বিষ্ণু দে এর জীবনী ও সাহিত্যকর্ম 

বিষ্ণু দে

 বিষ্ণু দে বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন । কাব্যভাবনা ও প্রকাশরীতিতে বুদ্ধিবৃত্তি ও মননশীলতাকে অঙ্গীকার করেই তিনি কবিতা লেখেন । তিনি বিখ্যাত বাঙালি কবি লেখক এবং চলচ্চিত্র সমালোচক ।

রবীন্দ্রোত্তর বাংলা কবিতায় তাঁর অবদান বাংলা সাহিত্যে একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে । তাঁর কবিতার মূল উপজীব্য হল মানুষ, তাঁর সংগ্রাম ও রাজনীতি, সেখানে সমকালীন জীবনের, দেশ ও কালের, রাজনীতি ও সমাজের প্রতিধ্বনি । প্রথমদিকে প্রাচ্য ও প্রতীচ্যের দুই সংস্কৃতিরই প্রভাব পড়েছে তাঁর লেখায় । দেশীয় পুরাণ, ইতিহাস, দর্শন, শিল্পসাহিত্য থেকে ইউরোপীয় ক্লাসিক ও আধুনিক শিল্প সাহিত্যের প্রভাব এবং পরে দুই বিশ্বযুদ্ধের মাঝখানের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, দাঙ্গা, তেভাগা-আন্দোলন ইত্যাদি থেকে শুরু করে স্বাধীনতার পরের ঘটনাবহুল জীবন ও আন্দোলন তাঁর কবিতায় সরাসরি ছায়া ফেলেছে । তিনি বামপন্থী দর্শন দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন । 

  • বিশিষ্ট এই কবি জন্মগ্রহণ করেন – ১৯০৯ সালের ১৮ জুলাই ।
  • বিশিষ্ট এই কবির পৈত্রিক নিবাস – কলকাতার পটলডাঙ্গায় ।
  • অন্যতম এই লেখকের পিতার নাম – অবিনাশ চন্দ্র দে । তাঁর পিতা একজন অ্যাটর্নি ছিলেন ।
  • বিশিষ্ট এই লেখকের শিক্ষাজীবন – তিনি কলকাতার মিত্র ইনস্টিটিউট এবং সংস্কৃত কলেজিয়েট স্কুল-এ পড়াশোনা করেন । ১৯২৭ সালে ম্যাট্রিকুলেশন পাস করার পর বঙ্গবাসী কলেজে আইএ পড়তে যান । তারপর বঙ্গবাসী কলেজ থেকে আইএ (১৯৩০), সেন্ট পলস কলেজ থেকে ইংরেজিতে বিএ অনার্স (১৯৩২) এবং ইংরেজিতে এমএ (১৯৩৪) ডিগ্রি লাভ করেন  ।
  • তাকে ‘হ্যা-ধর্মী’ কবি বলে অভিহিত করেন – রবীন্দ্রনাথ ঠাকুর
  • মৌলানা আজাদ কলেজ ও কৃষ্ণনগর কলেজে অধ্যাপনা করেন – বিষ্ণু দে ।
  • কবির বন্ধু ছিলেন – শিল্পকলা বিশেষজ্ঞ শাহেদ সোহরাওয়ার্দী ও চিত্রশিল্পী যামিনী রায়ের ।
  • কবির সতীর্থ ছিলেন – সঙ্গীতশিল্পী ভীষ্মদের চট্টোপাধ্যায়ের ।
  • তিনি ‘রুশতী পঞ্চশতী’র জন্য পেয়েছেন – ’সোভিয়েত ল্যান্ড পুরস্কার’ ।
  • অন্যতম এই কবি যুক্ত ছিলেন – সোভিয়েট সুহূদ সমিতি, প্রগতি লেখক শিল্পী সংঘ, ভারতীয় গণনাট্য সংঘ প্রভৃতি সংগঠনের সঙ্গে ।

বিষ্ণু দে এর জীবনী ও সাহিত্যকর্ম

  • ’উর্বশী ও আর্টেমিস’ গ্রন্থের রচয়িতা – বিষ্ণু দে
  • ’উর্বশী ও আর্টেমিস’ গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৩৩ সালে ।
  • তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ – ’চোরাবাল ‘(১৯৩৭), ’সাত ভাই চাম্পা’(১৯৪৪), ‘রুচি ও প্রগতি’(১৯৪৬), ’সাহিত্যের ভবিষ্যৎ’(১৯৫২), ‘নাম রেখেছি কোমল গান্ধার’(১৯৫৩), ‘তুমি শুধু পঁচিশে বৈশাখ’(১৯৫৮), ’স্মৃতি সত্তা ভবিষ্যত’(১৯৬৩), রবীন্দ্রনাথ ও শিল্পসাহিত্যে আধুনিকতার সমস্যা’(১৯৬৬), মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা’(১৯৬৭), ‘উত্তরে থাকো মৌন’(১৯৭৭), ’সেকাল থেকে একাল’ (১৯৮০), ’আমার হৃদয়ে বাঁচো’(১৯৮১), ইত্যাদি ।
  • বিষ্ণু দে – ‘In the Sun and the Rain’ গ্রন্থের রচয়িতা।
  • ‘In the Sun and the Rain’ গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৭২ সালে ।
  •  ‘In the Sun and Rain’ নামে রচনা সংকলনের প্রাপ্য রয়্যালটি তিনি দান করেছিলেন – কমিউনিস্ট পার্টিতে ।
  • ’ছড়ানো এই জীবন’ কোন জাতীয় রচনা – স্মৃতিচারণমূলক গ্রন্থ ।
  • ’কালের কবিতা’ হচ্ছে – সম্পাদিত গ্রন্থ ।
  • টি এস এলিয়টের রচনাশৈলী এবং ভাবনা দ্বারা প্রভাবিত হয়েছিলেন – বিষ্ণু দে
  • মার্কসবাদী কবি এবং আধুনিক অস্তিবাদী কবি হিসেবে পরিচিত পেয়েছেন – বিষ্ণু দে
  •  সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি – সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৬৬), নেহেরু স্মৃতি পুরস্কার(১৯৬৭), ও রাষ্ট্রয় জ্ঞানপীঠ পরস্কার(১৯৭১) লাভ করেন ।
  •  তিনি মৃত্যুবরণ করেন – ৩ ডিসেম্বর  ১৯৮২ সালে (বয়স ৭৩) কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *