আমিই মিসির আলি-পর্ব-(২৩)-হুমায়ূন আহমেদ

আমিই মিসির আলি

সিগারেট হাতে বসে থাকার মধ্যেও আনন্দ আছেযারা ধূমপান করে না তারা সুস্বাস্থ্যের অনিন্দ পায়, সিগারেট হাতে বসে থাকার আনন্দটা পায় বরকত চা নিয়ে এসেছে

আমিই মিসির আলিদুজনের জন্যেই চা এনেছেসুন্দর কাপে করে মিসির আলির জন্যে চা আর তার নিজের জন্যে গ্লাস ভর্তি চা। মিসির আলি বললেন, বরকত তুমি কাপটা তােমার বড় সাহেবকে দাওআর আমি তােমার গ্লাসে করে চা খাবগ্লাস ভর্তি করে চা খাওয়ায় আলাদা আনন্দ আছেকাপের চা বাইরে থেকে দেখা যায় নাগ্লাসের চা দেখা যায়। 

সুলতান সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, আমি মধু খাই না’ এই ধারণার পেছনে আপনার ব্যাখ্যাটা এখন শুনিআমি ব্যাখ্যাটা শােনার জন্যে অপেক্ষা করছি। 

আমার ব্যাখ্যা খুবই সহজ। তুমি আমাকে মধু দেবার সময় নাক মুখ কুঁচকে ফেলেছিলেরিফ্লেক্স একশানসেখান থেকেই বুঝলাম তুমি মধু খাও নাখেলেও যে মধুটা আমাকে খেতে দিয়েছ সেটা খাও না। 

তাহলে শুধু শুধু সিক্সথ সেন্সের কথা কেন বললেন

আমি একটা ছােট্ট পরীক্ষা করলামআমি দেখলাম সিক্সথ সেন্সের কথা শুনে তুমি চমকে গেলে খানিকটা রেগেও গেলেচমকাও কি না এটাই ছিল আমার পরীক্ষাবরকত দেখি চা ভালাে বানায়। 

আমিই মিসির আলি-পর্ব-(২৩)-হুমায়ূন আহমেদ

সুলতান তাকিয়ে আছেমনে হচ্ছে সে অপেক্ষা করছে মিসির আলি কি বলেন তা শােনার জন্যেমিসির আলি সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, তুমি যখন বললে সুন্দরবনে নানান ধরনের ফুলের মধু পাওয়া যায় খলিসা ফুলের মধু, কেওড়া ফুলের মধু, গড়ান ফুলের মধু, তখন হঠাৎ করে আমার মনে হলাে 

অনেক বিষাক্ত ফুলও তাে প্রকৃতিতে আছেযেমন ধর ধুতরা ফুলএমনকি হতে 

পারে না যে কিছু মৌমাছি ধুতরা ফুল থেকে মধু নেয়সেই সব ফুলে ধুতরার ভয়ঙ্কর বিষ মিশবেসেই বিষ হল a very powerful halucinating drug যা মানুষের চিন্তায় কাজ করেচেতনাকে পাল্টে দেয়রিয়েলিটির ভুল ব্যাখ্যা করেসুন্দরবন হলাে একটা ট্রপিক্যাল ফরেস্টপৃথিবীর সবচে বড় ম্যানগ্রোভ বনসেখানে ধুতরা ফুল থাকারই কথাতুমি বল থাকবে না ? | হ্যা থাকবেএবং আছেসুন্দরবনের ভেতর মাঝে মাঝে হঠাকিছু ফাকা জায়গা পাওয়া যায়সেখানে প্রচুর ধুতরা ফুল ফোটে। 

সেই ফুল থেকে মৌমাছিরা মধু সগ্রহ করে

সব মৌমাছি করে নাবিশেষ এক ধরনের মৌমাছি করেএদের মৌমাছিও বলে না। বলে মৌ পােকা। 

মিসির আলি বললেন, যেকোনােভাবেই হােক বিশেষ ধরনের এই মধু তােমার সংগ্রহে আছেতার খানিকটা তুমি আমাকে দুদফায় খাইয়েছ যে কারণে আমি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছিদুঃস্বপ্নের সঙ্গে বাস্তব মিশে ছিলপ্রথম রাতে সাপ নিয়ে কথা হলােআমি স্বপ্নে দেখলাম সাপদ্বিতীয় রাতে কুকুর নিয়ে কথা হলােলিলি আমাকে বলল, দরজার ছিটকিনি বন্ধ করে ঘুমুতে মাঝে মাঝে কুকুর দোতলায় উঠে আসেসেই রাতে আমি স্বপ্নে দেখলাম কুকুরকুকুরটা ঘরে ঢুকে আমার বিছানার চারদিকে ঘুরপাক খাচ্ছিল

আমিই মিসির আলি-পর্ব-(২৩)-হুমায়ূন আহমেদ 

সুলতান বলল, আপনার ডিডাকটিভ লজিক যে ভালাে, আমি জানতামএতটা ভালাে বুঝতে পারি নি am impressed. | মিসির আলি চায়ের গ্লাস নামিয়ে রাখতে রাখতে বললেন, এখন তুমি কি আমাকে বলবে, কেন আমাকে এখানে এনেছ ? তারা দেখানাের জন্যে নিশ্চয়ই আন নিচিঠিতে তুমি টোপ ফেলার কথা বলেছসেটা কথার কথা ছিল নাআসলেই টোপ ফেলে এনেছকেন এনেছ ? খােলাখুলি বলতে অসুবিধা আছে

না অসুবিধা নেইআপনার সঙ্গে অনেক লুকোচুরি খেলা হয়েছেআর খেলার প্রয়ােজন দেখছি না। 

তাহলে তােমার উদ্দেশ্যটা বলে ফেলতুমি কিছু মনে করাে নাআমার এখানে থাকতে ভালাে লাগছে নাআমি আজ চলে যাবদুপুরের পর রওনা হতে চাই। 

সুলতান বলল, আজ অমাবস্যাআকাশে মেঘ নেইআমি নিশ্চিত যে আজ রাতে আকাশ পরিষ্কার থাকবেআপনাকে আজ রাতে একটা স্পাইরাল গ্যালাক্সি দেখাবদেখার পর মনে হবে আপনার মানব জীবন ধন্য। 

আমার গ্যালাক্সি দেখার শখ এখন নেইআমি চলে যেতে চাচ্ছিআকাশ দেখতে ইচ্ছা করছে না। 

সুলতান শীতল গলায় বলল, স্যার শুনুন। আপনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কথা ভুলে যানআমি আপনাকে এখান থেকে বের হতে দেব না। 

মিসির আলি অবাক হয়ে বললেন, বের হতে দেবে না

আমিই মিসির আলি-পর্ব-(২৩)-হুমায়ূন আহমেদ

সুলতান বলল, নাএবং তার জন্যে কোনাে সমস্যাও হবে নাকেউ জানবেও না আপনি কোথায় আছেনআপনার পরিচিতজনরা জানে আপনার স্বভাব হচ্ছে মাঝে মধ্যে বাইরে কোথাও চলে যাওয়াসবাই ভাববে এবারাে তাই হয়েছেআপনার এক ছাত্র আপনার জন্য টেকনাফে অপেক্ষা করছেসে যখন দেখবে আপনি এসে পৌঁছান নি তখন সে খানিকটা খোঁজ খবর করবেসবাই জানবে টেকনাফ যাবার পথে আপনি হারিয়ে গেছেনকিছুদিন পর মানুষ আপনাকে ভুলে যাবেমানুষ বিস্মৃতিপরায়ণ জীব। 

আমাকে এখানে আটকে রেখে তােমার লাভ কি

লাভ আছে। সাইকোলজি বিশেষ করে প্যারাসাইকলজির উপর আপনার দখল অসাধারণআপনি আমার উপর গবেষণা করবেনআমার মাথার ভেতর উঁকি দিয়ে দেখবেন সেখানে কী আছেকেন আমি রকম

তুমি কী রকম

আপনার অনুমান শক্তি তাে ভালাে আপনি অনুমান করুনআপনাকে সামান্য সাহায্য করছিআমার তুলনায় অশ্বিনী কুমার রায় একজন মহাপুরুষহা হা হা। 

মিসির আলি তাকিয়ে আছেনসুলতানও তাঁর দিকে তাকিয়ে আছেসে এখন আর হাসছে নাকিন্তু হাসিটা শরীরের ভেতর আছেকারণ তার শরীর কাঁপছেমনের ছায়া চোখে নাকি পড়েচোখ হচ্ছে মনের জানালামিসির আলির মনে হলাে নাসুলতানের চোখে মনের কোনাে ছায়া পড়েছেশান্ত স্থির চোখযে চোখ বুদ্ধিতে ঝকমক করছে। 

সুলতান বলল, স্যার আপনার কি ভয় লাগছে ? মিসির আলি বললেন, নাসুলতান বলল, ভয় লাগছে না কেন? বুঝতে পারছি না কেন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *