কোথায় গেল ঢেউ কাঁপানো
বেতাই নদীর জল
কোথায় গেল ছেলেবেলার
সঙ্গি সাথির দল।
কোথায় গেল বাড়ি ভরা
নানান জাতের গাছ
কোথায় গেল জলাভূমির
বিশাল বিশাল মাছ।
কোথায় গেল মক্তব পড়া
কুরান শিক্ষার রীতি
কোথায় গেল একে অন্যের
হৃদয়গলা প্রীতি।
কোথায় গেল বোশেখ মাসের
আম কুড়ানির সুখ
কোথায় গেল মানবজাতির
দয়ার বিশাল বুক।
কোথায় গেল মিষ্টি সকাল
পাখির কলরব,
মানুষ যদি মানুষ হয় গো
পাবো আগের সব।
১৯/৩/২৫