হুমায়ূন আহমেদের লেখা হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৭

এসে অতি যত্নে মালিকের মার নিয়ে বসালটেলিফোনের চাবি খুলে দিলআমি বসতে বসতেই কফি চলে এল, সিগারেট চলে এলপীর ফকিররা যে কত আরামে জীবন যাপন করেন তা বুঝতে পারছি। শতাব্দী ষ্টোরের মালিক উপস্থিত নেই, কিন্তু আমার কোন সমস্যা

হিমুর দ্বিতীয় প্রহর

হ্যালাে এটা কি রূপাদের বাড়ি?কে তথ্য বলছেন? আমার নাম হিমুকুপা বাড়িতে নেইবান্ধবীর বাসায় গেছে‘ 

এত সকালে বান্ধবীর বাড়িতে যাবে কি ভাবেএখনাে টা বাজেনিরুপাতাে আটটার আগে ঘুম থেকেই উঠে না‘ 

বলেছিতাে বাসায় নেইআপনিতো মিথ্যা বলছেনআপনার গলা শুনেই বুঝতে পারছি আপনি একজন দায়িত্বশীল বয়স্ক মানুষআপনি দিনের শুরু করেছেন মিথ্যা দিয়েএটাকি ঠিক হচ্ছে? আপনি চাচ্ছেন না, রূপা আমার সঙ্গে কথা বলুকসেটাবললেই হয়শুধু শুধু মিথ্যা বলার প্রয়ােজন ছিল না‘ 

আমি ফুপুর বাসায় টেলিফোন করলামফুপুকে পাওয়া গেলতিনি রাগে চিড়বিড় করে জ্বলছে । 

কে হিমু ! আমারতাে সর্বনাশ হয়ে গেছে শুনেছিস কিছু? না, কি হয়েছে

রশীদ হারামজাদাটাকে বাসায় রেখে গিয়েছিলাম, সে টিভি, ভিসিআর সব নিয়ে হাওয়া হয়ে গেছে আমার আলমীরাও খুলেছেসেখান থেকে কি নিয়েছে এখনাে বুঝতে পারছি না।’ 

মনে হয় গয়না টয়না নিয়েছে। 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৭

না গয়ানা নিতে পারবে নাসব গয়না ব্যাংকের লকারেক্যাশ টাকা নিয়েছেতাের সুপার একটা বােতল নিয়েছেখুব দামী জিনিশ নানিশ ছিল তাের ফুপী হায় হায় করছে‘ 

এই দেখ যুলু সব খারাপ দিকের একটা ভাল দিকও আছেরশীদ তােমার চুনুশল একটা জিনিসও নিয়ে গেছে‘ 

কাজলামী করিস নাপয়সা দিয়ে একটা জিনিশ কেনাফ্রীজে তােমাদের জন্যে চিতল মাছের পেটি রান্না করা ছিল নাহ্যা ছিল তুই জানলি কি করে?” সে এক বিরাট ইতিহাসপরে বলব, এখন বল কক্সবাজারে কেমনকাটল” 

ভালই কাটছিল মাঝখানে সাদেক গিয়ে উপস্থিত হলমামলা বিষয়ক সাদেক?” 

হ্যাদেখ না যন্ত্রণা তাকে ঠাট্টা করে কিনা কি বলেছিসে সত্যি সত্যি মামলা টামলা করে বিশ্রী অবস্থা করেছেবেয়াই বেয়ানের কাছে লজ্জায় মুগ্ন দেখাতে পারি নাছিঃ ছিঃ। 

তােমার বেয়াই বেয়ান কেমন হয়েছে?” 

বেয়াই সাহেবতাে খুবই ভাল মানুষ অসম্ভব রসিককথায় কথায় হাসছিলেনতাের ফুপার সঙ্গে তার খুবই খাতির হয়েছেচারজনে মিলে নরক 

লজার করেছে। 

চারজন পেলে কোথায়? ফুপা আর তার বেয়াই দুজন হবে না?’ এদের সাথে দুই ছাগলাওতাে আছেমুফাজ্জল আর জহিরুল” 

ঠিক আছে স্যার শপ করছিরূপাকে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলামআমার মনে হয় আপনাকে জিজ্ঞেস করলেও হবেআচ্ছা স্যার চায়ের কাপ উল্টে ফেলার ইংরেজী কি?” 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৭

খারাপ ভেবেছিলাম তত দেয়া হয় আমার পেটের ছেলে যে এত নির্লজ্জ হবে ভাবতেই পারি না। 

এই দুইজন এখনাে ঝুলে আছে?আছেতাে বটেইতবে শােন ছেলে দুটাকে যত খারাপ ভেলে লাল না| ভাল কাজ কি করেছে

নেতার মিয়া নিনেছআমি তাতে বুল সুশি হয়েছিমাছ মান মামলা নিয়ে হৈ চৈ শুরু করল, এয়ারেট নাকি বের হয়ে গেল আমি অহা নাচি নাকি না কিছু বুঝতে পারছি জী হননি অসমৰ ঠাশ করে সাদেকের গালে এক চড় বসিয়ে দিল‘ হয়েছিসাদেক সবার হয়ে গেছে, এইসব ছি না তখন মঞ্জিল এসে বল কি বলবি?‘ 

সত্যি করে বলতাে ওদের এই ভালবাসা দেখে আনন্দে তােমার মন ভরে কে না? কি কথা বলছ না কেন? তোমাদের যখন বিয়ে হয়েছিলতুমি এবং ফুপা তােমরা কি একই কাণ্ড কল্লো নি?” 

আমরা এত বেহায়া ছিলাম না‘ 

অামাতাে ধারণা তােমরা ছিলে তাের ফুপা অনেক বেহায়াপনা করেছেবুদ্ধি কম মানুষতাে বাদলে সব।’ 

না বাদ দেব নাতােমরা কি ধরণের বেহায়াপনা করেছ, তার একটা উদাহরণ দিতেই হবেজাঃ ওয়ান‘ 

যুবই আকস্মিক ঘটনা, আমি খুব খুশি হয়েছিউচিত শিক্ষা হয়েলে লােকের বাচ্চাআমাকে মামলা শেখায় । 

মফাজল আর জহিরুল মনে হচ্ছে তােমাদের পরিবারে এটি পেয়ে এটি পাওয়ার কি আছেসঙ্গে সঙ্গে বুরে মায়া পড়ে গেছে এটা বল। 

* আমাদের সর্বনাশ করল এই মায়াআমরা বাস করি মায়ার ভেতর চেচিয়ে লুলি আমাদেরকে মান্না থেকে মুক্ত কর‘ 

মানের কথা বলবি না হিন্নাডড খনি‘ 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৭

জ্ঞানের কথা না ফুপু আমার সহজ কথা হচ্ছে মায়া সর্বগ্রাসীএই ত রশীদ তােমার এত বড় ক্ষতি করল তারপরেও সে যখন মিডিল ইষ্ট cotro ফিরবে, জায়নামাজ, তসবি এবং মিষ্টি তেতুল নিয়ে তোমার সঙ্গে দেখা করতযাবেতুমি কিন্তু খুশিই হবেতুমি হাসি মুখে বলবেকেমন আছিসরে। 

তুই এত ভাল ছেলে হয়েছিস কেন বলতাে?আমি কি ভাল ছেলে?” 

অবশ্যই ভালছেলেতুই আমার একটা কথা শােনভাল দেখে একটামেয়েকে বিয়ে করতারপর তুই বৌমাকে নিয়ে নানান ধরণের বেহায়াপনাকরবি আমরা সবাই দূর থেকে দেখে হাসব” 

ফুপু রাখি?বলে আমি খট করে রিসিভার রেখে দিলামকারণ কথা বলতে বলতে ফুপু কেঁদেফেলেছেন, এটা আমি বুঝতে পারছি মাতৃশ্রেণীর মানুষের কান্নাভেজা গলার আহ্বান অগ্রাহ্য করার ক্ষমতা মানুষলে দেয়া হয় নি সেই আহ্বান এই কারণেই শােনা ঠিক না। হারামজাদা কি মিডিল ইস্ট যাচ্ছে?‘ 

তুই এতসব জানলি কি করে?জি আশ্চম আমি জানব না? আমি হচ্ছি হিমুতুই ফাজিল বেশী হয়েছিস তােকে ধরে চাপকানাে উচিত হাসছিস কেন?বাদল এবং আঁখি এরা কেমন আছে?। 

ভালই আছেকক্সবাজারে ওরা যে কাণ্ডটা করেছেআমারতাে লজ্জায়মাথা কাটা যাবার অবস্থা। 

কি করেছে

আরে, দিনরাত চব্বিশ ঘন্টা হােটেলের দরজা বন্ধ করে বসাআমরাএতগুলি মানুষ এসেছি সেদিকে কোন লক্ষ্যই নেইডাইনিং হলে সবাই খেতে বলি নবর পাঠায় অল্প জ্বর লাগছেআসতে পারবে নাআবার যেন মিসির আলি বললেন, আপনার কি শরীর খারাপ? আমি বললাম, জ্বি না। 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-২৭

দেখে মনে হচ্ছে খুব শরীর খারাপ আপনি কি কোন কারণে টেনশান বােধ করছেন?” স্যার আজ পূর্ণিমা‘ 

আচ্ছা আচ্ছা বুঝতে পারছিআপনি তাহলে ভয়ের মুখােমুখি হতে যাচ্ছেন 

জ্বি স্যারআপনি যদি চান আমি আপনার সঙ্গে থাকতে পারি। 

না আমি চাচ্ছি না‘ 

তবে একটা শর্ত আছে‘ 

কি শর্ত?’। 

আমি যদি কোনদিন ফিরে না আসি আপনি খাতার লেখাগুলি পড়বেনআর যদি কাল ভােরে ফিরে আসি, আপনি খাতা না পড়েই আমাকে মেরে দেবেন‘ এখানে আসবেন এইসব খুব জটিল শর্তাতাে না।’ 

না শর্ত আপনার জন্যে জটিল নাআমার জন্যে জটিল| মিসির আলি হাসলেন নরম গলায় বললেন, ঠিক আছে। 

আমি খাওয়া শেষ করে, খাতা তার হাতে দিয়ে বের হলামদুম পাচ্ছেপার্কের বেঞ্চীতে শুয়ে লম্বা ঘুম দেবযখন জেগে উঠল তখন যেন দেখি চাল উঠে গেছে। 

দুপুরে খাওয়া দাওয়া করেছেনহি না‘ 

“আমার সঙ্গে চারটা গানখাবার অবশ্য খুবই সামান্যখিচুরি তল ডিমভাজাখাবেন

জি খাবহাত মুখ ধুয়ে আসুনআমি খাবার সাজাইজনের মত যাবার কি আছে?” 

হ্যা আছেখুবই আশ্চর্যের ব্যাপার হচ্ছে আজ সকালে ঘুম ভেঙ্গেই , হলদে পুরে ক্ষুধার্ত অবস্থায় আপনি আমার এখানে আসবেনটেলিপ্যাথি ব্যাপারের কোন গুরুত্ব আমি দেই নাতারপরেও দুজনেন রান্না করেছিকেন বলুনতাে?

 

Read More

হুমায়ূন আহমেদের লেখা হিমুর দ্বিতীয় প্রহর শেষ খন্ড

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *