এক মা শ্রমিকের গল্প -(মনিকা শকুন্তলা)

এক মা শ্রমিকের গল্প (মনিকা শকুন্তলা)
এক মা শ্রমিকের গল্প
(মনিকা শকুন্তলা)
মে দিবসে একদিনের জন‍্য হলেও
আমরা স্বরণ করি পৃথিবীর সব মেহনতি মানুষ কে
শ্রম দিয়ে যারা পৃথিবী গড়ে তাদের কে।
কিন্তু কখনো কি ভেবে দেখেছি
আমাদের ঘরে একজন মা নামের শ্রমিক রয়েছে
যে কিনা বছর জুড়ে শ্রম দিয়ে যায়
আর বিনিময়ে কিচ্ছু চায়না
এমনকি কখনো শ্রমের প্রতিদানে কিছু পাবার আশাও করেনা।
যার দৈনিক আট ঘন্টা শ্রমের পরে ও ছুটি নেই
কিংবা নেই কোনো নিয়ম অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে ঘর গেরস্হালির কাজ ফেলে বসে থাকা।
শুধু প্রতিনিয়ত সৃষ্টিশীলতাই যাকে আনন্দ যোগায়
যে কিনা পরকেও আপন ভেবে নিজের সবটুকু শ্রম দিয়ে গড়ে তুলতে জানে এক নতুন প্রজন্ম।
কতটা কঠিন শ্রমিক হলে কোনো মা দীর্ঘ দশ মাসের অক্লান্ত শ্রমের পর মৃত্যু আর জীবনের মধ‍্যবর্তী অবস্হানে থেকে জন্ম দেয় মানবশিশুর।
আমি আজ সেই মা শ্রমিকদের কথা বলতে এসেছি।
যে মায়েরা শুধু শ্রমে বিসর্জনে এ মানব সভ‍্যতা
লালন পালন করে চলেছে।
কর্মে স্নেহে আর মমতায় ভরিয়ে রেখেছে বসুন্ধরা
আজ আমি সবার উপরে সেই সব মাতৃকাদের স্থান দিতে চাই।
যারা শ্রম দিয়ে ভুবন গড়তে শিখিয়েছে।
ভাঙতে নয় সৃজনে আনন্দ খুঁজেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *