আমি প্রকৃতির পাঠশালে পড়ি
মনিকা শকুন্তলা
মনিকা শকুন্তলা
আমি প্রকৃতির কোলে থাকি
আর অনন্ত দিগন্ত বিস্তৃত প্রকৃতিকেই
পাঠশালা বলে জানি।
যেনো প্রতিটি নতুন ভোর
আমায় খুলে দেয় নবডোর
শেখায় নবীন পাঠ
সবুজ বরণ মাঠ।
বাতাস ডেকে যায়
আমার কাছে আয়
হালকা হিমেল বায়
গান গাইতে শেখায়।
ওই দূরের যত গাছ
ডাকছে আমায় আজ
আয়রে ভুবন ভোলা
পবনে প্রাণ দোলা।
পাখির যত সুর
লাগে বড় মধুর
যেনো নতুন সুরে
নিত্য গান ধরে।
ওই স্রোতস্বতীর পারে
নৌকা সারে সারে
বলছে আমায় ডেকে
চলনা নদীর পরে।
আমায় ডাকে ঝর্ণা
আয়না ওরে আয়না
ভিজিয়ে নিয়ে তনু
বাজাবি বসে বেণু।
করবো আমি কি
দেখব কত রূপ
আমার চোখে সবই
রুপে বর্ণে অপরুপ।
শিখছি তাদের কাছে
প্রকৃতির যত পাঠ
আমার কাছে পাঠশাল
গ্রামের সবুজ মাঠ।।