দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এর জীবনী ও সাহিত্যকর্ম

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এর জীবনী 

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ১২৮৪ বঙ্গাব্দের ২রা বৈশাখ (১৮৭৭ খ্রিষ্টাব্দ) ঢাকা জেলার সাভার উপজেলায় উলাইল এলাকার কর্ণপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম কুসুমময়ী ও পিতার নাম রমদারঞ্জন মিত্র মজুমদার। দক্ষিণারঞ্জনের বাবা রমদারঞ্জন ১৯০২ সালে মারা যান। পিতার মৃত্যুর পর তিনি পিসিমা রাজলক্ষ্মীর কাছে টাঙ্গাইল বসবাস শুরু করেছিলেন। শিশুদের নিকট তাঁর শিশুতোষ মূলক গল্পগ্রন্থ খবই জনপ্রিয় ।

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

  • তিনি জন্মগ্রহণ করেন – ১৮৭৭ সালে ।
  • ’ঠাকুমার ঝুলি’ কি ধরনের রচনা – শিশুতোষ ।
  • ’ঠাকুমার ঝুলি’ শিশুতোষের রচয়িতা – দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ।
  • তাঁর ‍রচিত ‘ঠাকুরদার ঝুলি’ কোন ধরনের রচনা – শিশুতোষ ।

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এর জীবনী

  • ’পৃথিবীর রূপকাথা’ কোন জাতীয় রচনা – শিশুতোষ ।
  • তাঁর রচিত বাংলা রূপকথা, উপকথা, কল্পকথা প্রভৃতি সাহিত্যগবেষণা সংগ্রহ গুলোর নাম – রসকথা, ব্রতকথা, গীতিকথা, রূপকাথা ।
  • ’দাদা মহাশয়ের থলে’, ঠানদিদির থলে’, ‘খোকা বাবুর থলে’ প্রভৃতি শিশুতোষের রচয়িতা – দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ।
  • তাঁর অন্যান্য শিশুতোষের নাম হলো – ’আমার বই’, ’কিশোরদের মন’,’ বাংলার সোনার ছেলে’, ’সবুজ লেখা’ প্রভৃতি ।
  • দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার মৃত্যুবরণ করেন – ১৯৫৭ সালে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *