জ্বলে উঠলেন তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে জ্বলে উঠলেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল। পেশওয়ার জালমির হয়ে ২৯ বলে ৩৯ রানের চমৎকার একটি ইনিংস উপহার দিয়েছেন এই ওপেনার।

শনিবার সংযুক্ত আরব আমিরাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পেশওয়ারকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ইসলামাবাদ।

দুটি ছয় ও দুটি চারের সাহায্যে ঘরোয়া টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩০তম অর্ধশতকের কাছাকাছি গিয়েও থামতে হয় তামিমকে। আন্দ্রে রাসেলের বলে শাদাব খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই তারকা।

এর আগে গেলো বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিলেন তামিম। মুলতান সুলতানসের বিপক্ষের ওই ম্যাচে ১১ বলে ১১ রান করেন এই বাম-হাতি ব্যাটসম্যান।

নিজেদের দ্বিতীয় ম্যাচেই জাত চেনালেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফলতম এই ব্যাটসম্যান।

পিএসএলের চতুর্থ আসরে তামিমের সঙ্গে পেশওয়ার দলে খেলার কথা ছিলো সাকিব আল হাসানের। তবে ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে সেরা অলরাউন্ডার। তার বদলে পেশওয়ার শিবিরে জায়গা করে নিয়েছেন টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *