তিনি শিক্ষাবিদ, কবি, লেখক, গীতিকার হিসেবে খ্যাত ছিলেন । তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন।তিনি ১৯৫২-তে পাবনা জেলা স্কুল থেকে ম্যাট্রিক ও ১৯৫৪-তে ঢাকা কলেজ থেকে আইএ পাস করেন। ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে ত্রয়োদশ স্থান এবং আইএ পরীক্ষায় প্রথম বিভাগে সপ্তম স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮-তে বাংলায় বিএ অনার্স এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯-এ বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এ বিশ্ববিদ্যালয় থেকে বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারারি রাইটিং-১৮১৮-১৮৩১ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন।
- তিনি জন্মগ্রহণ করেন – ১৯৩৬ সালে ।
- আপন যৌবন‘ কোন জাতীয়র রচনা – কাব্যগ্রন্থ ।
- আপন যৌবন’ কাব্যের রচয়িতা – আবু হেনা মোস্তফা কামাল ।
- তাঁর রচিত ‘শিল্পীর রূপান্তর’ কোন ধরনের রচনা – প্রবন্ধগ্রন্থ ।
- আপন যৌবন’ কাব্য প্রকাশিত হয় – ১৯৭৮ সালে ।
- যেহেতু জন্মান্ধ’ (১৯৭৮) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
- কথা ও কবিতা’ কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
- কথা ও কবিতা’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা – আবু হেনা মোস্তফা কামাল ।
- ১৯৮১ সালে-কথা ও কবিতা’ প্রবন্ধগ্রন্থটি প্রকাশিত হয়।
- তাঁর রচিত ’আক্রান্ডগজল’(১৯৮৮) কোন জাতীয় রচনা – গল্পগ্রন্থ ।
- তিনি বাংলা একাডেমির মহামপিচাক পদে যোগদান করেন – ১১ মার্চ, ১৯৮৬ খ্রিস্টাব্দে ।
- তিনি কত সালে আলাওল পুরস্কার লাভ করেন – ১৯৭৫ সালে ।
- The Bengali press and Literary Writing (1977) কোন জাতীয় রচনা – প্রবন্ধ গ্রন্থ ।
- ‘The Bengali press and Literary Writing (1977) প্রবন্ধগ্রন্থের রচয়িতা – আবু হেনা মোস্তফা কামাল ।
- আবু হেনা মোস্তফা কামাল একুশে পদক লাভ করেন – ১৯৮৭ সালে ।
- তিনি কখন মৃত্যুবরণ করেন – ১৯৮৯ সালে ।