- আব্দুল গাফফার চৌধুরী এর জীবনী ও সাহিত্যকর্ম
তিনি মুক্তিযুদ্ধের সাতিত্যিক, কবি, সাংবাদিক, কলাম লেখক নানা পরিচয়ে পাঠকের কাছে পরিচিত । তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো” এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।
- আব্দুল গাফফার চৌধুরী জন্মগ্রহণ করেন – ১২ ডিসেম্বর ১৯৩৪ সালে ।
- তিনি কোথায় জন্মগ্রহণ করেন – বরিশালের উলানিয়ায় ।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম – ‘ডানপিটে শওকত’ (১৯৫৩) ।
- ’ডানপিটে শওকত’ কোন জাতীয় গ্রন্থ – শিশুতোষ গ্রন্থ ।
- তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম – ‘কৃষ্ণপক্ষ’ ।
- ’কৃষ্ণপক্ষ’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৫৯ সালে ।
- ’চন্দ্রদ্বীপের উপাখ্যান’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাসের নাম – ’চন্দ্রদ্বীপের উপাখ্যান’ ।
- ’সুন্দর হে সুন্দর’ কোন জাতীয় রচনা – গল্পগ্রন্থ ।
- ’সম্রাটের ছবি’ গল্পগ্রন্থটির রচয়িতা – আব্দুল গাফফার চৌধুরী ।
- ’চন্দ্রদ্বীপের উপাখ্যান’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৬০ সালে ।
- ‘সম্রাটের ছবি’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৫৯ সালে ।
- ’সুন্দর হে সুন্দর’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৬০ সালে ।
আব্দুল গাফফার চৌধুরী এর জীবনী ও সাহিত্যকর্ম
- ’নাম না জানা ভোর’ কোন ধরনের রচনা – উপন্যাস ।
- তাঁর রচিত ‘নীল যমুনা’ একটি – উপন্যাস ।
- ’নাম না জানা ভোর’ উপন্যাসের প্রকাশ কাল – ১৯৬২ ।
- ’নীল যমুনা’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৬৪ সালে ।
- ’শেষ রাত্রির চাঁদ’ উপন্যাসটির রচয়িতা – আব্দুল গাফফার চৌধুরী ।
- ’শেষ রাত্রির চাঁদ’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৭৬ সালে ।
- আব্দুল গাফফার চৌধুরীর অমর কর্ম – ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রচিত গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।’
- ’আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির রচয়িতা – আব্দুল গাফফার চৌধুরী ।
- ’আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি প্রথম প্রকাশিত হয় – হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৫৩) গ্রন্থে ।
- গানটির বর্তমান সুরকার কে – আলতাফ মাহমুদ ।
- ’বাংলাদেশ কথা কয়’ (১৯৭২) কার সম্পাদনা – আব্দুল গাফফার চৌধুরী ।