কতটা তাপে ধরনী তপ্ত
অধরা কেবল জানে
তাইতো পৃথিবী নিরব নয়নে
একাকিনী বসে কাঁদে।আর কবে হবে বোধোদয় তবে
আর কবে হবো মানুষ
মানুষ নামের আড়ালে আমি উড়াই কেবল ফানুস।
অধরা কেবল জানে
তাইতো পৃথিবী নিরব নয়নে
একাকিনী বসে কাঁদে।আর কবে হবে বোধোদয় তবে
আর কবে হবো মানুষ
মানুষ নামের আড়ালে আমি উড়াই কেবল ফানুস।
বৃক্ষ নিধনে সিদ্ধহস্ত
হয়েছি নিঠুর বর্বর
আমার নেইতো পরহিত কাজ
আমি বরই অশান্ত।
ধরাকুলবাসী নিরব বদনে
চেয়ে চেয়ে দেখে শুধু
রুক্ষ শুষ্ক তপ্ত মরুতে
ফুল ফোটাবে কোন যিশু!!!
তৃষিত ধরনী
মনিকা শকুন্তলা