মোহাম্মদ মোজাম্মেল হক এর জীবনী ও সাহিত্যকর্ম

মোহাম্মদ মোজাম্মেল হক

মোহাম্মদ মোজাম্মেল হক ছিলেন অন্যতম প্রসিদ্ধ বাঙালি কবি । তাঁর পিতার নাম নাসিরউদ্দিন আহমেদ । স্যার আজিজুল হক ছিলেন তাঁর জ্যেষ্ঠ পুত্র । তিনি একজন ভিন্নধর্মী কবি ও লেখক হিসেবে বিবেচিত হন । তিনি গদ্য ও পদ্য দুই ধারাতেই অবদান রেখেছেন । মুসলিম রেনেসার ধারণা তাঁর কবিতায় প্রভাব ফেলেছে ।মোহাম্মদ মোজাম্মেল হক এর জীবনী ও সাহিত্যকর্ম

জীবনীভিত্তিক গদ্য ও উপন্যাস রচনায় তিনি পারদর্শী ছিলেন । বাঙালি মুসলমানদের জন্য সর্বপ্রথম পাঠ্যপুস্তক রচনাও তাঁর অন্যতম কৃতিত্ব । বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকাতে তিনি সেক্রেটারি ছিলেন । এই পত্রিকায় কাজি নজরুল ইসলামের অনেক লেখা প্রকাশিত হয় । কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখার্জীকে তাঁর বেশ লেখা প্রভাবিত করে এবং তিনি ১৯১৯ সালে তাকে মেট্রিকুলেশন পরীক্ষার বাংলা ভাষার পরীক্ষক হিসেবে নিয়োগ দেন । ১৯১৯-১৯৩৩ সাল পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন ।

  • তিনি জন্মগ্রহণ করেন – ১৮৬০ সালে বর্ততমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত শান্তিপুরের বাউইগাছি গ্রামে ।
  • শান্তিপুরের কবি হিসেবে পরিচিত – মোহাম্মদ মোজাম্মেল হক ।
  • তাঁর উপাধি ছিলো – কাব্যকন্ঠ ।
  • তাঁর সম্পাদিত পত্রিকার নাম – ‘মোসলেম ভারত’ ।
  • তিনি কয়টি উপন্যাস রচনা করেছেন – ২ টি ।
  • ’জোহরা’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • বিখ্যাত উপন্যাস ‘জোহরা’ রচনা করেন – মোহাম্মদ মোজাম্মেল হক ।
  • ’জোহরা’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯১৭ সালে ।

মোহাম্মদ মোজাম্মেল হক এর জীবনী

  • জোহরা উপন্যাসের উপজীব্য – তৎকালীন মুসলিম সমাজের অন্যায় অনাচারের চিত্র এবং কন্যার মতামত অগ্রাহ্য করে বিয়ে দিতে গিয়ে যে দুর্ভোগের সৃষ্টি ।
  • ফেরদৌসির ‘শাহনামার’ বাংলা অনুবাদক – মোহাম্মদ মোজাম্মেল হক ।
  • ’অপূর্ব দর্শন কথা’(১৮৮৫) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • তাঁর রচিত ‘কুসুমাঞ্জলি’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৮১ সালে ।
  • তাঁর লেখা ’মহর্ষি মনসুর’(১৮৯৬) একটি – জীবনীগ্রন্থ ।
  • ’জাতীয় ফোয়ারা’(১৯১২) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • তাঁর জনপ্রিয় রচনা ‘টিপু সুলতান’(১৯৩১) একটি – জীবনীগ্রন্থ ।
  • বিখ্যাত ‘শাহনামা’ কোন ধরনের রচনা – জীবনীগ্রন্থ ।
  • বিখ্যাত জীবনীগ্রন্থ ‘শাহনামা’ প্রকাশিত হয় – ১৯০৯ সালে ।
  • তাঁর রচিত ‘দরাফ খান গাজী’(১৯১৯) কোন জাতীয় রচনা – ‍উপন্যাস ।
  • ’তাপস কাহিনী’(১৯১৪) কোন জাতীয় রচনা – জীবনীগ্রন্থ ।
  • তাঁর রচিত ‘ইসলাম সঙ্গীত’ কোন ধরনে রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’বড়পীর চরিত’ জীবনীগ্রন্থের লেখক – মোহাম্মদ মোজাম্মেল হক ।
  • ’হাতেম তাঈ’(১৯১৯) কোন জাতীয় রচনা – জীবনীগ্রন্থ ।
  • তাঁর রচিত জনপ্রিয় রচনা ‘খাজা মইনউদ্দিন চিশতি’ জীবনীগ্রন্থ প্রকাশিত হয় – ১৯১৮ সালে ।
  • প্রেমাহার’(১৮৯৮) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • তাঁর রচিত ‘ফেরদৌসি চরিত’ গ্রন্থটির প্রকাশকাল – ১৫ই আশ্বিন, ১৩০৫ বঙ্গাব্দ, যা খুবই জনপ্রিয় হয়েছিলো, এর দ্বাদশ মূদ্রণ হয় বৈশাখ ১৩৫৫ সালে ।
  • ’শান্তিপুরের রাসলীলা’ একটি – কাব্যগ্রন্থ ।
  • তিনি মৃত্যুবরণ করেন – ৩০ নভেম্বর ১৯৩৩ সালে ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *