গাছ লাগাবো বাড়ির পাশে সুন্দর হবে পরিবেশ,
এসো সবাই বৃক্ষ লাগাই সবুজ দিয়ে ভরি দেশ।
গাছ আমাদের বন্ধু মহান দেয় যে অমল হাওয়া,
মজার মজার ফলগুলো সব গাছের থেকেই পাওয়া।
টেবিল বানাই গাছের কাঠে গাছের কাঠেই চেয়ার,
রাখতে সঠিক পরিবেশটা করুন গাছের কেয়ার।
বৃক্ষ ছাড়া সোনার জীবন হয়েই যাবে কয়লা,
বৃক্ষ বিহীন শহরগুলোই জমছে শুধু ময়লা।
পাখি ডাকে গাছের ডালে সেথায় তাদের ঘর,
কেটে ফেলো বৃক্ষ যদি বাড়বে ধূলির ঝড়।
রেগেমেগে সূর্য মামাও দিবেন ভীষণ তাপ,
বাড়তে থাকবে পরিবেশে নানান রকম চাপ।
উধাও হবে বৃষ্টি বাদল হাসবে শুধু খরা,
বেঁচে আছে যেসব নদী তারাও হবে মরা।
ভাবতে পারো বৃক্ষ বিহীন কেমন হবে পরিবেশ?
এসো সবাই বৃক্ষ লাগাই মিলেমিশে গড়ি দেশ।