এই পতাকার জন্য
মনিকা শকুন্তলা
মনিকা শকুন্তলা
এই লাল সবুজে আঁকা পতাকার জন্য
নয়টি মাস প্রতীক্ষা ছিল অনন্য।
শুধু এই পতাকার জন্য
কতো শহিদ জীবন দিয়েছে
হয়েছে অগ্রগণ্য।
নয়টি মাস প্রতীক্ষা ছিল অনন্য।
শুধু এই পতাকার জন্য
কতো শহিদ জীবন দিয়েছে
হয়েছে অগ্রগণ্য।
এই লাল সবুজের জন্য
আজ জীবন মোদের ধন্য
গর্বিত জাতি গর্বিত হলো
মাতৃভাষার জন্য।
আজ জীবন মোদের ধন্য
গর্বিত জাতি গর্বিত হলো
মাতৃভাষার জন্য।
এই পতাকা তোমার জন্য
এই পতাকা আমার জন্য
মোরা শিহরিত আজ পুলকিত
এই বাংলার মাটি পূর্ণ।
এই পতাকা আমার জন্য
মোরা শিহরিত আজ পুলকিত
এই বাংলার মাটি পূর্ণ।
বাংলার পাখি, গাছাগাছালি
বাংলার জল, ফুলফসলী
মোদের করেছে ধন্য
এই স্বাধীন ভূমির জন্য।
বাংলার জল, ফুলফসলী
মোদের করেছে ধন্য
এই স্বাধীন ভূমির জন্য।