অক্ষয়কুমার বড়াল এর জীবনী ও সাহিত্যকর্ম 

অক্ষয়কুমার বড়াল এর জীবনী ও সাহিত্যকর্ম 

অক্ষয়কুমার বড়াল হলেন উনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি । পিতা কালীচরণ বড়াল । তিনি বিহারীলাল চক্রবর্তী ভাবশিষ্য ছিলেন । তাঁর কাব্যের ওপর রবীন্দ্রনাথের কিছু কিছু প্রভাব লক্ষণীয় । প্রকৃতি, সৌন্দয্য ও প্রেম- এই ত্রিতন্ত্রীতে তাঁর কব্যসাধনা সুরময় হয়েছিল ।

রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক হয়েও তিনি স্বীয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন । নারীপ্রেম তাঁর কবিতার প্রধান অবলম্বন । তিনি মার্জিত এবং বিজ্ঞানমনস্ক চিন্তাধারার অনুসারী ছিলেন । সুকুমার সেন এর মতে ছন্দের চাতুের্যর দিকে বেশি ঝোঁক না থাকায় ভাবের প্রকাশ অকুন্ঠিত হয়েছে । তবে ভাবাগের তীব্রতায় কবি ভাষার উপর সর্বত্র তীক্ষ্ণ দৃষ্টি রাখতে পারেন নি ।

  • তিনি জন্মগ্রহণ করেন – ১৮৬০ সালে বর্তমান ভারতের কলকাতার চোরবাগানে ।
  • তাঁর প্রথম কবিতার নাম – ‘রজনীর মৃত্যু’ ।
  • তাঁর প্রথম কবিতা ‘রজনীর মৃত্যু’ প্রকশিত হয় – বঙ্গদর্শন পত্রিকার ১২৮৯ বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় ।
  • ”বিহারীলালের সাক্ষাৎ ভাবশিষ্য” নামে আখ্যায়িত হয় – অক্ষয়কুমার বড়ালকে ।
  • বাংলা গীতিকবিতার ইতিহাসে তিনি পরিচিত – বড়াল কবি নামে ।
  • ’প্রদীপ’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’প্রদীপ’ কাব্যগ্রন্থের রচয়িতা – অক্ষয়কুমার বড়াল ।
  • ১৮৮৪ সালে -’প্রদীপ’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়  ।
  • ’এষা’ কোন জাতীয় রচনা – কাব্য ।
  • অক্ষয়কুমারের শেষ ও শ্রেষ্ঠ কাব্য – ’এষা’ ।
  • কবিপত্নীর মৃত্যুশোকে রচিত – ’এষা’ কাব্য ।
  • কবি ’মৃত্যু’, ‘অশৌচ’, ’শোক’, এবং ‘সান্ডনা’ এর চার পর্বে স্ত্রী মৃত্যুব্যথাকে অবিস্মরণীয় করেছেন – ’এষা’ কাব্যে ।
  • কবির স্বরচিত গ্রন্থ ‘এষা’ প্রকাশিত হয় – ১৯১০ সালে ।
  • ’কনকাঞ্জলি’ কোন জাতীয় রচনা – কাব্য ।
  • তাঁর রচিত ‘ভুল’(১৮৮৭) কোন ধরনের রচনা – কাব্য ।
  • তাঁর স্বরচিত গ্রন্থ ‘কনকাঞ্জলি’ প্রকাশিত হয় – ১৮৮৫ সালে ।
  • ’শঙ্খ’(১৯১০) কোন জাতীয় রচনা – কাব্য ।
  • তাঁর রচিত ‘চন্ডীদাস’ কোন জাতীয় রচনা – কাব্য ।
  • ’রাজকৃষ্ণ রায়ের কবিতা’ (১৮৮৭) কোন জাতীয় রচনা – সম্পাদিত গ্রন্থ ।
  • তাঁর রচিত ’গিরীন্দ্রমোহিনী দাসীর অশ্রুমালা’ (১৮৮৭) কোন জাতীয় রচনা – সম্পাদিত গ্রন্থ ।
  • তিনি মৃত্যবরণ করেন – ১৯ জুন ১৯১৯ সালে ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *