কাবুল গিয়ে আবুল মিয়া
বলল, ‘আমি বীর,
হাজার হাজার মারছি জঙ্গি
ছুঁড়ে বাঁশের তীর।’
ভাবলো সবাই তার কথাটা
হতেই পারে সত্য,
কিন্তু লোকটা ভীষণ ভীরু
আছে এমন তথ্য।
শেয়াল দেখে ভয়ে কাঁপে
বউয়ে ডাকে চামচিকা,
কেমন করে এমন লোকে
বীরের খাতায় নাম লিখা?