অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড ম্যাচে অদ্ভুত ভাবে আউট হলেন মার্ক চ্যাপম্যান।

কীভাবে আউট হয়েছেন চ্যাপম্যান? অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড টি টোয়েন্টি ম্যাচ ছিল অকল্যান্ডে। সেই ম্যাচেই কিউয়ি ব্যাটসম্যান চ্যাপম্যান সবাইকে অবাক করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড ম্যাচে অদ্ভুত ভাবে আউট হলেন মার্ক চ্যাপম্যান। তার আউট হওয়ার ধরন দেখে ক্রিকেটভক্তরা ইতিহাসের পাতা ঘাঁটতে শুরু করে দেন। তারা জানতে চেষ্টা করছেন চ্যাপম্যানের মতো বিচিত্র উপায়ে আগে কি কেউ কখনও আউট হয়েছিলেন। কিউয়ি ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, স্মরণকালের মধ্যে তা তো মনে পড়ার কথাও নয়। মার্ক চ্যাপমান নিজেও হয়তো ভুলতে পারবেন না।

কীভাবে আউট হয়েছেন চ্যাপম্যান? অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড টি টোয়েন্টি ম্যাচ ছিল অকল্যান্ডে।  সেই ম্যাচেই কিউয়ি ব্যাটসম্যান চ্যাপম্যান সবাইকে অবাক করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

নিউজিল্যান্ড ইনিংসের ১৮ তম ওভারের ঘটনা। বল করছিলেন অজি পেসার বিলি স্ট্যানলেক। ওভারের শেষ বলটা সরাসরি চ্যাপম্যানের হেলমেটে আঘাত করে। অজি পেসারের বলের গতি এতটাই ছিল যে তার মাথা থেকে ছিটকে পড়ে হেলমেট। সেই হেলমেট গিয়ে লাগে সোজা উইকেটে।

এর আগে শেফিল্ড শিল্ডের ম্যাচে মাথায় হেলমেট পরেও শেষরক্ষা হয়নি ফিল হিউজের। হেলমেট পরলেও মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে যায় বাঁহাতি ওপেনারের জীবন। পরে জানা গিয়েছিল বেকায়দায় বল এসে ঘাড়ে আছড়ে পড়াতেই প্রাণ হারাতে হয়েছিল হিউজকে। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড টি টোয়েন্টি ম্যাচেও ভয়ঙ্কর ঘটনা ঘটতেই পারত। তার বদলে আউট হয়ে গেলেন চ্যাপম্যান।

আন্তর্জাতিক ক্রিকেটে এভাবে আগেও আউট হয়েছেন একাধিক ব্যাটসম্যান। অ্যাডাম পারোরেও একই ভাবে আউট হয়েছেন আগে। ব্রেট লি-র আগুনে বোলিংয়ে একইভাবে আউট হয়েছিলেন কিউয়ি পারোরে। ডোয়েন ব্রাভোর বলও আঘাত করেছিল ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনের হেলমেটে। সেই বল কেপি-র হেলমেট আঘাত করে ভেঙে দেয় উইকেটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *