হুমায়ন আহমেদ এর হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-৯

কাজেই গত রাতটা তার কাছেমতােতা হলে কী তার বিয়ে হয় নি?

হিমুর দ্বিতীয় প্রহর 

আমি চোখ বন্ধ রেখেই বললাম, বাদল, তাের বিয়েটা কী কোলে ভেঙে গেছে। 

বাদল বলল, । 

চা খাবি?” 

বিয়েটা কী কোনাে কারণে নিচে চলে যারাস্তা পার হলেই দেখবি তােলা উনুনে বাচ্চা একটা  চা বানাচ্ছেওর নাম মফিজ। মাফিজাকে বলে আয় দুকাপ চা পাঠাতে। 

আমার বিয়েটা যে ভেঙে যাবে সেটা কী তুমি আগে থেকেই জানতেনআগে থেকে জানব কীভাবে? আমি কী পীরফকির নাকি?” 

আমার মনে হয় তুমি জানতেজানতে বলেই বরযাত্রী হিসেবে তডি বিসেতে যাও নি। 

বরযাত্রী হিসেবে যাই নি কারণ আমাকে ফুপা নিষেধ করে দিয়েছিলেন। 

তােমাকে তাে আমি কিছু বলিনি তা হলে তুমি বুঝলে কী করে যে আমারবিয়ে হয় নি

তাের চেহারা দেখে বুঝেছিমানুষের সমগ্ৰ অতীত তার চেহারায় লেখা। 

ব্যস্ততা এখনাে তৈরি হয় নি। আমার আশেপাশের ক্ষুদ্র ক্ষুদ্র মামা আমাকে বড়ই বিচলিত করে| মফিজ আমার জন্য যে চা বানায় তার নামইসপিল, ডানলপাক্তিএই চায়ের বিশেষত্ব হচ্ছে, ঘন লিকার, প্রচুর দুধ, প্রচুর চিনিইসপিসাল চা কালে করে আসে না প্রমাণ সাইজের গ্লাস ভরতি হয়ে আসেএক গ্রাস ইসপিসাল ভাবলগাত্তি খেলে সকালের নাশতা খেতে হয় না। 

বাদল চায়ের গ্লাসে চুমুক দিচ্ছেতার মুখ থমথম করছেআমি বললাম, সিগারেট খাবি

না, সিগারেট তাে খাই না। 

চা খেতে শোতেই ঘটা কী বল| ঘটনা বলে কী হবে

তা হলে ভাের রাতে এসেছিস কেন

বাদল চুপ করে রইল আমি বললাম, কিছু বলতে ইচ্ছে না করলে বলতে হবে নাচা খেয়ে চলে যা। 

দেখি একটা সিগারেট দাও, নই‘ 

আমি সিগালেট দিলাম বাদল সিগারেট ধরিয়ে শঙ্কার মুখে প্রফেশনাললের মতাে টানছেনাকে মুখে ভোস জােস করে ধুয়া ছাড়ছে। 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-৯

হিমু লা?” 

বলে দিতে পারে‘ 

বেশি পারি নাসামান্য পারিযা, চাকথা বলে আয় । 

বাদল উঠে দাড়ালবাদলের চেহারা খুব সুন্দরআজ এই সকালের আলােতে তাকে আরও সুন্দর লাগছে। ক্রীম কালারের এই শার্টটা তাকে খুব মানিয়েছেযদি বিয়েটা হত তা হলে ভােরবেলায় বাদলকে দেখে আঁখি মেলেটার মন ভাল হয়ে যেতযতই মেয়েটা বাদলের কাছাকাছি যেত ততই সে বলিলকে পছন্দ করতআমার পা এবং ফপুর চরিত্রের ভাল যা আছে তার সবই আছে লাললের মধ্যেকপা এবং পর অন্ধকার দিকে কিছুই বাদল পায় [বদলের জন্যে আমার মনটা খারাপ হয়ে গেল যদিও হিমুর মনখারাপহাতে নেইবাবার উপদেশনামার তৃতীয় উপদেশ হচ্ছে— 

জতের কর্মকাণ্ড চক্ষু মেলিসা দেখিয়া যাইবেকোনােক্রমেই বিচলিত হইবে নী আনন্দে লিচলিত হইলে না, দুগেও বিচলিত হইবে নাসুখ দুঃ এহসৰ | নতান্তই তুলি মাফিয়া তুচ্ছ মায়ায় আবদ্ধ পাকিলে জগতের প্রধান মায়ার বক্স লুনিতে পারিবে না শকিল হচ্ছে, উদগতের প্রধান মায়ার স্বরূপ বােঝার জন্যে কোনো 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-৯

বলার মতো কোনাে ঘটনা না লজায় আমার মাথা কাটা যাচ্ছেআমরা তাে সবাই গেলাম পনেরােটা গাড়ি, দুটো মাইক্রোবাসে প্রায় একশােজনবরযাত্রী আগে থেকে কথা হয়ে আছে রাত আটটায় কাজী চলে আসবেবিয়ে পড়ানাে হবেকাবিনের এমাউন্ট নিয়ে যেন ঝামেলা না হয় সেজন্যে সব আগেথেকেই ঠিকঠাক করাপাঁচ লক্ষ এক টাকা কাবিনকাজী চলে এল আটটার আগেই

উকিল বাবা কবুল পড়িয়ে মেয়ের সই নিতে যাবে মেয়ের বাবা বললেন, একটু সবুর করুননয়টা বেজে গেল মেয়েপক্ষরা হঠাৎ বলল, আপনাদের খাওয়া হয়ে যাকদুই, তিন ব্যাচে খাওয়া হবে, সময় লাগবেতখন বাবা বললেন, বিয়ে হােক, তারপর খাওয়াবিয়ের আগে কিসের খাওয়া মেয়ের মামা বললেনএকটু সমস্যা আছেসামান্য দেরি হবে। 

কী ব্যাপার তারা কিছুতেই বলতে চায় নাঅনেক চাপাচাপির পর যা জানা গেল তা হলমেয়ের নাকি সকালবেলায় তার মাসঙ্গে খুব গড়া হয়েছেমেয়ে রাগ করে তার কোন এক বন্ধুর বাড়িতে চলে গেছেসেম্মান থেকে টেলিফোন করেছিল, বলেছে চলে আসবেকোথায় আছে, তা কেউ জানে নাবলে তাকে আনার জন্যেও কেউ যেতে পারছে না। ডিতে গিয়ে উঠেছেকথা কী বলছেন? টেলিফোনে কথা 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-৯

বাবা রাগ করে বললেন, মেয়ে কী তার প্রেমিকের বাড়িতে গিয়ে, এই কথায় মেয়ের মামা খুব রাগ করে বললেন, এইসব নােংরা কথা আমাদের মেয়ে সেরকম নামাসঙ্গে ঝগড়া হয়েছেটেলি হয়েছেচলে আসবে, একটু অপেক্ষা করুন। 

আমরা রাত সাড়ে এগারােটা পর্যন্ত অপেক্ষা করলামবাসায় এসে লজ্জায় পড়লামবাবা বাসায় ব্যান্ডপাটির ব্যবস্থা করে গিয়েছিলেনআসলে ল্যান্ড বাজা শুরু হবেআমাদের ফেরত আসতে দেখে ব্যান্ড লাল হল । উদাম বাজনপাড়ার লোক ভেউ পড়ললজ্জায় আমার স্ত্রীকরছিল...

কী ইচ্ছা করছিল

ব্রাদল চুপ করে গেল সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে অন্য দিতে লাতিয়া আছেমনে হয় চোখের পানি লালচ্ছেআমি বললাম, তুই দিন কাছে এসেছিস কেন

এমি এসেছিমনটা ভাল করার জন্যে এসেছি

মন ভাল হয়েছে?” 

মনে হয়েছে তুমি ওদের টেলিস্ফোন নাম্বার চাইতে পার, তাই মনে করে নিয়ে এসেছি‘ 

ভাল করেছিসতুমি কী সত্যি মিরপুর পর্যন্ত হেঁটে যাবে?ঘণ্টা দুএক লাগবেএটা কোনাে ব্যাপারই না‘ 

 

Read More

হুমায়ন আহমেদ এর হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-১০

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *