হুমায়ূন আহমেদের লেখা হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৪

লে.  উত্তর দাও। 

আমি মিসির আলি সাহেবের সঙ্গে রান্নাঘরে ঢুকলামরান্নাঘরটা আমার 

তলমনে হচ্ছে রান্নাঘরটাই আসলে তার লাইব্রেরীতিনটা উচু বেতের

হিমুর দ্বিতীয় প্রহর  

শেলফ ভতি বইরান্না করতে করতে হাত বাড়ালেই বই পাওয়া যায় ঘরে একটা ইজিচেয়ার আছেইজিচেয়ারের পায়ের কাছে মুকুট রেস্টঝাই যাচ্ছে যুট রেটে পা রেখে আরাম করে বই পড়ার ব্যবস্থা । 

মিসির আলি চুলা ধরাতে ধরাতে বললেন, রান্নাঘরে এত বই পত্র দেখে আপনি কি অবাক হচ্ছেন

*জি না আমি কোন কিছুতেই অবাক হই না । 

  • আসলে কি হয় জানেন? হয়ত চা খাবার ইচ্ছা হল চুলায় কেতলি সসালামপানি ফুটাতে অনেক সময় লাগছেচুপচাপ অপেক্ষা করতে খুব 

বাপ লাগেতখন বই পড়া শুরু করিচুলায় কেতলী বসিয়ে আমি একশ পৃষ্ঠাপড়তে পড়তে পানি ফুটে যায়এই থেকে আপনি আমার বই পড়ার স্পীড সম্পর্কে একটা ধারণা পাবেন‘ 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৪

আমরা কফির পেয়ালা হাতে নিয়ে বসার ঘরে এসে বসলাম মিসির আলি বললেন, আপনার গলায় কি মাছের কাঁটা ফুটেছে? লক্ষ্য করলাম অকারণে টো না রের মালিল্ল আমাকে অতি বসলনয়ি কায়ি মেয়ে বললাম, অসাধারণজীবনানন্দ দাশের কনি সে বলল, কোন কবিতা? আমি, আলুক্তি করলাম— 

পুরানাে পেঁচারা সুর কোটরের থেকে এসেছে বাহির হয়ে অন্ধকার দেখে মাঠের মুখের পরে, সুরজ ধানের নিচে=মাটির ভিতরে ইলননা চলে গেছে আঁটির ভিতর থেকে লে গেছে চায়। 

শস্যের ক্ষেতের পাশে আজ রাতে আমাদের জেগেছে পিপাসামাতালী ষ্টোরের মালিক তার এক কর্মচারীকে ডেকে বলল, উনাকে ভাল করি এক টিন দাও. ইভাপােরেটেড দুধের একটা টিন, সুগার কিউর। 

তনি বলে উহাল হণ করলাম তারপর হালটা বলল, থেকে দােকানে উনি এলে প্রথম জিজ্ঞেস করবে উনার কি লাগবে যা নিবেকােন বিল করতে পারবে না উনি ঢোকা মাত্র আমার ঘরে নিয়ে মা 

সালে সেখানে টেলিফোন আছে উনি যত ইচ্ছা টেলিফোন করতে পারবেন| ব্যবসায়ী মানুষ (তার বয়স যত অল্পই হােক) এমন ফ্রী পাস দেয় নাআমি বিস্মিত হয়ে তাকালামছেলেটা বলল, আমি আপনাকে চিনিআপনি চিতদােকানের লােক না আপনাকে চিনতে পারে নি ওদের অপরাধ ক্ষমা করালেনএখন বলুন আপনি কোথায় যাবেনড্রাইভার আপনাকে নামিয়ে দিয়ে আসবে। 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৪

আমি কড়া নেড়ে অপেক্ষা করছি কখন মিসির আলি সাহেব দরজাখুলেনদ্বিতীয়বার কড়া নাড়তে ইচ্ছা করছে নাসাধারণ মানুষের বাসা হলেকড়া নাড়তাম, এই বাসায় থাকেন মিসির আলি কিংবদন্তী পুরুষ প্রথম কড়া নাড়ার শব্দেই তার বুঝে যাবার কথা, কে এসেছে, কেন এসেছে। 

দরজা খুললমিসির আলি সাহৃে বললেন, কে? হিমু সাহেব? জি স্যারমাথা কামিয়েছেন । আপনাকে ঋষি ঋষি লাগছে‘ 

আমি ঋষি সুলভ হাসি হাসলাম। তিনি সহজ গলায় বললেন, আজ এত সকাল সকাল এসেছেন ব্যাপার কি? রাত মােটে টা বাজে। হাতে কি?‘ 

আপনার জন্যে সামান্য উপহার কফি, দুধ, চিনিমিসির আলি সাহেবের চোখে হাসি ঝিলিক দিয়ে উঠল আমি বললাম, স্যার আপনার রাতের খাওয়া কি হয়ে গেছে

হ্যা হয়েছে।’ তাহলে আমাকে রান্নাঘরে যাবার অনুমতি দিন আমি আপনার জন্যে কফি

আমি বললাম, জ্বি। 

শুধু শুধু কষ্ট করছেন কেন? কাটা তােলার ব্যবস্থা করেন = মেডিকেল কলেজের ইমাৰ্জন্সিতে গেলেই ওরা চিমটা দিয়ে কাটা তুলে ফেলবে| আমি কাটার যন্ত্রণা সহ্য করার চেষ্টা করছিমানুষতাে ক্যানসারের মত ব্যধিও শরীরে নিয়ে বাস করে আমি সামান্য কাটা নিয়ে পারব না? _ মিসির আলি হাসলেনছেলেমানুষী যুক্তি শুনে বয়স্করা যে ভঙ্গিতে হাসে সেই ভঙ্গির হাসি দেখতে ভাল লাগে । 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৪

হিমু সাহেবজি স্যারআমি আপনার ভয় পাবার ব্যাপারটা নিয়ে ভেবেছি‘ 

রহস্যের সমাধান হয়েছেভয়ের কার্য কারণ সম্পর্কে একটা ব্যাখ্যা দাড় করিয়েছিএইটিই সঠিক ব্যাখ্যা কিনা তা প্রমাণ সাপেক্ষব্যাখ্যা শুনতে চান

বলুনমিসির আলি কফির কাপ নামিয়ে সিগারেট ধরালেনসামান্য হাসলেন সেই হাসি অতি দ্রত মুছে ফেললেনকথা বলতে শুরু করলেন শান্ত গলায় যেন তিনি নিজের সঙ্গেই কথা বলছেনঅন্য কারাের সঙ্গে নয়যেন তিনি যুক্তি দিয়ে নিজেকেই বুঝানাের চেষ্টা করছেন— জন হয়ত এই ভয়ের বীজ কোন এক সময় বীজের 

মুবি ক্লান্ত ছিলাম, শীষু অবসন্ন ছিল বলছেন কেন? আপনার কাছ থেকে শুনেই বলছিসারারাত আপনি হেঁটেছেনজোছনা  তারপর ঢুকলেন গলিতেদীর্ঘ সময় কোন একটি বিশেষ জিনিশ দেখায় ক্লান্তি আসেশামু অলস হয়। 

ঠিক আছে বলুন। আপনাকে দেখে কুকুররা সব দাড়িয়ে গেল একটি এগিয়ে এল সামনে ভরে আসেএটা একটা 

পানিতে ডুবে মৃত্যুর উদ্ধার করা হল সে বেছে স্বাভাবিক ভাবে বড় যাবে নামস্তিষ্কের স্মৃতি যদি হঠাৎ সেই মুতি বের তাই না?‘ 

জ্বি‘ 

হিমু সাহের, আমার ধারণী যে ভয়ের কথা আপনি বলছেন শৈশবেই আপনার ভেতর বাসা বেঁধেছেকেউ একজন হয়ত এই আপনার ভেতর পুতে রেখেছিল যাতে পরীত কোন এল , অনুরোদগম হয়তীব্র ভয় আপনাকে আচ্ছন্ন করে| অতি শৈশবের তীব্র ভয় অনেক অনেক কাল পরে ফিরে আসেৱিকারিং ফেনােমেনা

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৪

মনে করুন তিন বছরের কোন শিশু পানিতে কাছাকাছি চলে গেলতাকে শেষ মুহূর্তে পানি থেকে উদ্ধার করা হলগেলপানিতে ডুবার ভয়ংকর সুতি তার থাকবে নাসে স্বাভাবিক হবেকিন্তু ভামের এই অংশটি কিন্তু তার মাথা থেকে যাবে নামাতি লাইব্রেরীতে সেই স্মৃতি জমা থাকবেকোন কারণে যদি হঠাৎ সেই হয়ে আসে তাহলে তার সময় চেতনা প্রচি নাড়া খাবি । সে ভেবেই পালন ব্যাপারটা কি? আপনি কি শৈশবে কখনাে পানিতে ডুবেছেন

হ্যা চৌবাচ্চায় ডুবে গিয়েছিলাম” 

ঘটনাটা বলনাতো? ঘটনা আমার মনে নেইববির ডায়েরী পড়ে জেনেছিআমার আমাকে নিয়ে অনেক পরীক্ষা নীরিক্ষা করতেনমৃত্যু ভয় কি এটা আমার বঝানাের জন্যে তিনি একটা ভয়ংকর পরীক্ষা করেছিলেনচৌবাচ্চায় পানি = করে আমাকে ডুবিয়ে দিয়েছিলেনতাঁর হাতে ছিল স্টপ ওয়াচ তিনি স্টপওয়াচ দেখে পচাতুর সেকেণ্ড আমাকে পানিতে ডুবিয়ে রেখেছিলেন| আপনার বাবা কি মানসিক ভাবে অসুস্থ ছিলেন?” 

এক সময় আমার মনে হত তিনি মানসিক রােগীএখন তা মনে হয় না বাবার কথা থাকআপনি আমার সম্পর্কে বলুনআমি মানসিক রােগী কিনাসেটা জানা আমার পক্ষে জরুরী| অতি শৈশবের একটা তীব্র ভয় আপনার ভেতর বাসা বেধে ছিলআমার ধারণা সেই ভয়ের সঙ্গে আরাে ভয় যুক্ত হয়েছেমস্তিষ্কের মেমােরি সেলে ভয়ের ফাইল ভারী হয়েছেএক সময় আপনি সেই ভয় থেকে মুক্তি পেতে চেষ্টা করেছেনতখনই ভয়টা মূর্তিমান হয়ে আপনার সামনে দাড়িয়েছেসে চাচ্ছে নাআপনি তাকে অস্বীকার করুন। 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৪

স্যার আপনি কি বলতে চাচ্ছেনরাতে আমি যা দেখেছি সবই আমার। 

করদের দলপতি আবার ভয়ংকর মূর্তি যখন এল তখন তুকররা তার দিকে ফিরলদলপতি এগিয়ে গেল সামনে। 

দেখুন হিমু সাহেব কুকুররা যা করেছে তা হচ্ছে কুকুরদের জন্যে অত্যন্ত স্বাভাবিক কর্মকাণ্ডতারা উদ্ভট কিছু করেনিঅথচ তাদের এই স্বাভাবিক ককাণ্ডই আপনার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছিলকারণ আপনি নিজে স্বাভাবিক ছিলেন নাআপনার মধ্যে এক ধরণের ঘোর কাজ করা শুরু করেছেশৈশবের সমস্ত ভয় বাক্স ভেঙ্গে বের হয়ে আসা শুরু করেছে। 

তারপর? আপনি শুনলেন লাঠি ঠক ঠক করে কে যেন আসছেআপনি যদিস্বাভাবিক থাকতেন তাহলে কিন্তু লাঠির ঠক ঠক শব্দ শুনে ভয়ে অস্থির হভেন নালাঠি ঠক ঠক করে কেউ আসতেই পারেআপনি খুবই অস্বাভাবিক অবস্থায় ছিলেন বলেই এই কাণ্ডটা ঘটেছে আপনার মস্তিষ্ক অসম্ভব উত্তেজিতসে বিচিত্র খেলা শুরু করেছেআপনার স্বাভাবিক দৃষ্টি সে এলােমেলাে করতে শুনতে করেছেআপনি মানুষটা দেখলেন চাদর গায়ে একজন মানুষ যার চোখ নেই, মুখ নেই ঠিক না

জি” 

আমার ধারণা আপনি অ্যাসিডে ঝলসে যাওয়া একন অন্ধকে দেখেছেনঅন্ধ বলেই সে লাঠি হাতে হাটা চলা করেআপনাকে দেখে সে দাড়িয়ে পড়ল লাঠি উচু করল আপনার দিকেএকজন অন্ধের পক্ষে আপনার উপস্থিতি বুঝাতে পারা কোন ব্যাপার নাঅন্ধদের অন্যান্য ইন্দ্রীয় খুব তীক্ষ থাকে

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৪

অবশ্যি অন্ধ হয়ে একজন কুষ্ঠ রােগীও হতে পারেকুষ্ঠরােগীও এমন বিকৃত হতে পারে আমি নিজে কয়েকনিকে দেখেছি| আমি বললাম, স্যার একটা কথা, আমি দেখেছি মানুষটা যখন ফিরে যাচ্ছিল 

তখন তাকে খুব লম্বা দেখাচ্ছিল। 

আপনি যা দেখেছেন তা আর কিছুই না লাইট এণ্ড শেডের একটা ব্যাপারগলিতে একটা মানুষকে দাড় করিয়ে আপনি বিভিন্ন জায়গা থেকে আলাে তার। 

নাবেশীর ভাগই সত্যিতবে সেই সত্যটাকে কল্পনা ঢেকে রেখেছেবুঝতে পারছি নাআমি বুঝানাের চেষ্টা করছিরাতে আপনি ছিলেন খুব ক্লান্ত আপনার 

গেল শুন্য নাম্বার থালার খাবার কোন ইদুর স্পর্শ করত নাঅথচ একই  lusionম্যাজিসিয়ানরা খাবার। 

গার বলে পরীক্ষাটা হতে পারেন দেখবেন আলে৷ কেত এর সেই আলাে ফেলার নে) তার বড় হচ্ছে আল 2 আর কত লম্বা মনে হচ্ছেএকে বলে tifill illusion wutical illusion এর সাহায্যে আনেক ভিত্তি মজার খেলা দেখে 

* পলাে ব্যাপারটা আপনার কাছে এত সহজ মনে হচ্ছে। 

জি মনে হচ্ছেপৃথিবীর সমস্ত জটিল সূত্রগুলির মূল কথা আপনি যে আপনার মাথার ভেতর শুনলেন কে বলছে ফিরে যাও ব্যাখ্যাও খুব সহজ ব্যাখ্যাআপনার অবচেতন মন আপনাকে বলছিলআমি কি আপনার সব ব্যাখ্যা গ্রহণ করে নেব না নিজে পরী। 

লির মূল কথা খুব সহজ। 

বয়াও, ফিরে যাও তার আপনাকে ফিরে যেতে

 

Read more

হুমায়ূন আহমেদের লেখা হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৫

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *