ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। সোমবার ডেভিড সিলভার জোড়া গোলে স্টোক সিটিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়েছে গার্দিওলার দল।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ করে খেলতে থাকে সিটি। এরই ধারাবাহিকতায় ম্যাচের দশম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন সিলভা। রাহিম স্টার্লিংয়ের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে জোরালো শটে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার।
বিরতির আগে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল স্টোক সিটি। তবে মার্টিনস ইন্ডি বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালের দিকে মারলে শেষ সময় কর্নারের বিনিময়ে বল ঠেকান সিটির গোলরক্ষক।
বিরতি থেকে ফিরেই নিজের দ্বিতীয় গোল করেন সিলভা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুসকে বল বাড়িয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে ফিরতি পাস পেয়ে বাঁ-পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার। বাকি সময় বলের নিয়ন্ত্রণ নিয়ে খেললেও আর গোলের দেখা পায়নি সিটি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।
এ জয়ে ৩০ ম্যাচে ৮১ পয়েন্টে শিরোপা জয়ের কাছে চলেতে গেল ম্যানচেস্টার সিটি। ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬১।
শেষ আট ম্যাচে মাত্র তিনটি জয় পেলেই কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হয়ে যাবে ম্যানচেস্টার সিটি। অবশ্য আগামী দুই রাউন্ডে এভারটন ও দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে গার্দিওলার শিষ্যদের।