ছোট্ট বেলা
(মনিকা শকুন্তলা)
(মনিকা শকুন্তলা)
আমার ছোটোবেলা হারিয়ে গেলো কই
ইচ্ছে শুধু আমার মাঝে আবার ছোটো হই।
আমায় নিয়ে হয়তো সবাই করবে মাতামাতি
জুটবে তখন ছোট ছোট কত্তো খেলার সাথী।
কেউ বা আমায় খাইয়ে দিতে রাধবে মজার রান্না
তবু আমি করবো শুধু নতুন নতুন বায়না।
কেউ বা চুলে আলতো হাতে করে দিবে বেণী
আমি বলবো খেলতে যাবো হচ্ছে বড়ো দেরী।
সূর্যতাপে ঘেমে নেয়ে যখন আবার ফিরবো
মায়ের হাতের বরই মাখা খেয়ে প্রাণ জুরাবো।
নদীর ঘাটে নাইতে গেলে বকবে আমায় খুব
কি করবো মা নদীর জলে সাঁতরে বড় সুখ।
সবাই মিলে বাড়ী ফেরার সময় যখন হবে
সদ্যফোঁটা শাপলাশালুক আনবো মাথায় করে।
হারিয়ে যাবো আবার আমি ছোট্ট সেই গাঁয়
গ্রামের প্রতি ধূলিকণা আমায় ডাকে আয়।