজ্ঞেস করিনি কারণ তার সঙ্গে আমার দেখা হয় নিতার ঠিকানা | জোগাড় করেছিএকদিন যাব।’ 

হিমু সাহেব ভাই যেদিন যাবেন অবশ্যই আমাকে নিয়ে যাবেনউনার ক্ষমতা কেমন 

আজো চিঠি দেয়টেলিফোন করেসুন্দরী মেয়েদের সঙ্গে আজেবাজে ধরণের কখো মানুষ খুব সহজে বিশ্বাস করেবিয়ে ভেঙ্গে যায়আমার মেয়ে এতে খুন পায়আমি তেমন পাই না, কারণ আমার স্ত্রী আগেই আমাকে জানিয়ে দেন  আমার মেয়ের ভেতর থাকে না বলে সে খুব কষ্ট পায়। বিয়ে হচ্ছে না এই জন্যেকষ্ট না, অপমানের কষ্ট‘ কষ্ট হবারই কথা। 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২১

তারপর সে ঠিক করল কোনদিন বিয়েই করবে নাকঠিন ভাবে আমাদেরসবাইকে বললতার বিয়ে নিয়ে আর একটি কথাও যেন না বলা হয়আমার মেয়ে আবার খুব কঠিন ধরণেরএকবার যা বলবে তাইএর কোন নড়চড় হবে নাআমরা বিয়ে নিয়ে কথাবার্তা দীর্ঘদিন বলিনি

এতদিন পর হঠাৎ আবার লােকায় অনেছি ভাল ক্ষমতামনের কথা হড়বড় করে বলে আপনার মনে কোন খারাপ নয়কিল উনার সঙ্গে দেখা না হড়বড় করে বলে দেবেন অশান পড়বেন অপঞ্জায়” 

উনার নাম নি বললেন, ময়লা বাবা | ড়ি ময়লা বাবা“কি ধরণের ময়লা গায়ে মাখেন

এক ততীয়াংশ নর্দমার পানির সঙ্গে এক তৃতীয়াংশ ডাস্টবিনের ময়লা ঘমাংশ টাটকা , আরাে কিছু হাজিলাজি দিয়ে সেমি সলিড মিকশ্চার তৈরী করে তেলের মত গায়ে মেখে ফেলেন। 

সতি“ভাই আমি রসিকতা করছিসত্যি কিনা এখনাে জানি নাদেখা জানবময়লার ফর্মুলা নিয়ে আসব। ইচ্ছা করলে আপনিও গায়ে আয়পারেন‘ 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২১

একজন মানুষ যে অন্য একজনকে কি পরিমান বিরক্ত করতে পারে আe আশরাফুজ্জামান সাহেবের সঙ্গে রাত কাটিয়ে এই তথ্য জেনে গেলাম । 

আমি পা গুটিয়ে বিছানায় বসে আছিতিনি বসে আছেন আমার সামনে একটা বেতের চেয়ারেতিনি নন স্টপ কথা বলে যাচ্ছেনঢাকাচিটাগাআন্তনগর ট্রেনও কিছু ষ্টেশনে থামেউনি কোন ষ্টেশনাই ধরছেন নাছুটে চলছে তুফান মেইলতার সব গল্পই তার কন্যা এবং ভূত স্ত্রী প্রসঙ্গে আমি মনে যাচ্ছি মন দিয়েই শুনছি

অন্যের কথা মন দিয়ে শােনার বিদ্যা আমার ভালইআয়ত্ত হয়েছে| বুঝলেন হিমু ভাই, আজ আমি একজন মুক্ত মানুষফ্রী ম্যানমানে এখনাে ফ্রী না তবে হয়ে যাচ্ছিযেদিন আমার মেয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা হবে, সেদিনই আমি হব একজন স্বাধীন মানুষমেয়েটা সুন্দর হওয়ায় নানান সমস্যা হচ্ছিলকলেজে উঠার পর থেকে শুধু বিয়ের সম্বন্ধ আসেশুধু সম্বন্ধএলে ক্ষতি ছিল না। তারা নানান ভাবে চাপাচাপি

 

Read More

হুমায়ূন আহমেদের লেখা হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২২

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *