আমিই মিসির আলি-পর্ব-(২৪)-হুমায়ূন আহমেদ

আমিই মিসির আলি

সুলতান বলল, আপনি যে ভয় পাচ্ছেন না সেটা আপনাকে দেখে বােঝ যাচ্ছেভয় পাবেন না জানলে আগেই আপনাকে বলতামযাই হােক আপনার উচিত আমাকে ধন্যবাদ দেয়া। 

কেন বল তাে?

আমিই মিসির আলিসুলতান সিগারেট ধরাতে ধরাতে বলল, আপনাকে জীবনের শ্রেষ্ঠতম গবেষণার সুযােগটা আমি করে দিচ্ছিএকজন অতি ভয়ঙ্কর মানুষকে আপনি খুব কাছ থেকে দেখার সুযােগ পাচ্ছেনযে আপনার গবেষণায় আপনাকে সাহায্য করবেআপনিও আমাকে কিছুটা সাহায্য করবেন। 

আমি কী সাহায্য করব

আমাকে সঙ্গ দেবেনআপনার সঙ্গে বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা নিয়ে আলাপ করবআকাশের তারা দেখবতা ছাড়া আমি নিজেও ছোটখাট কিছু পরীক্ষা করছিমানসিক পরীক্ষাএই পরীক্ষাতেও আপনি সাহায্য করবেনমনােজগতের যে পড়াশােনা আপনার আছে আমার তা নেইপরীক্ষাটা ঠিকমতাে হচ্ছে কি না আপনি দেখে দেবেন। 

কী পরীক্ষা

সালমা নামের একটা মেয়ের কথা আপনাকে চিঠিতে লিখেছিলাম তাকে নিয়েই পরীক্ষাআমি মােটামুটি নিশ্চিত যে, সব মানুষের ভেতরই অতীন্দ্রিয় ক্ষমতা আছে। মানুষের মনে ভয়ঙ্কর চাপ দিয়ে সেই ক্ষমতা বের করে আনা যায়আমি সালমার উপর এই চাপটাই দিচ্ছি। 

মেয়েটা কোথায় ? মেয়েটা বাড়িতেই আছেরাতে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবলিলি বলছিল সালমা বলে আলাদা কেউ নেইলিলিই সালমা। 

লিলির সব কথা গুরুত্বের সঙ্গে গ্রহণ করার কিছু নেইআমি এখন ঘুমুতে যাবআপনার কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করুন। 

আমিই মিসির আলি-পর্ব-(২৪)-হুমায়ূন আহমেদ

হুইল চেয়ারের কি তােমার প্রয়ােজন আছে

হুইল চেয়ারের আমার কোনােই প্রয়ােজন নেইআমি শারীরিকভাবে সুস্থ একজন মানুষইচ্ছা করেই হুইল চেয়ারে সময় কাটাই যাতে বাইরের লােকজন জানে বাড়িতে পঙ্গু একজন মানুষ থাকেপঙ্গু বলেই সে শহর ছেড়ে নির্জন বাস করেএই কাজটা না করলে কথা উঠত সম্পূর্ণ সুস্থ একজন মানুষ দিনের পর দিন এই নির্জনে স্বেচ্ছাবন্দি হয়ে আছে কেন ? অবশ্যি হুইল চেয়ারের একটা ভালাে ব্যবহারও আছেটেলিস্কোপ ফিট করে তারা দেখার সময় এটা খুব কাজে লাগে। 

তুমি যে আমাকে এখানে আটকে রাখার জন্যে এনেছে তাকি বাড়ির লােকজন জানে ? 

জানবে না কেন ? জানেলিলি জানে, বরকত জানেআপনার মতাে অনেকেই বাড়িতে আসেকেউ ফিরে যায় না বুঝতেই পারছেন বাড়ি থেকে 

কাউকে জীবিত ফেরত পাঠানাে আমার জন্যে সম্ভব নাকোনাে ভয়ঙ্কর মানুষ যদি তার কর্মকাণ্ড চালিয়ে যেতে চায় তাহলে অবশ্যই তাকে সাবধানী হতে হবেসিরিয়াল কিলারদের কথাই ধরুনসব সিরিয়াল কিলারই চিতাবাঘের চেয়েও সাবধানীতাকে একের পর এক মানুষ মারতে হবেসাবধানী না হলে এই কাজটা সে করতে পারবে নাস্যার আমি কি ঠিক বলছি

