বিজিবিতে ১৫ হাজার জনবল নিয়োগ

222046

বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) জনবল বাড়াতে আরো ১৫ হাজার সদস্য নিয়োগদানের জন্য সরকার নীতিগতভাবে সম্মতি দিয়েছেন। বর্তমানে এ সংস্থায় ৫০ হাজার লোকবল কর্মরত আছে। এ নিয়োগ সম্পন্ন হলে বিজিবি’র লোকবল ৬৫ হাজারে উন্নীত হবে।

আজ (বুধবার) রাজধানীর পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, বিজিবি’র সক্ষমতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম চালুসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনেই এ সংস্থায় আরো ১৫ হাজার জনবল নিয়োগদানে সরকার নীতিগতভাবে সম্মতি দিয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি’র মহাপরিচালক বলেন, এবারের কোরবানীর ঈদে বৈধপথে গরু আনতে দেওয়া হবে। বৈধ আমদানিকারকরা গরু আনতে পারবেন।

তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র আসার আশংকা রয়েছে। অস্ত্রপাচাররোধে বিজিবি ৮ থেকে ১০টি ঝুঁকিপূর্ণ সীমান্ত অঞ্চল চিহ্নিত করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *