সুধীন্দ্রনাথ দত্ত এর জীবনী ও সাহিত্যকর্ম

সুধীন্দ্রনাথ দত্ত এর জীবনী

সুধীন্দ্রনাথ দত্ত এর জীবনী 

তিনি বাংলা ভাষার একজন আধুনিক কবি । বিংশ শতাব্দীর যে পাঁচজন কবি ত্রিশের দশকে রবীন্দ্র প্রভাব কটিয়ে আধুনিকতার সূচনা করেছেন সুধীন্দ্রনাথ তাঁদের মধ্যে অন্যতম ।কাব্য রচনায় গভীর নিষ্ঠাবান সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন বহুভাষাবিদ, পন্ডিত, দার্শনিক, তত্ত্বানুসন্ধানী এবং বক্তব্য বিশ্লেষণে অসাধারণ বুদ্ধিমান । তিনি তাঁর পান্ডিত্যে, বুদ্ধি ও ঔৎসুক্য কাব্য ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন ।সুধীন্দ্রনাথ দত্ত এর জীবনী ও সাহিত্যকর্ম

  • তিনি জন্মগ্রহণ করেন – ১৯০১ সালে ।
  • তাঁকে বলা হয় – ‘ক্লাসিক কবি ।
  • বাংলা কবিতায় ‘ধ্রুপদী রীতির’ প্রবর্তক বলা হয় – সুধীন্দ্রনাথ দত্তকে ।
  • কখনো উপন্যাস লেখেনি – সুধীন্দ্রনাথ দত্ত ।
  • ’তন্বী’ কোন ধরনের রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’তন্বী’ কাব্যের কবি – সুধীন্দ্রনাথ দত্ত ।
  • তিনি ‘তন্বী’ কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন – রবীন্দ্রনাথ ঠাকুরকে ।
  • ’তন্বী’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৩০ সালে ।
  • ’স্বগত’ (১৯৩৮) কোন জাতীয় রচনা – গদ্যগ্রন্থ ।
  • তাঁর রচিত ’সংবর্ত’ (১৯৫৩) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’অর্কেস্ট্রা’ (১৯৩৫) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।

সুধীন্দ্রনাথ দত্ত এর জীবনী

  • ’প্রতিধ্বনি’ কোন জাতীয় রচনা – অনুদিত কাব্য ।
  • তাঁর অনুদিত কাব্য ‘প্রতিধ্বনি’ প্রকাশিত হয় – ১৯৫৪ সালে ।
  • ’কুলায় ও কালপুরুষ’ কোন ধরনের রচনা – গদ্যগ্রন্থ ।
  • ’কুলায় ও কালপুরুষ’(১৯৫৭) গদ্যগ্রন্থের রচয়িতা – সুধীন্দ্রনাথ দত্ত ।
  • তাঁর রচিত ‘ক্রন্দসী’ (১৯৩৭) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’দশমী’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’দশমী’ কাব্যগ্রন্থের রচয়িতা – সুধীন্দ্রনাথ দত্ত ।
  • তাঁর রচিত ‘দশমী’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৫৬ সালে ।
  • তাঁর রচিত ’প্রতিদিন’ (১৯৫৪) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • উত্তর ফাগ্লুনী’ (১৯৪০) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • তিনি কোন দশকের লেখক – ত্রিশ দশকের ।
  • তিনি মৃত্যুবরণ করেন – ১৯৬০ সালে ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *