আবু জাফর শামসুদ্দীন এর জীবনী ও সাহিত্যকর্ম 

আবু জাফর শামসুদ্দীন এর জীবনী 

১৯৫২ সালের ভাষা আন্দোলনের সক্রিয় সদস্য, ধর্মনিরপেক্ষ প্রগতিশীল লেখাক । তাঁর পিতা মোহাম্মদ আক্কাস আলী ভুঁইয়া, দাদা নাদিরুজ্জামান ভুঁইয়া ছিলেন মওলানা কেরামত আলী জৌনপুরীর শিষ্য ও স্থানীয় প্রতিনিধি । তিনি ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক । উপন্যাস ছোট গল্প ও মননশীল প্রবন্ধ লিখে তিনি খ্যাতি অর্জন করেন । কর্মজীবনে আবু জাফর শামসুদ্দীন দৈনিক ছোলতান, দৈনিক আজাদ, ইত্তেফাক, পূর্বদেশ পত্রিকায় কর্মরত ছিলেন ।আবু জাফর শামসুদ্দীন

  • তিনি কোথায় জন্মগ্রহণ করেন – গাজীপুর জেলার দক্ষিণবাগ গ্রামে ।
  • তিনি কখন জন্মগ্রহণ করেন – ১২ মার্চ ১৯১১ সালে ।
  • তাঁর ছদ্মনাম – অল্পদর্শী ।
  • ’দেয়াল’ কোন জাতীয় রচনা – রাজনৈতিক ও আত্মজীবনিকা উপন্যাস ।
  • ’দেয়াল’ উপন্যাসের রচয়িতা – আবু জাফর শামসুদ্দীন ।
  • তাঁর রচিত ‘দেয়াল’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৮৫ সালে ।
  • ’পরিত্যক্ত স্বামী’(১৯৪৭) কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • তাঁর রচিত ‘মুক্তি’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • ’মুক্তি’ উপন্যাসটি প্রকাশিত হয় -১৯৪৮ সালে ।
  • ’পদ্মা মেঘনা যমুনা’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • ’পদ্মা মেঘনা যমুনা’(১৯৪৭) উপন্যাসের লেখক – আবু জাফর শামসুদ্দীন ।
  • তাঁর রচিত ‘সংকর সংকীর্তন’(১৯৮০) কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • ’জীবন’(১৯৪৮) কোন জাতীয় রচনা – গল্প গ্রন্থ ।
  • তাঁর রচিত ‘সংস্কৃতি ও ইতিহাস’ কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
  • ’শেষ রাত্রির তার’(১৯৬৬) গল্পগ্রন্থের রচয়িতা – আবু জাফর শামসুদ্দীন ।
  • ’চিন্তার বিবর্তন ও পূর্ব পাকিস্তানী সাহিত্য’(১৯৬৪) কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
  • তাঁর রচিত ‘প্রপঞ্চ’(১৯৮০) কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • ’রাজেন ঠাকুরের তীর্থযাত্রা’(১৯৮৭) গল্পগ্রন্থের রচয়িতা – আবু জাফর শামসুদ্দীন ।
  • তাঁর রচিত ‘ল্যাংড়ী’(১৯৪৮) কোন জাতীয় রচনা – গল্পগ্রন্থ ।
  • ’ভাওয়াল গড়ের উপাখ্যান(১৯৬৩) উপন্যাসের রচয়িতা – আবু জাফর শামসুদ্দীন ।
  • তাঁর রচিত ‘সোচ্চার উচ্চারণ’(১৯৭৭) কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।

আবু জাফর শামসুদ্দীন এর জীবনী

  • ’মধ্যপ্রাচ্য’ কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
  • তাঁর রচিত ‘নির্বাচিত গল্প’(১৯৮৮) কোন জাতীয় রচনা – গল্পগ্রন্থ ।
  • ’ইসলাম ও সমকালীন রাজনীতি’ কোন জাতীয় রচনা – প্রবন্ধ গ্রন্থ ।
  • তাঁর রচিত ‘একজোড়া প্যান্ট ও অন্যান্য’(১৯৬৭) কোন জাতীয় রচনা- গল্পগ্রন্থ ।
  • ’লোকায়ত সমাজ ও বাঙালি সংস্কৃতি’ কোন ধরনের লেখা – প্রবন্ধগ্রন্থ 
  • তাঁর রচিত ‘বৈহাসিকের পার্শ্বচিন্ত’ কোন জাতীয় রচনা – প্রবন্ধ গ্রন্থ ।
  • তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন – ১৯৬৮ সালে ।
  • তিনি একুশে পদক লাভ করেন – ১৯৮৩ সালে ।
  • আবু জাফর শামসুদ্দীন ফিলিপস পান – ১৯৮৮ সালে (মরণোত্তর) ।
  • তাঁর উল্লেখযোগ্য পুরস্কার হলো – ’সমকাল সাহিত্য পুরস্কার’(১৯৭৯), ’শহীদ নূতনচন্দ্র সিংহ স্মৃতিপদক’(১৯৮৬), ’মুক্তধারা সাহিত্য পুরস্কার’(১৯৮৬) সাল )
  • তিনি মৃত্যুবরণ করেন – ২৪  আগস্ট ১৯৮৮ সালে (৭৭ বছর বয়সে) ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *