তিনি ছিলেন বাংলাদেশী কথা সাহিত্যিক, নাট্যকার এবং ঔপন্যাসিক। তিনি ছোটগল্প, উপন্যাস, নাটক ইত্যাদি মাধ্যমে নিয়মিত লেখালেখি করতেন। তিনি মঞ্চনাটকের সঙ্গেও যুক্ত ছিলেন।
মধ্যবিত্ত শ্রেণির দ্বন্দ্ব-সংঘাত, দুঃখ-দারিদ্র্য ও সংগ্রামী চেতনা তাঁর নাটক ও উপন্যাসে চমৎকারভাবে প্রতিফলিত হয়েছে।
- বিশিষ্ট এই নাট্যকার জন্মগ্রহণ করেন – ২ নভেম্বর, ১৯২৯ সালে।
- বিশিষ্ট এই নাট্যকারের পিতার নাম – নরুল হুদা চৌধুরী।
- অন্যতম এই নাট্যকারের জন্ম – কলকাতার তালতলা লেনে নানা বাড়িতে।
- বিশিষ্ট এই কথা সাহিত্যিকের পৈত্রিক নিবাস – কুমিল্লা জেলায়।
- বিশিষ্ট এই কথা সাহিত্যিকের শিক্ষাজীবন – আনিস চৌধুরীর লেখাপড়া শুরু হয় মাইজভান্ডার শরিফে। তিনি ১৯৪৪ সালে প্রবেশিকা, ১৯৪৬ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করেন।
- তাঁর পিতৃদত্ত নাম – আনিসুজ্জামান কামরুদ্দীন।
- তিনি আনিসুজ্জামান চৌধুরী নাম ধারণ করেন – ছাত্রাবস্থায়।
- তাঁর সাহিত্যিক নাম – ’আনিস চৌধুরী’।
- তাঁর পিতা নুরুল হুদা চৌধুরী ছিলেন – কুমিল্লার ইনসাফ হাইস্কুলের প্রধান শিক্ষক।
- তিনি সরকারি চাকরিতে যোগ দেন – ১৯৫৪ সালে।
- বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক ও সরকারের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক নিযুক্ত হন – স্বাধীনতার পর।
- তিনি ডেপুটেশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন – ১৯৭৯ সালে।
- তিনি ছাত্রাবস্থায় কলকাতা থেকে প্রকাশিত ’ইত্তেহাদ’ পত্রিকার সহসম্পাদকের দায়িত্ব পালন করেন – ১৯৪৬-৪৭ সালে।
আনিস চৌধুরী এর জীবনী ও সাহিত্যকর্ম
- ’মানচিত্র’ কোন জাতীয় রচনা – নাটক।
- ’মানচিত্র’ নাটকটি রচনা করেন – আনিস চৌধুরী।
- ১৯৬৩ সালে-’মানচিত্র’ নাটকটি প্রকাশিত ।
- ’অ্যালবাম’ কোন জাতীয় রচনা – নাটক।
- অ্যালবাম’ নাটকটি রচনা করেন – আনিস চৌধুরী।
- ১৯৬৫ সালে-’অ্যালবাম’ নাটকটি প্রকাশিত হয় ।
- তাঁর বিখ্যাত দুটি নাটক হচ্ছে – ’মানচিত্র’ এবং ‘অ্যালবাম’।
- তাঁর অন্যান্য নাটকের মধ্যে রয়েছে – ‘চেহারা’ (১৯৬৫), ‘তবুও অন্যান্য’ ইত্যাদি।
- ’সরোবর কোন জাতীয় রচনা – উপন্যাস।
- তাঁর রচিত ‘সরোবর’ নাটকটি প্রকাশিত হয় – ১৯৬৭ সালে।
- ’শখের পুতুল’ কোন জাতীয় রচনা – উপন্যাস।
- ’শখের পুতুল’ উপন্যাসরে রচয়িতা – আনিস চৌধুরী।
- ’ ১৯৬৮ সালে-শখের পুতুল’ উপন্যাসটি প্রকাশিত হয় ।
- ’সৌরভ’ কোন জাতীয় রচনা – উপন্যাস।
- ’সৌরভ’ উপন্যাসের রচয়িতা – আনিস চৌধুরী।
- তাঁর রচিত ‘সৌরভ’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৬৮ সালে।
- তাঁর রচিত অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে – ‘মধুগড়’ (১৯৭৪), ‘ঐ রকম একজন’ (১৯৮৬), ‘ময়নামতী’ ‘প্রত্যাশা, ছায়াহরিণ, ছাড়পত্র, প্রভৃতি।
- ’সুদর্শন ডাকছে’ কোন জাতীয় রচনা – গল্প সংকলন।
- ’সুদর্শন ডাকছে’ রচনার লেখক –আনিস চৌধুরী।
- তাঁর রচিত ‘সুদর্শন ডাকছে’ গল্প সংকলনটি প্রকাশিত হয় – ১৯৭৮ সালে।
- তিনি নাটকের জন্য পান – ‘বাংলা একাডেমী পুরস্কার।
- তিনি ’বাংলা একাডেমী পুরস্কার’ লাভ করেন – ১৯৬৮ সালে।
- বিশিষ্ট এই কথা সাহিত্যিক মৃত্যুবরণ করেন – ২ নভেম্বর, ১৯৯০ সালে।
- তাঁর মৃত্যু হয় – ঢাকায়।
Read More