আবুল ফজল এর জীবনী ও সাহিত্যকর্ম 

আবুল ফজল এর জীবনী

আবুল ফজল ১৯০৩ সালের ১ জুলাই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি মৌলবি ফজলুর রহমান এবং মা গুলশান আরার একমাত্র পুত্রসন্তান। প্রাথমিক পড়াশোনা শুরু হয় গ্রামের প্রাইমারি স্কুলে। প্রকৃতির প্রত্যক্ষ সান্নিধ্যে তার শৈশবের দিনগুলি অতীবাহিত হয়েছে।তিনি কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন । তিনি মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন । আবুল ফজল

    • তিনি জন্মগ্রহণ করেন – ১৯০৩ সালে ।
    • আবুল ফজল এর ছদ্মনাম  – শমসের উল আজাদ ।
    • ’চৌচির’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
    • ’চৌচির’ উপন্যাসটি রচনা করেন – আবুল ফজল
    • তাঁর কালজয়ী রচনা ’চৌচির’ প্রকাশিত হয় – ১৯৩৪ সালে ।
    • ’মাটির পৃথিবী’ কোন জাতীয় রচনা – গল্পগ্রন্থ ।
    • ’মাটির পৃথিবী’ গল্পগ্রন্থটির রচয়িতা – আবুল ফজল
    • তাঁর রচিত ’মাটির পৃথিবী’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৪৭ সালে ।
    • তাঁর রচিত ’প্রদীপ ও পতঙ্গ’ (১৯৪৬) কোন জাতীয় রচনা – উপন্যাস ।
    • ’মৃতের আত্মহত্যা’ (১৯৭৪) কোন জাতীয় রচনা – গল্পগ্রন্থ ।



  • ’রাঙ্গা প্রভাত’ (১৯৫৭) কোন ধরনের রচনা – উপন্যাস ।
  • তাঁর রচিত ‘সাহসিকতা’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • ’সাহসিকতা’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৪৭ সালে ।

 জীবনী ও সাহিত্যকর্ম 

    • ’কায়দের আজম’ কোন জাতীয় রচনা – নাটক ।
    • ’কায়দের আজম’ নাটকটি রচনা করেন – আবুল ফজল
    • তাঁর রচিত ‘প্রগতি’(১৯৪৮) কোন জাতীয় রচনা – নাটক ।



    • ’কায়দের আজম’ নাটকটি প্রকাশিত হয় – ১৯৪৮ সালে ।
    • তাঁর রচিত ’শুভবুদ্ধি’ ৯১৯৭৪) কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
    • ’স্বয়ম্বরা’ (১৯৬৬) কোন ধরনের রচনা – নাটক ।
    • বিখ্যাত প্রবন্ধ ‘সাহিত্য সংস্কৃতি ও জীবন’ এর লেখক – আবুল ফজল
    • ’সাহিত্য সংস্কৃতি ও জীবন’ প্রবন্ধটি প্রকাশিত হয় – ১৯৬৫ সালে ।
    • ’বিদ্রোহী কবি নজরুল’ (১৯৫১) কোন জাতীয় রচনা – প্রবন্ধ গ্রন্থ ।
    • তাঁর রচিত ‘সমকালীন চিন্তা’ (১৯৭০)  কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
    • ’মানবতন্ত্র’ কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
    • ’মানবতন্ত্র’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা – আবুল ফজল
    • ’রেখাচিত্র’ কোন জাতীয় রচনা – আত্মজীবনী ।
    • ’মানবতন্ত্র’ প্রবন্ধটি প্রকাশিত হয় – ১৯৭৯ সালে ।
    • ’রেখাচিত্র’ আত্মজীবনীটি রচনা করেন – আবুল ফজল
    • ’সাংবাদিক মুজিবুর রহমান’ কোন জাতীয় রচনা – জীবনী ।



 জীবনী ও সাহিত্যকর্ম 

  • তাঁর রচিত ‘সাংবাদিক মুজিবুর রহমান’ জীবনীটি প্রকাশিত হয় – ১৯৭০ সালে ।
  • ’রেখাচিত্র’ আত্মজীবনীটি প্রকাশিত হয় – ১৯৬৫ সালে ।
  • তাঁর রচিত ‘শুভবুদ্ধি’ (১৯৭৪) কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
  • তাঁর রচিত ‘শেখ মুজিব তাকে যেমন দেখিছি’ কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
  • ’শেখ মুজিব তাকে যেমন দেখিছি’ প্রবন্ধগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৭৮ সালে ।
  • ’রবীন্দ্র প্রসঙ্গ’ কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
  • ’রবীন্দ্র প্রসঙ্গ’ প্রবন্ধগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৭৯ সালে ।
  • তিনি স্বাধীনতা পুরস্কার পান কত সালে – ২০১২ সালে ।
  •  বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন – ১৯৬২ সালে ।
  • তিনি মৃত্যুবরণ করেন – ১৯৮৩ সালে ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *