মহাকালের ডাক মনিকা শকুন্তলা এই সুন্দর ধরনী হয়তো আরো সুন্দর হবে, কিন্তু আমি চলে যাবো মহাকালের অতল তলে। যেথা সূর্য আলোক ছড়াবে না কোনো কালে, কিংবা চন্দ্র জ্যোতি মাখাবে না চাঁদনী রাতে। আমি দেখব না আর আলো স্বিগ্ধ প্রাতে। সে আঁধারে কে সঙ্গী হবে আমার সাথে? ফুলের ঘ্রাণে জাগবো না আর শিউলির তরে, ভাবলেই মোর… Continue reading মহাকালের ডাক- মনিকা শকুন্তলা