প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত কিংবদন্তি অভিনেতা বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও তার ছেলে বলিউড তারকা অভিষেক বচ্চন । অমিতাভ বচ্চনকে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় মুম্বাইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে । রাতে অমিতাভের করোনা পরীক্ষার ফল পজিটিব আসে ।
সেই দুঃসংবাদের রেশ কাটতে না কাটতেই তার ছেলে বলিউড তারকা অভিষেক বচ্চনের করোনার পরীক্ষার ফল পজিটিব আসে । অমিতাভ বচ্চন ও অভিষেক নিজেরাই নিজেদের টুইট বার্তায় তাঁদের কোভিড-১৯ রিপোর্ট পজিটিব আসার খবর জানিয়েছেন । দুজনেই হাসপাতালে ভর্তি আছেন । হাসপাতাল থেকে বলা হয়েছে, পরিবারের সকলকে করোনা পরিক্ষা করাতে । বাড়ির সবার নমুনা সংগ্রহ করা হয়েছে।
আজ (রবিবার) দুপুরে ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্যার করোনা পজিটিভ হওয়ার কথা জানা গেছে।
ভারতের ‘টাইমস নাও’ নিউজ চ্যানেল জানাচ্ছে, ঐশ্বরিয়া ও আরাধ্যা কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হলেও অমিতাভের স্ত্রী জয়া বচ্চন অবশ্য করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হননি – তার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।