আমি থাকিতে চাই
চিরকুমার হইয়া চিরকাল
দুঃখের আধারেই পার
করিতে চাই যৌবন কাল।
স্বাগত স্বপ্ন আগত সুখ
জুটেনা সবের কপালে;
কি’বা জুটিবে হায়!
মোর বিরহের কালে!
শুধুই আফসোস করি
সাঝ সন্ধা বিকেলে;
কি’বা পেলাম! সবই
হারালাম এই অকালে।
একাই কাটিয়া দিতে
চাই মোর বিরহের জীবন;
চিরকুমার হইয়া কাটিয়া
জীবন, দেখিতে চাই মরণ।