ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থানে নেই জায়ন্ট আর্সেনাল। টেবিলে বর্তমানে তাদের অবস্থান ছয়ে। ইউরোপা লিগের রাউন্ড অব ৩২ এর প্রথম লেগে সুইডিশ ক্লাব অস্টেরসান্ডসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মেসুত ওজিলের আর্সেনাল।
স্বাগতিক অস্টেরসান্ডসের মাঠে ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় দলের হয়ে প্রথম গোলটি করেন নাচো মনোরেল। অ্যালেক্স ওবির জোরালো রুখে দিয়ে শেষ রক্ষা হয়নি অস্টেরসান্ডসের। ফিরতি বল সহজেই জালে জড়ান নাচো মনোরেল।
ম্যাচের ২৪ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় দলটির। মিখতিরিয়ানের শট ক্লিয়ার করতে গিয়ে বল জালে জড়ান স্বাগতিক দলের সোটিরিস। দ্বিতীয়ার্দেল শুরুতেই ডানদিক থেকে মিখতিরিয়ানের বাড়ানো বল জালে জড়ান জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল।এরপর কয়েকটি আক্রমণ করেও মেগালে দেখা পায়নি কোন দলই। যার ফলে ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।