“জীবনের একূল অকূল ”
প্রবন্ধ সংকলন।
লেখিকা: মনিকা শকুন্তলা।
জীবন ক্ষেত্রের দুই কূল দুই তীরে আমি দাঁড়িয়ে ছিলাম। দেখলাম এপারেও শুধু চাই চাই আর চাই…
ওপারেও শুধু চাই চাই আর চাই…
কি চাই?
তোর কি এত চাই রে জীবন?
জীবন বলে জানিস না এ জগতের আরাধ্য এখন কে?
আমি বলি কে?
কে সে?
জীবন নামের আমি টা অকস্মাৎ অট্টহাস্যে লুটিয়ে পরে আর বলে তুমি বড্ড বোকা হে…
রাতদিন যার জন্য ভেবে ভেবে কাটাচ্ছো সে কে তা জানোনা?
তবে শুনে নাও কান খুলে, সে হলো টাকা।
অর্থ শুধুই অর্থ যা না থাকলে তুমি পথের ধূলিসম বা তার চেয়ে ও নগন্য।
আমার আমিত্ব হঠাৎ জেগে উঠলো।
আমি চমকে ভরকে উঠলাম।
কেনো অর্থের কথা শুনে এমন মনে হলো?
কথাতো চরম এবং পরম সত্য।
যখন থেকে বুঝতে শিখলাম তখন থেকেই আমাদের কে শেখানো হয়েছিল জীবনে মেরুদন্ড সোজা করে দাঁড়াতে চাইলে অর্থবল থাকতে হবে।
সেই যে সেই শৈশবের শিক্ষা সেটাতো আজও পুরাতন হয়নি।
আজও উঠতে বসতে চলতে ফিরতে সারাক্ষণ অনুভব করি টাকা কে।
টাকা যেনো আমার আমাদের প্রভু হয়ে গেছে।
তার অভাবে জীবনের সুখ দুখ নামক দূই কুলে কখনো জোয়ার আবার কখনো ভাটা আসে।
টাকা আমাকে মমতা ভুলিয়ে দেয়।
শুধু বলে অন্য কোনো কিছুর মায়ায় নয় পৃথিবীতে বেঁচে থাকো শুধু আমার চিন্তায়।
আর আমি ও সব ভুলে অর্থকে ভালোবেসে আজ জীবনের শেষ প্রান্ত অবধি চেয়ে আছি জেগে আছি বসে আছি এই ভেবে যে কি করে আরও কিছু অর্থ উপার্জন করে রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করা যায়…!!!
মনিকা শকুন্তলা