বিলের জলে দেশটা আমার
শাপলা ফোটা হাসি,
মুক্তিযুদ্ধের দেশটা আমার
দারুণ ভালোবাসি।
ধানের ক্ষেতে দেশটা আমার
সবুজ পাতার গান,
ভীষণ সুন্দর দেশটা আমার
মুক্তিযোদ্ধার দান।
বাংলাদেশটা প্রিয় আমার
সোনার মতো মাটি,
বীর শহিদের দেশটা আমার
থাকুক পরিপাটি।
পদ্মা নদীর দেশটা আমার
দেশটা মেঘনা গড়াইয়ের,
একাত্তরের দেশটা আমার
গর্ব করি লড়াইয়ের।