যা ঠিক বলছ| থ্যাঙ্ক য়ুআমি সালমা মেয়েটিকে নিয়ে গবেষণাধর্মী যে কাজটা করেছি তা লেখার চেষ্টা করেছি। আমি পাঠিয়ে দেবপড়ে দেখুনলেখাটা গবেষণাধর্মী হয় নিসাইন্টিফিক পেপার কী করে লিখতে হয় জানি নাএই দায়িত্বটা আপনারআমরা এই জঙ্গলে বসে একের পর এক রিসার্চ পেপার বিদেশী জার্নালে পাঠাবমূল অথার আপনি আমি কোঅথার। 

আমিই মিসির আলি-পর্ব-(২৪)-হুমায়ূন আহমেদ

সুলতান হাসলসেই হাসি যা চট করে মুখ থেকে মুছে যায় কিন্তু শরীরে থেকে যায়বেশ কিছুক্ষণ শরীর দুলতে থাকেএই প্রথম মিসির আলির শরীর গুলিয়ে উঠলতার কাছে মনে হলাে ঘেন্নাকর কিছু তার সামনে বসে আছে। 

সুলতান বলল, স্যার এখন আপনি আমাকে সামান্য ভয় পাচ্ছেনআপনার চোখ মুখ শুকিয়ে গেছেকোম্পানি হিসেবে আমি খারাপ হব নাআমি শিক্ষিত একজন মানুষঅঙ্কেশাস্ত্রের মতাে একটা জটিল বিষয়ে আমার পিএইচ.ডি. ডিগ্রি আছেআপনি যদি অংকের ছাত্র হতেন তাহলে আমাকে চেনার সামান্য সম্ভাবনা ছিল আমার পিএইচ.ডি.কাজ খুব ভালাে হয়েছিলগ্রুপ থিওরির সব বইতেই সুলতান ফাংশান বলে একটা ফাংশানের উল্লেখ আছেআমার নামে তার নামযৌবনে এই দিকে কিছু মেধা ব্যয় করেছিলামপরে এইসব অর্থহীন মনে হয়েছে স্যার আমি কী বলছি আপনি কি শুনছেন

হা শুনছি। 

এখন আমার কাছে মনে হচ্ছে আসল রহস্য পদার্থবিদ্যা বা অঙ্কে নাআসল রহস্য মানুষের মনেআকাশ যেমন অন্তহীন মানুষের মনও তাইপৃথিবীর বেশির ভাগ অঙ্কবিদ আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালােবাসতেনআমিও ভালােবাসিআকাশের দিকে তাকালে জাগতিক সব কিছুই তুচ্ছ মনে হয়We are so insignificant. আমাদের জন্মমৃত্যু সবই অর্থহীন। 

মিসির আলি বললেন, তুমি কি মানুষ খুন করেছ

সুলতান জবাব দিল না। 

মিসির আলি বসে স্তব্ধ হয়ে আছেনসুলতান হুইল চেয়ার ঘুরিয়ে চলে যাচ্ছেপেয়ারা গাছের নিচে বরকতকে দেখা যাচ্ছে সে কুকুরকে গােসল দিচ্ছে। 

আমিই মিসির আলি-পর্ব-(২৪)-হুমায়ূন আহমেদ

রােদ উঠেছেআবহাওয়া অত্যন্ত মনােরমচেরী গাছ থেকে একটা দুটা করে ফুল পড়ছেফুলগুলি গাছে যত সুন্দর দেখাচ্ছে হাতে নেয়ার পর তত সুন্দর লাগছে নাকিছু সৌন্দর্য দূর থেকে দেখতে হয়, কাছ থেকে দেখতে হয় । 

আমার নাম সুলতান। 

সাধারণত গরিব ঘরের ছেলেমেয়েদের জাতীয় নাম থাকেসুলতান, সম্রাট, বাদশাহ্বাবা মা ভাবেন বড় হয়ে ছেলে রাজা বাদশাহ্ হবেআমি কোনাে গরিব ঘরের সন্তান ছিলাম নাবিত্তশালী পরিবারের সন্তান ছিলামআমার বাবা মার সন্তানদের নামকরণের মতাে তুচ্ছ বিষয়ে কোনাে আগ্রহ ছিল

আমরা অনেকগুলি ভাইবােন ছিলামমা প্রতিবছর একটি করে সন্তান প্রসব করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেনজ্ঞান হবার পর থেকেই আমি মাকে বিছানায় শােয়া পেয়েছিনিজের সন্তানদের দিকে তাকানাের মতাে অবস্থা তার ছিল নাতার মন এবং শরীর দুইই নষ্ট হয়ে গিয়েছিলশেষের দিকে তিনি মৃত্যুর জন্যে অপেক্ষা শুরু করলেন। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *