

(মনিকা শকুন্তলা)
ইচ্ছে করে সবুজ মাঠে হারিয়ে আমি যাই
বনবাদারে ঘুরে ঘুরে ফুলের মধু খাই
যখন তখন ফুল বাগানে রঙিন ফুল কুড়াই
নেচে নেচে হেলেদুলে পাখির সাথে গাই।
কি আনন্দ আমার কোনো বাধা যে আজ নাই
নদীর ধারে সারে সারে নৌকা বাধা ভাই
চলোনা সবাই নৌকো চড়ে ওপারেতে যাই
কাশবনের সাদা ফুলে লুকিয়ে যেতে চাই।
বালির চড়ে বুনোহাঁস বেধেছে যে বাসা
ওদের সাথে থাকবো আমি মনে বড় আশা
বেতগাছের বেতফলে রাঙিয়ে নেব মুখ
বুনো আমি বনবাদারে ঘুরেই আমার সুখ।
পদ্মপাতায় ভেসে ভেসে মাছের খেলা দেখব
পদ্মফুলের হলুদ রেনু সারা অঙ্গে মাখব।
মাঝেমধ্যে শাপলা শালুক কুড়িয়ে আমি নেব
খেলা যখন সাঙ্গ হবে মায়ের কাছে যাবো।
তখন যদি মা আমায় বকাঝকা করে
আবার কিন্তু বনের মাঝে যাব আমি ফিরে
ভয় পাবোনা হিংস্র বাঘ হিংস্র জীবজন্তু
আর আমাকে কোনোদিনও ফিরে পাবেনা কিন্তু!