স্টিফেন ফ্লেমিংকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন রস টেলর। ওয়ানডের পর টেস্টেও নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার এখন টেলর।
৯৯ টেস্টে ১৯টি সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ১৭৪ রান সংগ্রহ করেছেন টেলর। ফ্লেমিং ১১১ টেস্টে ৯টি সেঞ্চুরির সাহায্যে করেছেন ৭ হাজার ১৭২ রান। ১০১ টেস্টে নিউজিল্যান্ডের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ ৬ হাজার ৪৫৩ রান করেছেন সাবেক অধিনায়ক ব্যান্ডন ম্যাককালাম।
আর ওয়ানডে ক্রিকেটে দেশের হয়ে ২২৮ ম্যাচে ২০টি সেঞ্চুরির সাহায্যে সর্বোচ্চ ৮ হাজার ৩৭৬ রান করেছেন রস টেলর। ২৭৯ ম্যাচে ৮টি সেঞ্চুরির সাহায্যে ৮ হাজার ৭ রান করেন সাবেক অধিনায়ক স্টেফেন ফ্লেমিং। আর ২২৩ ম্যাচে ১৬টি সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ৯০ রান করেন নাথান অ্যাস্টেল।
দেশের হয়ে টেস্ট আর ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহ করা ৩৬ ছুঁই ছুঁই টেলর বলেন, সবকিছু ঠিকমতো চলছে। আশা করি, নিউজিল্যান্ড দলের হয়ে আরও কয়েক বছর খেলতে পারব।