তোমার আকাশ ঠিক কেমন রঙে বর্ণিল?
আমি জানিনা তবে জানতে চেয়েছি অনেক…
দূর থেকে যে বর্ণচ্ছটায় রাঙানো তুমি কাছে এলে সেই সব সুদূরে মিলায়।
মনে হয় কিছু একটা না পাওয়ার বেদনা তোমাকে তাড়া করে ফেরে।
হয়তো আমি ভুল কিংবা সঠিক।
তবু একান্ত ব্যক্তিগত বেদনার মেঘ যখন আকাশে তারা করে ফেরে তখন কিন্তু দৃষ্টি এড়িয়ে যাওয়া সম্ভব হয় না।
ওই নির্বাক বলাকার সারি ভালোবেসে জানতে চায় তুমি কেমন আছো?
হে বিশাল আকাশ যেখানে চন্দ্র সূর্য প্রতিনিয়ত হয় উদিত সেখানে ঠিক কতটা সুখ লুকায়িত?
তারাদের ঝিকিমিকি সত্যিই কি তোমাকে আনন্দ যোগায়?
নাকি দিনের আলোর সাথে তোমার সব তারাদের মতো আনন্দগুলো অদৃশ্য হয়ে যায়?
ওই বিশালতার গহীনে কি এমন গভীর অনুরাগের সুর বিষাদময় করে তোলে চারপাশ?
অজানা কারনে তুমি হয়ে যাও আনমনা… সে কেবল তুমিই জানো !
জানবে আরও তোমার বিধাতা…
জানবে আরও তোমার বিধাতা…
কবিতা: অচেনা আকাশ।
লেখিকা মনিকা শকুন্তলা।
তারিখ:০৮/০২/২০২৫
লেখিকা মনিকা শকুন্তলা।
তারিখ:০৮/০২/২০২৫