হুমায়ূন আহমেদের লেখা হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৬

কি ভাবে কাটাব বুঝতে পারছি নাবিষ খেয়ে মরে গেলে কেমন হয় বলল 

মন্দ হয় না

 হিমুর দ্বিতীয় প্রহর  

মেয়েটা কষ্ট পাবেমেয়েটা ভাববে তার উপর রাগ করে বিষ খেয়েছিতাকে সুন্দর করে গুছিয়ে একটা চিঠি লিখে যাবেনভালমত সৰ করবেনতাহলেই হবেতারপরেও কষ্ট পাবেসেই কষ্ট দীর্ঘস্থায়ী হলে 

দীর্ঘস্থায়ী হবে না কেন?আপনার মেয়ে তার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বেতার সংসারে ছেলেপুলে আসবেকারাে হাম হবে, কারাের হবে কাশিওদের বড় করা, স্তনে ভর্তি করানাে, হােমওয়ার্ক করানাে, ঈদে নতুন জামা কেনা, অনেক ঝামেলা দোকানের পর দোকান দেখা হবে ফ্রকের ডিজাইন পছন্দ হবে নাএত সমস্যাসমধ্যে কে আর বাবার মৃত্যু নিয়ে মাথা ঘামাবে‘ 

আশরাফুজ্জামান সাহেব হেসে ফেললেনসহজ স্বাভাবিক হাসিমনে হচ্ছে তার মন থেকে কষ্টবােধ পুরােপুরি চলে গেছে। 

না‘ 

ট্রেন লেট ছিল। 

আমরা যাবার পনেরো মিনিট পর ট্রেন ছাড়ল চলন্ত ট্রেনের জানালা থেকে প্রায় পুরো শরীর বের করে আশরাফুজ্জামান সাহেব আমার দিকে হাত নাড়ছেনতার মুখ ভর্তি হাসি, কিন্তু গাল আবারাে ভিজে গেছেভেজা গালে ষ্টেশনের সরকারী ল্যাম্পের আলাে পড়েছেমনে হচ্ছে চাদের আলাে। 

আপনি মানুষটা খুব মজারমজার মানুষ হিসেবে আপনাকে মজার একটা সাজেশন দেব?‘ 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৬

চলুন আমরা কমলাপুর রেল ষ্টেশনে চলে যাইআপনি তুর্ণা নিশিথায় চেপে বসুনঅন্ধকার থাকতে থাকতে চিটাগাং রেল ষ্টেশনে নামবেননেমেই দেখবেন আপনার মেয়ে এবং মেয়ে জামাই দাঁড়িয়ে আছেমেয়ের চোখ ভতিজল সে ছুটে এসে আপনাকে জড়িয়ে ধরবে‘ 

আশরাফুজ্জামান শব্দ করে হাসলেনআমি বললাম, হাসছেন কেন? আপনার উদ্ভট কথাবার্তা শুনে হাসছিপৃথিবীটা ভয়ংকর উদ্ভটকাজেই উদ্ভট কাকারখানামাঝে মধ্যে করা হয়‘ 

তাই । 

আমি বিছানা থেকে নামলামদু কাপ চাদের বলা পালে লাগানো গলামনার প্রয়ে নতুন একটা দিনের জন্যে নিজেকে প্রস্তুত করা আজনে নিনআমার হন্যে একটা বিশেষ দিনসূর্য ডুবার আগ পর্যন্ত আমি পরিচিত সবার হজ কথা বলবদিনটা খুব আনন্দে কাটাবসন্ধ্যার পর নীঘির পানিতে গোসল করে নিজেকে পবিত্র করব তারপর চাদের আলােয় তার সঙ্গে আমার দেখা , হাতে মুখে পানি দিতে দিতে দ্রুত চিন্তা করলাম কাদের সঙ্গে আমি পরই মনে হয়রাতটা মতই দিনের আলোয় কথা বলব— 

মম ভাঙ্গতেই প্রথম যে কথাটা আমার মনে হল তা হচ্ছেআজ ভােরের আলােয় পূর্ণিমার কথা মনে হয় নাসূর্য ডুবার পরই মনে হত কেমন হবে? শুক্লপক্ষ না কৃপক্ষ? আমি অন্যান্যদের মতই দিলেনচালের পক্ষ নিয়ে ভাবি নাকিন্তু আজ অন্য ব্যাপারআজ রাতের চাঁদেআমার এপয়েন্টমেন্ট আছে

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৬

আজ মধ্যরাতে আমি সেই বিশেষ গলিটার সাদা দাভাব লাঠি হাতের মানুষটার মুখােমুখি হবমিসির আলির ধারণা আর কিছুই না সাধারণ রােগগ্রস্ত একন মানুষকিংবা এক অন্ধ চালে আলােয় লাঠি হাতে যে বের হয়ে আসেচাদের আলাে তাকে স্পর্শ করে না। 

আমার ধারণা তা না আমার ধারণী সে অন্য কিছুতার জন্য এই ভবনে না, অন্য কোন ভুবনেযে ভুবনের সঙ্গে আমাদের কোন যােগাযােগ নেই জন্ম আলোতে নয়আদি অন্ধকারে। 

জানালার কাছে একটা কাক এসে বসেছেমাথা ঘুরিয়ে সে আমাকে দেখছেতার চোখে রাজ্যের কৌতুহল আমি দিনের শুরু করলাম কাকের সঙ্গে। 

আজ তার সঙ্গে কথা বলব প্রেমিকের মত তাকে নিয়ে চন্দ্রিমা উদ্যানে কিছুক্ষণ হাঁটাহাটিও করা যেতে পারেএকগাদা ফুল কিনে তার বাড়িতে উপস্থিত হলরক্তের মাত্র লাল রায় গােলাপ । 

সুপাফুপু তারা কি কক্সবাজার থেকে ফিরেছেন? না ফিরে থাকলে টেলিফোনে কথাবলতে হবেকক্সবাজারে কোন হােটেলে উঠেছেন ত্রাওতাে জানিনাবড় বড় হােটেল সব কটায় টেলিফোন করে দেখা যেতে পারে। 

হ্যালাে মিষ্টার , হাউ আর ইউ?” 

তার পানির অনুবাদ আমি মনে মনে করে নিলামসে বলছে, ভাল আছি তুমি আজ এত ভােরে উঠেছ কেন? কাথা গায়ে শুয়ে থাকমানব সম্প্রদায়ে তােমার জন্মতুমি মহাসুখিজনদের একজনখাবারের সন্ধানে হলি থেকে তোমাকে উড়তে হয় না। 

আমি বললাম, মানুষ হয়ে জন্মানাের অনেক দুঃখ আছেরে পাখিঅনেক মিসির আলিকিছুক্ষণ গল্পগুজব করব দুপুরের খাওয়াটা তার সঙ্গে খেতে পারিতাঁকে আজ রাতের এপয়েন্টমেন্টের কথাটা বলা যেতে পারে.....

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৬

আচাচ্ছা দিঘী কোথায় পাব? ঢাকা শহরে সুন্দর দিঘী আছে না কাকের চোখের মত টলটলে পানি । 

স্যার চা আনছি‘ 

আমি চায়ের কাপ নিয়ে বসলামএক কাপ চা জানালার পাশে রেখে দিলামমিঃ ক্রো যদি খেতে চান খাবেন। 

আশ্চির্য কাকটা ঠোট ডুবাচ্ছে গরম চায়েকক কক করে কি যেন বলল ধন্যবাদ দিল বলে মনে হচ্ছেপশু পাখির ভাষাটা জানা থাকলে খুব ভাল হতমজার মজার তথ্য অনেক কিছু জানা যেত পশু পাখির ভাষা জানাটা খুব কি অসম্ভব? আমাদের এক নবী ছিলেন না যিনি পশুপাখির কথা বুঝতেন?

হযরত সুলাইমান আলায়হেস সালামতিনি পাখিদের কথা বলতেনকোরান শরীফে আছেপিপড়েরা তার সঙ্গে কথা বলেছেএকটা পাখিও তার সঙ্গে কথা বলছিল, পাখির নাম হুদ হুদ সুরা সাদে তার সুন্দর বর্ণনা আছে। 

দুঃখের চেয়ে সুখ বেশীজানি না আমার মনে হয় না‘ 

আমার মনে হয় এই যে তুমি এখন উঠবেএক কাপ গরম চা খাবেএকটা সিগারেট ধরাবেএই আনন্দ আমরা কোথায় পাব আমাদের ওতাে মাঝে মাঝে চা খেতে ইচ্ছে করে। 

তাই বুঝিকরেছি, যা আপনার আছে, এবং আছে গট করে শব্দ হলভদ্রলোক টেলিফোন নামিয়ে রাখলেন তিনি এমন বেন তা হচ্ছে, টেলিফোনের প্লাগ খুলে রাখবেনএবং হয়তােবা মেয়েকে আdাও পাঠিয়ে দেবেনভদ্রলােকের প্রচুর মিথ্যা কথা আলে সারাদিনে বলতে যে মিথ্যা দিয়ে যিনি দিনের শুরু করেন, তাকে দিনের শেষে মিথ্যা বলতে দাম গলামি এসে ললি, আমি এমন এসব তথ্য লাভ কলেনি মা জানা নেইআর আমি সেবা থেকে অসিল খবর নিয়ে এসেছিআE নানান, নলাম যে জাতির পল্ল | নকুলছতার সবই ছেলে এর বিরাট সিংহাসন ” 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৬

দুম দুদ গামি বলেছিল সেরার রাণীর কথাকুইন অব সেবাবিলতি| দুন দুল পানিটা দেখতে কেম? কাক নয়তো?

কাকটা চায়ের কাপ উল্টে ফেলেছেতার ভাবভঙ্গিতে অপ্রস্তুত ভর তুলছিকেমন অভিচোখে আমার দিকে তাকালেই যেন বলার চেষ্টা তলত Sir I am sorry, extremely sorry. I have broken the cup 

না Brokeri the cup হবে না, কাপ ভাঙ্গেনি শুধু উল্টে যেতে চায়ের কাপ উল্টেফেলার ইংরেজী কি হবে? রূপাকে জিজ্ঞেস করে জেনে হবেশতাব্দী ষ্টোর থেকে কিছু টেলিফোন করে দিনের শুরুটা করা যাক। 

শতাব্দী ষ্টোরের লােকজন আমাকে দেখে ব্যস্ত হয়ে পড়লতিনজন এসে জিজ্ঞেস করল, স্যার কেমন আছেন? একজন

 

Read More

হুমায়ূন আহমেদের লেখা হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৭

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *