বাংলা ভাষা ও সাহিত্যে যা কিছু প্রথম       

 বাংলা ভাষা ও সাহিত্যে

 সাহিত্যে যা কিছু প্রথম

  • বাংলা সাহিত্যে প্রথম মুসলমান পুঁতি সংগ্রহকারী কবি- আব্দুল করিম সাহিত্য বিশারদ ( জন্ম-১৮৭১; মৃত্যু- ১৯৫৩)।
  • বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক গ্রন্থ রজনীর রচয়িতা- ব িমচন্দ্র চট্রোপাধ্যায়।
  • আধুনিক বাংলা সাহিত্যে “সমন্বয়ধর্মী ধারার” প্রবর্তক- মীর মোশাররফ হোসেন।
  • বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য’র রচয়িতা- ডঃ দীনেশচন্দ্র সেন।
  • বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প- ভিখারিণী।
  • বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ( জন্ম- ১৮৬১; মৃত্যু- ১৯৪১ )।
  • বাংলায় টি. এস. এলিয়েটর প্রথম অনুবাদক- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
  • বাংলা সাহিত্যের প্রথম একমাত্র নোবেল বিজয়ী- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
  • বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস- চোখের বালি ( রবীন্দ্রনাথ ঠাকুর )।
  • বাংলা সাহিত্যের প্রথম ইসলামী গান ও গজল রচনাকারী- কাজী নজরুল ইসলাম (জন্ম-১৮৯১; মৃত্যু- ১৯৭৬)।
  • বাংলা ভাষায় মধ্যযুগে রচিত ‘মনসামঙ্গল’ কাব্যের প্রথম (আদি) কবি- কানা হরিদত্ত।
  • বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান- ইউসুফ জোলেখা (প্রকাশকাল- পনের শতক)।
  • বাংলা ভাষায় রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি- শাহ মুহাম্মদ ‍সগীর।
  • বাংলা ভাষায় মর্সিয়া সাহিত্য ধারার প্রথম কবি শেখ ফয়জুল্লাহ (কাব্য- জয়নবের চৌতিশ)।
  • বাংলা সাহিত্যের প্রথম পরিবেশ সচেতন কবি- ঈশ্বরচন্দ্র গুপ্ত (জন্ম-১৮১২; মৃত্যু-১৮৫৯)
  • বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র- সমাচার দর্পণ (প্রকাশকাল- মে ১৮১৮)
  • বাংলা সাহিত্যের প্রথম ত্রীয় মহাতাব্য রচয়িতা- নবীচন্দ্র সেন।
  • বাংলা ভাষায় ‘রামায়ণ’ এর প্রথম অনুবাদক- কৃত্তিবাস ওঝা।
  • বাংলা ভাষায় ‘রামায়ণ’ এর প্রথম মহিলা অনুবাদক- চন্দ্রবতী।
  • বাংলা ভাষায় ‘মহাভারত’ এর প্রথম অনুবাদক- কবীন্দ্র পরমেশ্বর।
  • ঢাকৃ থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র- ঢাকৃ প্রকাশ (প্রকাশকাল-১৮৬১)
  • বাংলা বানানরীতিতে সংস্কার সাধন প্রথম অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান- কলকাতা বিশ্ববিদ্যালয়।

বাংলা  সাহিত্যে যা কিছু প্রথম

  • বাংলায় কোরআন শরীফের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদক- ভাই গিরিশচন্দ্র সেন (অনুবাদকাল-১৮৮১- ‘৬৮)।
  • বাংলা ভাষায় প্রথম সংকলন- চর্যাপদ (রচনাকাল- ৬৫০-১২০০)।
  • বাংলা টপ্পা গান প্রথম সূচনা করেন- রামনিদি গুপ্ত।
  • বাংলা সাহিত্যে কবিগানের প্রথম কবি- গোজলা গুইঁ।
  • বাংলা ভাষার প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ- কথোপকথন।
  • বাংলা সাহিত্যে আধুনিক যুগের প্রথম কবি- ঈশ্বরচন্দ্র গুপ্ত।
  • আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি- নওয়াব ফয়জুন্নেসা।
  • বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস- কল্পতরু।
  • বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস রচয়িতা- ইন্দ্রনাথ বন্দোপাধ্যায় ।
  • বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি- ভারতচন্দ্র রায় গুণাকর।
  • বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক- সাজাহান।
  • বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক রচয়িতা- দ্বিজেন্দ্রলাল রায়।
  • বাংলা নাটক মণ্ষ্ণয়নে ও অনুবাদে যে বিদেশীর নাম প্রথম আসে- হেরাসিম লেবেদফ।
  • বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ।
  • বাংলা হরফে প্রথম মুদ্রিত গ্রন্থ মাথী রচিত- মঙ্গল সমাচার।
  • প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়- হুগলীতে (১৭৭৮)।
  • প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় যার তত্ত্বাবধানে- চার্লস উইলকিন্স।
  • বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহ- ইতিহাসমালা (উইলিয়াম কেরি)।
  • বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ- রাজা প্রতিপাদিত্য- চরিত্র।
  • বাঙালি রচিত প্রথম বাংলা পত্র সাহিত্য- লিপিমালা (লেখক- রামরাম বসু )।

বাংলা  সাহিত্যে যা কিছু প্রথম

  • বাংলা গদ্যে প্রথম আত্নচরিত- বিদ্যাসাগর চরিত (লেখক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )।
  • বাংলা সাহিত্যে পাশ্চাত্য ভাবধারার প্রথম ঔপন্যাসিক- ব িমচন্দ্র চট্রোপাধ্যায় (জন্ম-১৮৩৮; মৃত্যু- ১৮৯৪)।
  • বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প- দেনাপাওনা।
  • বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
  • বাংলাদেশে চেতনা প্রবাহ রীতির উপন্যাস প্রথম লিখেছেন- সৈয়দ ওয়াউল্লাহ (জন্ম- ১৯২২; মৃত্যু- ১৯৭১ )।
  • বাংলা সাহিত্যে ঊনিশ শতকের প্রথম মুসলিম গদ্য লেখক- খোন্দকার শামসুদ্দিন মুহাম্মাদ সিদ্দিকী।
  • আধুনিক যুগে বাংলা সাহিত্যের প্রথম কাব্য- পদ্মিনী উপাখ্যান।
  • আধুনিক যুগে বাংলা সাহিত্যের প্রথম কাব্য পদ্মিনী উপাখ্যান এর রচয়িতা- রঙ্গলাল বন্দ্রেপাধ্যায়।
  • বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ- তিলোত্তমাসম্ভব (রচনা- ১৮৫৯ ; প্রকাশ- ১৮৬০ )।
  • বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ রচয়িতা- মাইকেল মধুসধূন দত্ত।
  • বাংলা লিপি গঠনের কাজ শুরু হয়- সেন আমলে।
  • বাংলা সাহিত্যের প্রথম জীবনীকাব্য যাকে কেন্দ্র করে রচনা করা হয়- শ্রী চৈতন্যদেব।
  • বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা- সংবাদ প্রভাকর।
  • বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার সম্পাদক- ঈশ্বরচন্দ্র গুপ্ত।
  • বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণকাহিনী- পালামৌ।
  • বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণকাহিনী রচয়িতা- সঞ্জীব চট্রোপাধ্যায়।
  • বাংলা গানে সর্বপ্রথম ঠুমরি প্রচলন করেন- অতুল প্রসাদ সেন।
  • বাংলা কাব্য সর্বপ্রথম প্রচুর পরিমাণে আরবি- ফারসি শব্দ ব্যবহার করেন- মোহিতলাল মজুমদার।
  • বাংলা সাহিত্যের প্রথম কবিতা সংক্রান্ত পত্রিকার সম্পাদক- বুদ্ধদেব বসু।
  • প্রথম বাংলা নাটক অভিনীত হয়- বেঙ্গল থিয়েটারে (১৭৯৫ সালে )।
  • বাংলা সাহিত্যে প্রবাদ- প্রবচন ও ছন্দের ব্যবহার প্রথম পাওয়া যায়- চর্যাপদে।
  • ঢাকার প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়- ১৮৬০ সালে।
  • ঢাকার প্রথম বাংলা ছাপাখানার নাম- বাংলা প্রেস (প্রতিষ্ঠাতা- সুন্দর মিত্র)।

 

Read More

বাংলা ভাষা ও সাহিত্যে যা কিছু প্রথম part-2

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *