হুমায়ন আহমেদ এর হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-2

আমাল বালা মহাপুরু তৈরির কারখানার চিফ ইনজিনিয়ার লাহেল কাদিআমাকে বলেছেন ভয়কে পাশ নাকাটাতে, এলুও আমি ভয়কে পাশ কাটাচ্ছিসব ভয়কে নাবিশেষ একটা ভাবে আচ্ছা ঘটনাটা বলি| আমার তালিম মনে নেইডিসেম্বরে মাঝামাঝি হতে পারেশীত তেমন নেইআমার গায়ে সুতির একটা চাদর কানে তাঞ্জা লাগছিল বলে চাদরটা মাথার উপর পেঢ়িা দিয়েছি

আমি বের হয়েছি পূর্ণিমা দেখাতে শহরে পূর্ণিমার অন্যরকম আবেদন সােডিয়াম ল্যাম্পের হলুদ আলাের সঙ্গে মেশে চাদের ঠাত্রা আলাে এই মিশ্র আলাের আলাদা মজাতার উপর যদি কুয়াশা হয় তা হলে তাে কথাই নেইকুয়াশায় টাদের আলাে চারদিকে সুড়ায় সােডিয়াম ল্যাম্পের আলাে ছড়ায় নামিলা আলাের একটি ছড়িয়ে যাচ্ছে, অন্যটি ছড়াচ্ছে  খুবই ইট রেস্টং ।

 সেরাতে সামান্য কুয়াশাও ছিল মনের আনন্দেই আমি শহরে ঘুরছিপূর্ণিমার রাতে লােকজন সকালসকাল ঘুমিয়ে পড়েঅবিশ্বাস্য হলেও ব্যাপারটা সত্যিঅল্প কিছু মানুষ সারারাত জাগতারা ঘুমুতে যায় ঢাদ ডুবার পড়ে। 

ইংরেজিতে এই ধরনের মানুষদের একটা নাম আছে Moon Structs. এরা চন্দ্রাহতএদের চলাফেরায় ঘােরলাগা ভাব থাকেএরা কথা বলে অন্যরকম স্বরেএরা কিন্তু ভুলেও চাদের দিকে তাকায় নাবলা হয়ে থাকে চন্দ্রাহত মানুষদের চাদের আলাে ছায়া পড়ে না। এদের যখন আমি দেখি তখন তাদের ছায়ার দিকে আগে তাকাই। 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-2

 অনেকক্ষণ রাস্তায় হাঁটলামএক সময় মনে হল সােডিয়াম ল্যাম্পের আলাে বাদ দিয়ে জোছনা দেখা যাককোনাে একটা গলিতে ঢুকে পড়িদুটা রিকশা পাশাপাশি যেতে পারে না এমন একটা গলিখুব ভাল হয় যদি অন্ধগলি হয় আগে থেকে জানা থাকলে হবে নাহাঁটতে হাঁটতে শেষ মাথায় চলে যাবার পর হঠাৎ দেখব পথ নেইসেখানে সােডিয়াম ল্যাম্প থাকবে নাশুধুই জোছনা

 ঢুকে পড়লাম একটা গলিতে | ঢাকা শহরের মাঝখানেই এই গলিগলিরনাম বলতে চাচ্ছি নাআমি চাচ্ছি না কৌতুহলী কেউ সেই গলি খুঁজে বের করুককিছুদূর এগুতেই কয়েকটা কুকুর চোখে পড়লএরা রাস্তার মাঝখানে কুণ্ডলী পাকিয়ে শুয়ে ছিলআমাকে দেখে সবাই একসঙ্গে উঠে দাড়ালসব মিলিয়ে চারটা কুকুর

কুকুরদের স্বভাব হচ্ছে সন্দেহজনক কাউকে দেখলে একসঙ্গে ঘেউঘেউ করে ওঠাভয় দেখানাের চেষ্টাএরা তা মল নাএদেয়একজন সামান্য একটু এগিয়ে এসে থমকে দাড়ালবাকি তিন জন তার পেছনেসামনের কুকুরটা কি ওদের দলপতি? লীডারশিপ ব্যাপারটা কুকুরদের আদিখো। সামনের কুকুরটাকে লীডার পর তোমাদের খবর দের এই অবস্থা কেন

কেউ লেজ নাড়ছে নাকুকুর প্রচনজেদের মাতি আছেতুতুলের নেইতবে সামাল মি। আমি ভাব জুমাবার জন্য বললাম, তারপর তােমালে জাহনা করনের খুব প্রিয় হয় বলে শুনেছি, তােমাদের এই কান মনমরা হয়ে শুয়ে আই? Is artything wrong ? প্রকরনের শরীর শক্ত হয়ে গেলএরা কেউ লেজ নাড়ছে নালেগে গেলে লেজ নাড়া বন্ধ করে দেয়লক্ষণ ভাল না

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-2

‘ এদেন অনুমতি না নিয়ে গলির ভেতর ঢুকে পরা ঠিক হবে নাযs বিনয়ী গলায় বললাম, যেতে পারি

আমার ভাষা না বুঝলেও গলার স্বর্ণের বিনয়ী অংশ বুঝতে পালান অধিকাংশ পশুই তা বােন্সে* লা ভ্রল নাঅর্থাৎ এরা চায় না আমি আর এইতখন একটা মন হলআমি স্পষ্টই শুনলাম কেউ একজন আমাকে বলছেতুমি চলে যe জায়গাটা ভাল নাতুমি চলে যাওচলে যাওঅবচেতন মনের কোনো খেলা? কোনাে কারণে আমি নিজেই গলিতে ঢুকতে ভয় পাচ্ছি কালে আমার অবচেতন মন আমাকে চলে যেতে বলছেনা, ব্যাপারটা তা নাআমি না ভাবার কোন কারণ নেই

আসলেই গলির ভেতর ঢুকতে চাচ্ছিআমাকে গলির ভেতরের জোছনা দেখতে হবেতারচে বড় কথা হচ্ছেআমি কোনাে দুর্বল মানের মানুষ না যে অবচেতন মন আমাকে নিয়ে খেলবেঅার যা খেলেও থাকে সেই থেলাকে প্রশ্রয় দেয়া যায় নাধরে নিলামঅবচেতন মনই আমাকে চলে যেতে বলছেঅবচেতন মনকে শােনানােরজনেই স্পষ্ট করে বললাম, আমার এই গলিতে ঢােকা অত্যন্ত জরুরিকুকুরগুলি একসঙ্গে আমাকে কামড়ে না ধরলে আমি অবশ্যই যাবতখন একটা তাণ্ড হলসব টা কুকুর একসঙ্গে পেছনের দিকে ফিরল

দলপতি কুকুরটা এগিয়ে গিয়ে দলপতির আসন নিলতাদের দাঁড়ানাের ভঙ্গিতেও সামান্য পরিবর্তন লক্ষ্য করলামপরিবর্তনটা কী বােঝার চেষ্টা করছিতখন অস্পষ্টভাবে লাঠির ঠকঠক আওয়াজ কানে এললাঠিহাতে কেউ কি আলছে? থামের মানুষ সাপের ভয়ে লাঠি ঠকঠক করে যেভাবে পথে হাটে তেমনকরে কেউ একজন হাটছেপাকা রাস্তায় লাঠির শব্দকুকুরদের শ্রবণেন্দ্রীয়  অত্যন্ত তা তারা কি শব্দের মধ্যে বিশেষ কিছু পাচ্ছে?

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-2

এদের মধ্যে এক এদের আস্থরতা দেখা গেলঅস্থিরতা সংক্রামকআমার মধ্যেও সেই শহরতা ছড়িয়ে পড়লআর তখনই আমি জিনিসটা দেখলাম। লাঠি ঠকঠকপরে একজন মানুষ আসছেতালে মানায় বলছি কেন? সেকি সত্যি মানুষ? সে পর এসে পিমকে দাড়ালচারটা কর একসঙ্গে ডেকে উঠে থেমে গেল। 

, কান কিছুই নেইঘাড়ের উপর যা আছে তা একদলা হলুদ মাংসপিণ্ড ছাড়াআর কিছু নাসেই মাংসপিণ্ডটা চোখ ছাড়াও আমাকে দেখতে পেল সে, লাঠিটা আমার দিকে উচু করল আমি দ্বিতীয় যে ব্যাপারটা লক্ষ করলাম তা হচ্ছে চাদের আলােয় লাঠিটার ছায়া পড়েছে, কিন্তু মানুষটার কোনাে ছায়া পড়ে নি। 

করে নাকে পচা মাংসের গন্ধ পেলাম বিকট সেই গন্ধ পাকস্থলি উটে আসার উপক্রম হল| আমার মাথার ভেতর আবারও কেউ একন কথা বলল, এখন সময়আছে, দাড়িয়ে থেকো না, চলে যাও | এই জিনিসটা যদি তােমার দিকে হাঁটতে শুরু করে তা হলে তুমি আর পালাতে পারবে নাকুকুরগুলি তােমাকে রক্ষাকরছেআরও কিছুক্ষণ রক্ষা করবেতুমি দৃষ্টি না ফিরিয়ে নিয়ে পেছন দিকে হাটতে শুরু করােখবর্দার, এক পলকের জন্যে দৃষ্টি অন্যদিকে ফেরাবে না

এবং মাল লেখাে আর কখনাে এই গলিতে ঢুকবে নাকখনাে নাএই পলি তােমার জন্যে নিষিদ্ধআমি আস্তে আস্তে পেছন দিকে হাঁটছিকুকুরগুলিও আমার হাঁটার তালে তাল মিলিয়ে পেছন দিকে যাচ্ছে জিনিসটার কোনাে চোখ নেইচোখ থাকলে বলতাম জিনিসটা আমার দিকে তাকিয়ে আছেআশ্চর্য চোখ ছাড়াও তা হলে দেখা যায়। 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-2

মাথার ভেতর আবারও কেউ একন কথা বলল, তুমি জিনিসটার সীমার বাইরে চলে এসেছজিনিসটার মচমতা প্রচণ্ড কিন্তু তার ক্ষমতার সীমা খুব ছােটএই গলির বাইরে আসার তার ক্ষমতা নেইতুমি এখন চলে যেতে পার| আমি চলে গেলাম না। জিনিসটার দিকে তাকিয়ে রইলামসে তার লাঠি নামিয়ে ফেলেছে যেদিক থেকে এসেছিল সেদিকে হাঁটতে শুরু করেছেতার গায়ে কাথার মত একটা মােটা কাপড়এই কাপড়টাই শরীরে জড়ানােসে হাটছে হেলেদুলে

একবার মনে হচ্ছে বামে হেলে পড়ে যাবে, আবার মনে হচ্ছে ডানে হেলে পড়ে যাবেজিনিসটাকে এখন আগের চেয়ে অনেক লম্বা দেখাচ্ছেযতই সে দূরে যাচ্ছে ততই লম্বা হচ্ছেজিনিসটা আমার দৃষ্টিসীমার বাইরে চলে গেলকুকুরগুলি ঠিক আগের জায়গায় গিয়ে শুয়ে পড়েছেওলের দলপতি শুধু একবার আমার দিক তাকিয়ে ঘেউঘেউ করল মনে হয় কুকুরের ভাষায় বলল, যাও, বাসায় চলে যাও ডিসেম্বর মাসের শীতেও আমার শরীর ঘামছেহাঁটার সময় লক্ষ্য করলাম ঠিকমতাে পা ফেলতে পারছি না

রাস্তা কেমন উঁচুনিচু লাগছেনতুন নতুন চশমা পরলে যা হয় তাহচ্ছেবুক শুকিয়ে কাঠ হয়ে আছেকাচের গভরতি একাগ ঠাণ্ডা পানি এক চুমুকে খেতে পারলে হতকার কাছে পানিচাইব? কিছুক্ষণ হাটার পর মনে হল আমার দিকভুল হচ্ছে আমি কোথায় আছিবুঝতে পারছি নাকোনদিকে যাচ্ছি তাও বুঝতে পারছি নারিকশা চোখে তারা একটু পিছিয়ে গেল । 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-2

আমি দেখলাম রাস্তার ঠিক মাঝখানে যে দাঁড়িয়ে আছে তার চোখ, নাক, হেস করে কিছু গাড়ি মাৰে? না, কেউ থামালে  নিয়ম নেইআমি ত্ব ছিল নাঅনেকক্ষণ রাত কত হয়েছে বলতে পারেন

লােকটা আবার বস্তার ভেতর ঢুকে গেললােকটার পাশে খালি শ্ৰদায়গায় শুয়ে পড়লগায়ে চাদ আছেচাদরের ভেতর ঢুকে পড়ে বালি বাতিটা পায়করে দেয়া যায়রেলস্টেশনের প্ল্যাটফনে শুয়ে অনেক রাত কাটিয়েছিগাছের তলায় ঘুমিয়েছিফুটপাথে ঘুমানাে হয় নি| বস্তাভাইয়াের পাশে শুয়ে পড়ার আগে কি তার অনুমতি নেয়ার দরকার আছেফুটপাতে যারা ঘুমায় তাদের নিয়মকানুন কী? তাদেরও নিশ্চই অলিখিত কিছু নিয়ম কানুন আছে?

সু টা পাতে অনেক পলিবার রাত কাটায় স্বামীস্ত্রী ছেলেমেয়ের সােনার সংসারসেইরকম কোনাে পরিবারেরপাশে নিশ্চয়ই উটকো ধরনের কেউ মাথার নিচে ইট বিছিয়ে শুয়ে পড়তে পারে না যে কোন একটা বিশায় উঠে বসরহােস শ্রোম পর যা হাত তুলে দাড়িয়ে থাকলে এরা কেউ কি থামালে? নাঢাকার গাড়িযাত্রীরা পথচারীর ঐন্যে গাড়ি থামায় নানিয়ম উপতেই বসে পড়লামআমার পক্ষে দাড়িয়ে থাকা সম্ভব ছিল না ধরে বমি চোপে রেখেছিলামবসামাত্রই হড়হড় করে বমি হয়ে গেলআমনের কী হইছে?‘ 

 দুলিয়ে তাকালামফুটপাতে বস্তা মুড়ি দিয়ে যারা ঘমায় একজনবস্তার ভেতর থেকে মাথা বের করেছেতার গলায় মামাতালবিক্রি বেশী। 

আমি বললাম, শরীর ভাল নামিরগি ব্যাব্লাম আছে?নাপানি খাওয়া যাবে ? পানি খাওয়া দরকার রাইতে পানি কই পাইবেন?রাতে পানির পিপাসা পেলে আপনারা পানি কোথায় পান?” 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-2

লােকটা বস্তার ভেতর মাথা ঢুকিয়ে দিলআমার উদ্ভট প্রশে সে হয়তেলিল হচ্ছেপ্রশটা তেমন উদ্ভট ছিল নাএই যে অসংখ্য মানুষ ফুটপাতে মামা লাতে পারি তা পেলে তারা পানি পায় কোথায়? । 

টা বাজাচ্ছে জানা দরকার রাত শেষ হয়ে গেলে রিকশা বেবিট্যাক্সি চলা শুরুর কলবেতখন আমার একটা গতি হলেও হতে পারেবিটের পুলিশও দেখছি নাপার্ণিমা রাতে বােধহয় বিটের পুলিশ বের হয় না

আমি বস্তা মুড়ি দেয়া লােকটার দিকে তাকিয়ে ডাকলাম, ভাইসাহেব! এই যে ভাইসাহেব! এই যে বস্তা ভাইয়া

একা বসে থাকতে ভাল লাগছে নাকারও সঙ্গে কথা বলতে ইচ্ছা করছেবমি হয়ে যাওয়ায় শরীরটা একটু ভাল লাগছে তবে ভয়টা মাথার ভেতরে ঢুকে। 

বস্তাভাইএই যে বস্তা ভাই

আবার কী হইছে?আপনার পাশের ফাঁকা জায়গাটায় কি শুয়ে পড়তে পালি? যদি অনুমতি বস্তাভাই জবাব দিলেন না, তবে সরে গিয়ে খানিকটা জায়গা করলেন | এই প্রথম লক্ষ্য করলাম বস্তাভাই একা ঘুমাচ্ছেন না, তার সঙ্গে তার পুত্র আছেতিনি পুত্রকেও নিজের দিকে টানলেন এবং কঠিন গলায় বললেন, বস্ত্রাভাই বস্তাভাই করতেছেন কেন? ইয়ারকি মারেন? গরিবরে লইয়া ইয়ারকি করতে মজা লাগে| না রে ভাই, ইয়ারকি করছি নাগরিব নিয়ে ইয়ারকি করব কী আমিও আপনাদের দলেমুখ ভর্তি বমি মুখ না ধুয়ে ঘুমুতে পারবনাপানি কোথায়পাব বলে দিনএকটু দয়া করুন 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-2

বস্তা ভাই দয়া করলেনআঙুল উচিয়ে কি যেন দেখালেনআমি এগিয়ে গেলাম সম্ভবত কোন চায়ের দোকানদোকানের পেছনে জালা ভাত পানি । রিও সঙ্গে কথা টথা বলতে থাকলে হয়তােবা তাকে ভুলে থাকা যাবেআমি গলা উঠিয়ে ডাকলাম, এই যে বস্তা ভাই, ঘুমিয়ে পড়লেন? লােকটা বিরক্ত মুখে বস্তার ভেতর থেকে মুখ বের করল। 

কী হইছে? এটা কোন জায়গা? জায়গাটার নাম কী? চিনে না?” 

দুই বােতলের মত পানি খেয়ে ফেললামএক বােতল পানি ঢেলে দিলাম গায়ে ভয়া নামক যে ব্যাপারটা শরীরে জড়িয়ে আছেপানিতে তা ধুয়ে ফেলার একটাচেষ্টাতারপর শীতে কাপতে কাপতে আমি শুয়ে পড়লামসঙ্গে সঙ্গে ঘুমে

 

Read More

হুমায়ন আহমেদ এর হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-৩

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *