পথিকের শীত

পথিকের শীত

ওহে~শীত?আসিয়াছ মোর ধারে
বস্ত্রহীন এ মানুষ কী কষ্টে রাত্রি পার করে।

ছিন্নমূল মানুষ আমি ফুটপাতে তে থাকি
একটা শুধু ছিল জামা তাতেও ছেড়া-তালি।

রাত্রি কালীন সম্ভব আমার এক ছটাক আগুন~
তাতেও তোমার শীতের বায়ু বইছে অবিরল।

তাই-ত আমার ঘুম আসেনা শীতের রাত্রি বেলা~
প্রভাতের অপেক্ষায় কাটিয়া যায় সারা রাত্রবেলা।

এক ছিটকি রোদ যেনো আজ আমার সুখের চাবি ;
সূর্যের তাপ আমার কাছে সোনার চেয়ে দামি।
ওহে`~শীত কেমন তুমি? ধনীদের প্রিয় ঋতু~
আর আমার কাছে কষ্ট ছাড়া আর কিছুই নহে।

শুষ্ক তুমি, রিক্ত তুমি, অলসতায় ভরপুর
যেন তুমি, আমার কাছে অভিশাপ সরূপ।

শিশির ভেজা পথিক আমি হাঁড় কাঁপানো শীত~
তোমার বিদায়ের অপেক্ষায় থাকি আমি এপথিক।

#Dinar

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *