৫-০ গোলে হারিয়েছে সালাহর লিভারপুল।

ক্যারিয়ারের সোনালী সময় পাড় করছেন মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।  সালাহর ৪ গোলে ওয়াটফোর্ডকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। সেই সাথে ওয়াটফোর্ডের আক্ষেপটা আরও বাড়িয়ে দিলেন। ২০ বছর লিভারপুলের বিপক্ষে জয়হীন ওয়াটফোর্ড। ওয়াটফোর্ডের বিপক্ষে শেষ ১০ ম্যাচের ৯টিই জিতেছে অলরেডরা।

শনিবার রাতে অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের একাদশ স্থানের দল ওয়াটফোর্ডকে ৫-০ গোলে হারিয়েছে সালাহর লিভারপুল।  এই জয়ে টটেনহ্যামকে টপকে পয়েণ্ট টেবিলের তৃতীয় অবস্থানে উঠে এসেছে লিভারপুল।

ম্যাচের চতুর্থ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন ছন্দে থাকা সালাহ।  সাদিও মানের পাস পেয়ে দুরূহ কোণ থেকে নিজের প্রথম গোলটি করেন সালাহ। আর ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিশরের এই ফরোয়ার্ড।

৭৭তম মিনিটে ডি-বক্সের মধ্যে সাদিও মানের ছোট পাস পেয়ে একজনকে কাটিয়ে ঘিরে থাকা খেলোয়াড়দের মধ্যে দিয়ে বাঁ পায়ের শটে লিভারপুলের জার্সিতে প্রথম হ্যাটট্রিক পূরণ করেন সালাহ। আর ৮৫তম মিনিটে নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোলটি করেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।

চলতি মৌসুমের লিগে এই নিয়ে সর্বোচ্চ ২৮ গোল করলেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি তাদের পয়েন্ট ৩০ ম্যাচে ৮১।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *