২-০ গোলে জয় পায় আর্সেন উইঙ্গারের শীষ্যরা। 

 আর্সেন উইঙ্গারের শীষ্যরা

সব প্রতিযোগিতায় টানা চার ম্যাচ হারের পর অবশেষে ঘুড়ে দাঁড়িয়েছে আর্সেনাল। চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে ২-০ গোলে জয় পায় আর্সেন উইঙ্গারের শীষ্যরা।

মাঝে গত ২৫ ফেব্রুয়ারি এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা হারানো দলটি মিলানের মাঠে ম্যাচের ১৫তম মিনিটে হেনরিখ মিখিতারিয়ানের গোলে এগিয়ে যায়।জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসা আর্মেনিয়ার এই উইঙ্গারের আর্সেনালের হয়ে প্রথম গোল করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মিখিতারিয়ানের আরেকটি প্রচেষ্টা ক্রসবারে লাগে অল্পের জন্য গোল বঞ্চিত হয়।এর তিন মিনিট পরেই জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েলসের মিডফিল্ডার অ্যারন র‌্যামজি।

আগামী বৃহস্পতিবার আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে হবে শেষ ষোলোর ফিরতি লেগ।ঘরের মাঠে যে আর্সেনাল আরও বেশি ক্ষুরধরা থাকবে তা নি:সন্দেহে বলা যায়। মিলানের শেষ চার খেলতে হলে কমপক্ষে ৩ গোল ব্যবধানে জিততে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *